নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ব্লগ ডে এসেছে আবারও নেই শুধু সেইসব দিন
কত স্মৃতি ভাসছে তাই মম মনের মুকুরে।
কোথায় যে হারিয়ে গেল সেইসব প্রজাপতি দিন
রাত জাগা পাখিদের কলরব—রংধনু রঙিন
বর্ণিল ঝিলিমিল যেন তিমিরে সাত আকাশের তারা..
ব্লগ ডে এসেছে সময়ের পরিক্রমায়
সেইসব স্বর্ণালি দিনগুলি কী তবে হয়ে গেল লীন
অনেকের মনে থেকে—চিরতরে
নাকী ক্ষণে ক্ষণে আনমনে আজও দেয় দোলা
সেসব স্মৃতি সহসা যায় কি ভুল।। কী করে?
সেই সুপ্রিয় প্রতীক্ষা যা ছিল আমাদের ঘিরে
যেন অপার সম্ভাবনার মন্ত্র পড়ে অনতিদূরে দাঁড়িয়ে..
আহা সেই কাঙিক্ষত মিলন মেলা
হৃদয়ে বাংলাদেশ ধারণ করে স্বপ্নরঙিন খেলা
ব্লগ ডে অনন্য আজও তাই স্মৃতির সম্ভারে।
কত তারা ঝরে গেছে তবু হৃদয়ে গেঁথে আছে
আহা কত স্মৃতি কত নাম যেন স্বপ্নসম আনন্দঘন উদ্যান
বাঁধ ভাঙার আওয়াজে আজও মৃদঙ্গ যেন বাজে
দূর থেকে ক্রমাগত দূরে ইথারে …..
ছবি নেট থেকে।
শুভকামনা জানা আপু সহ সকল ব্লগার ।
২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ ডে'র শুভেচ্ছা
২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা। মডারেটর সাহেব ব্লগ ডেটে ব্লগে অন লাইনেও নেই।
কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৩
ইসিয়াক বলেছেন: ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
আশা করি এবার আপনি নিয়মিত হবেন।
শুভ কামনা সতত।
২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগডে'এর উপর কবিতা না লিখে, গদ্যে যদি অভিজ্ঞতা লিখতেন, আমরা বুঝতে পারতাম, কিছুটা অনুধাবন করতে পারতাম।
২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ডে ব্লগারদের স্মৃতি জাবর কাটি। কমেন্টে অনেক ধন্যবাদ্ । নিরন্তর শুভকামনা ।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো প্রিয় সেলিম ভাই।
২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ব্লগ ডের বিলম্বিত শুভেচ্ছা ।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৭
জুল ভার্ন বলেছেন: সামুর সূচনা লগ্ন থেকেই ব্লগে আছি। ব্লগারদের অনেক চ্যারিটি অনুষ্ঠানে ব্লগারদের সাথে গেট টুগেদার করেছি। কিন্তু কখনো ব্লগ দিবসটির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি।
২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: এসব স্মৃতি তাড়িত হবার জন্য ব্লগ ডে বিশেষ একটি দিন।
৭| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৬
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।
৮| ২০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্মৃতিময় ব্লগ ডে। সুন্দর কাব্য।
২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: এবারের ব্লগ ডে তে মুয়াজ হাটতে শুরু করলো। মুয়াজের হাঁটা দিবস ১৯ ডিসেম্বর। ব্লগ আরও স্মৃতি ময় হয়ে থাকলো ।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জি কবি সেলিম দা ব্লগ ডে তে হাজার ফুলেল শুভেচ্ছা রইল
বেশ কয়দিন ছিলেন না। ভাল থাকবেন সব সময়------------