নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পুরাতন বৎসরের মতো
দূর হোক অতীত গ্লানি ব্যর্থতা আছে যতো
চিরতরে-
আর যেন নাহি আসে ফিরে
পুরাতন ক্ষত হে দূর হ দূর হ..
নতুন বৎসরের মতো হোক রাজসিক প্রত্যাবর্তন
কাঙ্ক্ষিত সাফল্যের সোনার হরিণ যেন পড়ে ধরা
আমাদেরই করে।
আর নহে মজলুমের আর্ত চিৎকার
গগণ বিদীর্ণ করে
জালিমের মসনদ যেন ভেঙে পড়ে
ভেঙে হয় খান খান যেমন তারা খসা।
সত্যের জয় যেন হয় সবখানে
আমরাও থাকি যেন সত্যের ধ্বজা ধরে।
বেহেশতের খুশবু আসে ঐ
স্রষ্টার বাণী থেকে
সত্যের সন্ধানী জন শুধু খুঁজে পায় তারে
সতত অনুসন্ধানী মনে।
না না ভ্রান্তি বিলাস আর নয়
সত্যের জয় যেন হয়
সর্বখানে
এই মম শুভ কামনা,
Happy New Year 2022
প্রিয়তমা বন্ধু সুহৃদ সর্বজনে।
ছবিঃ নেট থেকে।
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: তবু কবিতার মতো সুন্দর জীবনই্ কাম্য সবার। আপনার প্রাজ্ঞ কমেন্টে ও পাঠে ধন্যবাদ। হ্যাপী নিউ ইয়ার।
২| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৩
জ্যাকেল বলেছেন: সুন্দর
০১-০১-২০২২
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার।
এটা ইংরেজী সাল। তাই ইংরেজীতে লেখা।
৩| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৪
শায়মা বলেছেন: হ্যাপী নিউ ইয়ার ভাইয়ু!
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩২
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী নিউ ইয়ার সুপ্রিয় শায়মা ।
৪| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩২
ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
আপনার আগামী দিনগুলো সুখী ও সমৃদ্ধ হোক।
কবিতায় ভালো লাগা।
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী নিউ ইয়ার ইসিয়াক । নিরন্তর শুভকামনা ।
৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৩
জুল ভার্ন বলেছেন: হ্যাপি নিউ ইয়ার। +
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী নিউ ইয়ার জুল ভার্ন ।
৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৮
ঢুকিচেপা বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
নতুন বছর যেন সবার ভালো যায়।
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী নিউ ইয়ার ঢুকিচেপা । এটা বাংলা নববর্ষ না হলেও কর্মক্ষেত্রের নতুন বছরের সূচনা। গত বছরের শেষ আর এ বছরের শুরু দুটোই হলিডে...
৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: কথা ও কাব্যে নিউ ইয়ার শুভেচ্ছা ভালো হয়েছে।
হ্যাপি নিউ ইয়ার।
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী নিউ ইয়ার পদাতিক চৌধুরি । নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: মানুষের জীবন কবিতার মতো সুন্দর হয় না।