নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঝিণুক মুক্তো নয়
বিস্ময়কর হলেও সত্য
পাথরের বুক থেকে
অপরূপ রূপের এক আধার যেন
দেখে দেখে রূপতার বিস্মিত হবে যে কেহ
রঙধনুর মতোই বর্ণিল
যেন লক্ষ তারার ঝিলিমিল অপরূপ সজ্জায়
অপার মুগ্ধতায়
তাই চেয়ে থাকি..
নীরেট পাথরের মাঝে লোকচক্ষুর আড়ালে
স্রষ্টাই গড়েছেন যেন এক অদ্ভুত শিল্পকর্ম
আহা মরি মরি! অপরূপ কারুকাজ দর্শনে
যেন বিশ্বের বিষ্ময় দুচোখে লাগে যে ঘোর
রূপকথার রূপ নিয়ে নীরেট পাথরের বুকে
অমূল্য মণিক আকিক পাথর
আল্লাহর কুদরত— ভেবে ভেবে অবাক হতে হয়
পাথরের গর্ভ জাত শিশু যেন
অপার বিস্ময়ে ভাবি— সমুদ্র সৈকতে
পাথরের কোয়ারিতে পাথরের ভিতরে
কেমন করে হয়
কুন ফায়া কুনই তার নিপুন কারিগর
আকিক পাথর কার না লাগে ভালো দেখতে—
অমূল্য মণিক তা যেন পাথরের সজ্জা অপূর্ব বিন্যাসে
দেখে দেখে মনে হয় স্রষ্টার গড়া জান্নাত কতই না সুন্দর
কর হে অনুমান, এজেট তারই ক্ষুদ্র নমুনা মাত্র,
করি তাই স্রষ্টার গুণগান— অপার বিস্ময়ে
তুমি যেন ঠিক তাই— কোন তুলনা নাই ।
ছবি নেট
০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৭
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা ।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৮
জ্যাকেল বলেছেন: আপন মনে বলে ওঠে, সুবহান আল্লাহ।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহু আকবার । আল্লাহ তায়ালা সব পারেন ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২৪
জটিল ভাই বলেছেন:
সুবহানআল্লাহ্। মাশাল্লাহ্
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
৫| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৩১
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার কবিবর।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৬| ০৭ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছেন।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
এজেট কোয়ার্টজ এর একটা রূপ।
৭| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সবার কমেন্টের জবাব দেয়া হবে।
৮| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫
কালো যাদুকর বলেছেন: পৃথিবীর ভুগর্ভস্থলেও আরো অনেক অপুরূপ পাথরের বৈচিত্র্য আছে।
০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন কালো যাদুকর।
এগুলোর মধ্যে আমার প্রিয় হলো জেসপার আর এজেট। বিশেষ করে এজেট। পাথরের ভিতরে ট্রান্সলুসেন্ট অপার সৌন্দর্য আধার।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৯
ইসিয়াক বলেছেন: অবিরাম চলুক স্রস্টার গুণগান।
কবিতা ভালো লাগলো।
শুভ কামনা রইলো।