নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অদৃশ্য থেকে তুমি দেখো সব
তোমার অসীম দয়া
তোমার দয়া— সতত, এ হৃদয়ে করিগো অনুভব।
পাপীর পাপ মুছে দাও তুমি এক নিমিষে
চায় যদি সে ক্ষমা,
হে মহান প্রভু, বিশ্ব প্রেমের তুমি অবাক দ্যুতনা!
পাপের সাগরে প্রতিনিয়ত আমরা যেন ভাসি
পাপ শেষে তোমার কাছেই ক্ষমা চাইতে আসি।
অজ্ঞতার বশে ভুলের হিসেব কষে কষে
কাটিছে জীবন যার কোন উপায় হায় নেই যেন আর তার।
ক্ষমা চাইবে সে কীসে? অন্ধ বিবেকে তার জীবন বরবাদ।
হায়! কীভাবে সে মুক্তি পাবে কীভাবে তার হবে পরিত্রাণ।
প্রভু তাই দাওগো— জ্ঞানের আলো
দাওগো প্রভু, ভালো মন্দ বিচার..
নফসের ওয়াসওয়াসা থেকে দাও মোদের মুক্তি
জালিমের জুলুম যেন রুখে দিতে পারি।
দাওগো মোরে শক্তি, কবুল করো কবুল করো
মম অপ্রগলভ প্রেমের আকূতি ।
অদৃশ্য থেকেও যে তুমি দেখো সব
দৃশ্যমান— অদৃশ্য, মম হৃদয়ের প্রেমের অনুভব
মোর প্রেমের হয় যেন জয়
তোমার অশেষ কৃপায় প্রেম যেন হায় আমোঘ শক্তিধর।
ছবি: নিজস্ব অ্যালবাম
১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল জুল ভার্ন ।
১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর এক অনুভূতির প্রকাশ কবি দা ভাল থাকবেন-------
১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের মাফ করে দিন আল্লাহ হেদায়েত দিন আরও
খুব সুন্দর
১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি
সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্য্ বাদ নিরন্তর শুভকামনা ।
৪| ১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া।
(চাহিবে --
পাবে --
কবি সাহেব, সাধু এবং চলিতের মিশ্রণে কী হয় তা নিশ্চয় জানেন? )
১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
ঠিক করে দিলাম যদিও বিষয়টা ইচ্ছাকৃত ।
৫| ১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আমার মতামত দিয়েছিলাম। আপনি আমার মান রেখেছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন।
আপনার কাছ থেকেও এমন মতামত আশা করি।
আমার লেখায় হাজার ভুল থাকে।
১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ফি আমানিল্লাহ ।
৬| ১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রার্থনা পড়ে মন ভালো হয়ে যাবে। +++
১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ১১ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:২৭
নেওয়াজ আলি বলেছেন: তাৎপর্যময় ও অর্ধবোধক লেখা । বেশ সাবলীল লিখনী।
১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় নেওয়াজ আলি কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
৮| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।
১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: মোঃ মাইদুল সরকার
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
৯| ১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২২
তারছেড়া লিমন বলেছেন: অনবদ্য..............
১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
১০| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৮
খায়রুল আহসান বলেছেন: এ আকুল আবেদনে সামিল হ'লাম। সুন্দর, প্রাণস্পর্শী কবিতা। + +
১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
১১| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: চমতকার!
কবির প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা।
পুরণ হোক। +