নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এবার তবে দাও গো পরিত্রাণ
এবার দাও গো ছুটি করোনা কোন ত্রুটি
যেন কত যুগ ধরে আছি ওগো তোমার অনাদরে
এবার দাও তবে মুক্তি প্রেমের কারাগারে।
চোখের আড়ালে থেকে দুহাত বাড়ালে
এবার দাও গো খুলে সকল আড়াল
ভালোবাসি বলে।
দাও ছড়িয়ে তব কুসুম কোমল পা
নৃত্যের ভঙ্গিমায়
এবার না হয় করো হে নির্ধারণ, আবশ্যিক পঠন
তোমার আমার অভিসারের দিন এবং ক্ষণ
ঢের তো হলো এবার না হয় মুখফোটে বলো
কোন ঠিকানায় করবো বিচরণ
তোমার আমার প্রেমের বৃন্দাবন
এবার হোক প্রেমের খেলা এবার ভাসুক ভেলা
এবার হোক না তবে ময়ূর পেখম তোলা।
বৈরী আবহাওয়ায় উড়ে দমকা হাওয়া
থেকে থেকে বৃষ্টি পড়ে গাছের পাতা নড়ে
তোমায় মনে পড়ে
রেখো না অনাদরে , এবার দাও গো পরিত্রাণ
অনন্ত প্রতীক্ষার কর হে অবসান ..
তোমার আমার প্রেমের অভিসারে
ভালোবাসি শুধু তোমায় সুপ্রিয় ভ্যালেন্টাইন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ পদাতিক চৌধুরি ।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫২
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আশাকরি ১৪ তারিখেই মুক্তি পাবেন,ভালোবেসে ভাসিয়ে দেবে আপনার ভ্যালেন্টাইন ।
শুভকামনা ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: তোমার শয্যা পাশে যদি ফাঁকা থাকে
কখনো কী সেথা ভাবোনি আমাকে?
একই প্রশ্ন তুমি ওগো আমায় করোনা
বলবো আমি শুধু তোমার মাঝে আমার তরে
নেই কী কোন স্থান তোমার ভেজা ঠুঁটে
তোমার কোমল গায় তোমার পদ মূলে
তোমার বুকের কাঁপন প্রেমের শিহরণে
হৃদয় সিংহাসনে আছে কী না বলো
ভালোবাসা অমোঘ শক্তিধর তুমি কী মানো না?
তোমার কী মনে নাই তোমার সাথে প্রতিশ্রুত তাই
আমি বাহির পানে লক ডাউন ভেঙে তবে কী মনে নাই
ওগো তোমার মনে কী পড়ে না, রুপোলি জোছনা
বৃষ্টি যখন নামে তোমার আমার মিলন কামনায়
তুমি কী বুঝো না , কালোত্তীর্ণ এক প্রেম রচনা
সহস্র কবিতা অজস্র পাঠে দূর ইথারে ভাসে
অবাক দ্যুতনা, বৃষ্টির নূপুর পায়ে সাতকন্যা নাচে
কীসের অভিপ্রায়ে ফাগুনের এই আগুন মোহনা
ভিজে হাওয়ায় নড়ে গাছের পাতা ভিজে যায় মন
উড়ে পাখির ঝাঁক করিডোরে বসে মুগ্ধ নগরায়ন
দূরে থেকেও অনেক কাছের যে আমরা দু'জনা।
ওগো তুমি কী চাও না এই আমাকে
তোমার কাছে পাঠিয়ছিলেম যে
প্রেমের বায়না কবিতা লিখে লিখে
ওগো নিঠুরিয়া
মনে কী পড়েনা
এই আমাকে ?
ভুলো কী করে ভুলা তো যায় না, অনন্ত সাধনা
তোমার হিয়ার মাঝে তুমি কী গো হায় আমায় খুঁজোনা , সুখের উপকরণে প্রেমের অলঙ্কারে
এই মায়াবী রাতে চাইছি তোমায় কাছে
প্রেমের অধিকারে শুনতে কী পাওনা ?
বুঝতে কী পারো না হুতুম পেঁচা ডাকে, ডাকে রাতের আঁধার তোমার প্রেম যমুনায় আমি দেই যেন ডুব সাঁতার ।
তুমি কী বুঝো না?
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। এবার চেস্টা করে দেখুন গল্প লিখতে পারেন কিনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রস্তাবনা। আপনি তো গল্প লিখেন।
কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর+