নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কী লিখবো বলো না? বেলা যে অনেক হলো
গল্প কবিতা কল্পনা গান
এসবই যেন আমাদের প্রেমের প্রতিদান।
চলছে চলবে জমাট বাঁধা অভিমান গলবে
তোমাকে ভালোবাসি ঢের বেশি দিবানিশি
তুমি কী গো বলবে তবে এবার?
চোখে চোখ হাতে হাত ঠুটে ঠুটে বলো কবে..?
কবে হবে দেখা তুমি আমি শুধু একা নির্জনে?
ভয় কীগো বলোনা ভালোবেসেছি যে তোমায়
গল্পে কবিতায় রম্যে এবার চলোনা মুখোমুখি
আর নয় ছলনা মুখফোটে বলোনা কানে কানে
ভ্রমরের গুঞ্জনে আনমনে
ফুলের সুবাস মাখা এবারের ফাল্গুনে
রঙধনুর সাতরঙে রাঙিয়ে
স্বপ্ন রঙিন দিন হয় যেন রচনা
তুমি আমি আমরা মিলে...
এ জীবন ক্ষণিকের তুমি কী গো বুঝনা ?
মনে মনে আমারেই খুঁজো যদি
কালবিলম্ব আর নয় এবার যেন হয় রচনা
কাঙ্ক্ষিত সেই মহেন্দ্র ক্ষণ ; তুমি আমি দুই জন
এই রাত ঐ চাঁদ সাক্ষী হয়ে থাক এই ক্ষণ প্রতীজ্ঞার
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি প্রতীক্ষার
হয় যেন অবসান
যেমন করে রাত শেষে দিন আসে নিয়তই
তেমন করে সতত হোক না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমহীন জীব অচল অসার জড় পরিত্যক্ত অথবা মৃত......কবিতা আসতেছে ।
শুভসকাল...
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৩
আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ?????!!!!!
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
দীর্ঘদিন ধরেই কবিতা লিখছেন। এবার গল্প লিখুন। দেখি আপনি গল্প কেমন লিখেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: উত্তম প্রস্তাবনা।
কিন্তু অনেক গল্প লিখিয়ে তো আছেন।
আপনার আমার গল্প শুনার আগ্রহে অশেষ কৃতজ্ঞতা ।
ধন্যবাদ।
স্রষ্টা তওফিক দিলে লেখা হতে পারে....
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা আহা
দারুন সুন্দর হয়েছে কবিতা
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১১
খায়রুল আহসান বলেছেন: প্রেমের আকুতিভরা কবিতাটি ভালো লাগল।
"এ জীবন ক্ষণিকের তুমি কি গো বুঝনা?" - ক্ষণিকের এ জীবন মাঝেই কত কিছু ঘটে যায়!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি মানুষের জীবন একেকটা সুবৃহৎ বই যেন অনেক ঘটনার এপিটাফ।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৫
জটিল ভাই বলেছেন:
সুন্দর বিষয় ও বিবরণ।
৭| ০১ লা মার্চ, ২০২২ দুপুর ১:৫৭
Subdeb ghosh বলেছেন: অসাধারন লিখেছেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৯
সোনাগাজী বলেছেন:
মানুষের জীবনের প্রতিটি ক্ষণ তো প্রেমময় নয়, জীবনের সাথে আরো অনেক কিছু যুক্ত।