নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হে প্রভু করি শুধু তোমার গুণগান!

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

দাও গো দিদার আজিকে রাতে্
এই রাত যে, পুতপুবিত্র মহিমান্বিত
তোমার অশেষ কৃপায়!
করোগো ক্ষমা আমার কৃত সকল গুনাহ
যদিও হয় তা অগণিত পাহাড় সমান!
তোমার ক্ষমা যে অনেক বড় তার তুলনায়।
আমরা তো তোমারই সৃষ্টি— অশেষ মায়ায়
দাওগো তওফিক তোমার অপার কৃপা লাভে
তোমার দয়ায় যে পার পেয়ে যায়
সকল পাপী অনুতাপী তওবা করে
দাও গো দিদার এই শবে মেরাজে
প্রিয় নবী মুহাম্মদ(সাঃ) যেমন করে
ধন্য হলেন এমনই একরাতে..
দাও গো তওফিক— আজিকে রাতে
থাকতে পারি যেন সদা
তোমারই অনুগত— তোমার দেখানো পথে
যেন চলতে পারি সদা।
হে প্রভু, রহিম রহমান
তোমার হুকুমেই আলো আঁধার স্বর্গ নরক
স্রোতস্বীনি সতত প্রবাহমান,
দাওগো দিদার আজিকে রাতে
হে প্রভু করি শুধু তোমার গুণগান..

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:



সরকারের লোকেরা পাহাড় সমান গুনাহ করলে জাতির অবস্হা কি হচ্ছে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: :) । এখানে স্রষ্টার কাছে প্রার্থনা করা হচ্ছে। প্রার্থনা এভাবে করতে হয়। পবিত্র শবে মেরাজ আমাদের জন্য শুভ হোক মঙ্গলময় হোক এ কামনা থাকলো ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:


প্রার্থনা করুন; কিন্তু সরকারের করর্মচারী হয়ে পাপ করলে, আমরা এসব কর্মচারী থেকে কি পাবো?

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: সরকারের কর্মচারী দেশ আর সরকারের জন্য নিবেদিত হওয়া দরকার। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী দাবী করলে চুরি করা বাদ দেয়া উচিৎ। অসৎ লোক বঙ্গবন্ধুর নাম নেয়া অনুুচিৎ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: প্রভু কিছু দিবে না। দিবে। আসলে মৃত্যুর পর দিবে। দুনিয়াতে কিচ্ছু দিবে না।

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ তায়ালা একমাত্র করনেওয়ালা জাত। তিনি কর্মের মাধ্যমে দিয়ে থাকেন। লা শরিক আল্লাহ ।

৫| ০১ লা মার্চ, ২০২২ দুপুর ১:৫৫

Subdeb ghosh বলেছেন: সুন্দর +

৬| ০৪ ঠা মে, ২০২২ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: ব্যাকুল কবির আকুল প্রার্থনা রাব্বুল 'আরশিল আযীম কবুল করুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.