নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি এলেই সুখ যে লাগে এই প্রাণে
তুমি এলেই ভরা পূর্ণিমা, আঁধার রাতের তিমির ঠেলে
তুমি এলেই জোয়ার ওঠে উত্তাল সাগরসম এই বুকে
তুমি এলেই বলে ওঠি বয়স কেবল সংখ্যা মাত্র—
ক্ষণিকের এই জীবন মিলন মন্ত্রগানে হয়ে ওঠে উজ্জীবিত উদ্বেলিত।
প্রেরণার পালে মম তাই লাগে হাওয়া— সীনায় সীনায় লাগে টান
কখন যে হয় সূচনা তোমার আমার প্রেম রচনা বিরহ গানের ইতি টেনে
তাইতো জাগি এতো রাতি, হে বসন্তের অনুরাগী প্রতীক্ষার অনলে জ্বলে এক বিবাগি
জানি না এই রাত জাগার কাছে ডাকার মূল্য কী?— তোমার কাছে
শুধু জানি বুক ভরা চাপা বেদনা থাকে তুমিহীন নিঃস্বঙ্গ পৃথিবীতে
তুমিই কেবল পারো দিতে ছড়িয়ে সুখ, জুড়িয়ে পরাণ বুকের উঠান
সকল ব্যথার প্রশমনে।
ভালোবেসে শুধু তোমায় যে ডাকি, অনন্ত প্রতীক্ষায় থাকি সেই ক্ষণের
তোমার আমার সঙ্গমে হবে যেন বিরচন কাঙিক্ষত মহেন্দ্রক্ষণ..
ভালোবেসে তাইতো ডাকি মনটা যে মোর চাতক পাখি . কামনা জল অন্বেষণে
ব্যস্ততার ফাঁক গলে কাব্যচ্ছলে বলে ওঠি—শুধু তোমার পানে ছুটি।
আর কিছু নয়! আর কিছু নয়! তোমার আমার এই পরিণয় স্রষ্টার অনুমোদনে…
ছবিঃ স্বপ্নপুরী দিনাজপুর থেকে তোলা
০৭ ই জুন, ২০২২ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২| ০৭ ই জুন, ২০২২ রাত ১:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতার মতই সুন্দর প্রজাপতি
ছুঁয়ে দিতে ইচ্ছে করে!
০৮ ই জুন, ২০২২ রাত ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রজাপতি শুধু রাতেই দেখা যায়। দিনের বেলা যায় না দেখা।
৩| ০৭ ই জুন, ২০২২ রাত ১:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার প্রেমের কবিতা।
ছবিটিও চমৎকার হয়েছে। রাতের ছবি তোলা খুব ঝামেলার হয়।
০৮ ই জুন, ২০২২ রাত ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: দিনের বেলা প্রজাপতি নিষ্প্রভ । রাতে আলোক ঝলোমলো । স্বপ্নপুরীতে গেলে তাই রাত অবধি থাকতে হবে এমন সুন্দর প্রজাপতি দেখতে হলে।
৪| ০৭ ই জুন, ২০২২ সকাল ১১:৪৩
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
চাতক পাখির মতো ভালোবাসার ডাকাডাকি শুনতে চেয়ে থাকার কবিতা যা আপনার অন্য সব কবিতার মতোই ! আপনার একটার পরে একটা কবিতায় আরো আরো ভালোবেসে যাওয়ার আকুতি ঠিক এই গানটির মতো-
Ami Eto Je Tomay Bhalobesechi
ভিডিও লিংক কিভাবে দিতে হয় সে টেকনিক্যাল ধারনা আমার নেই তাই এভাবেই সহজ উপায়ে লিংকটি দিতে হলো...।
০৮ ই জুন, ২০২২ রাত ২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস
সুন্দর কমেন্টে ধন্যবাদ। গানটিও চমৎকার । অশেষ কৃতজ্ঞতা ।
৫| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: স্বপ্নপুরী, দিনাজপুর আমি একবার গিয়েছিলাম।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২২ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
ভাষা সহজ। প্রানবন্ত।