নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমায় নিয়েই লিখি...
আধোজাগরণে আনমনে স্বপ্ন যেন দেখি
তুমি যেন শুনিতে ব্যকুল মম প্রেমমন্ত্রখানি হৃদয়ের গহীন থেকে
তুমি যেন মোমবাতি আমি ছুঁয়ে দিলে যাবে গলে নিমিষে
তুমি যেন ভরে যাবে কানায় কানায় শুধু আমায় পেলে
তুমি যেন বিরহ আকাশ অদ্ভুত এক শূণ্যতা — আমিহীন পথিবীতে
অর্থহীন সব যেন তোমাকেই রাখে ঘিরে।
কাছে এলে তবেই সব কিছু অর্থময়
জানি সংশয় কেটে যাবে, যেমন করে কেটে যায় আঁধার, রাত শেষে দিবালোকে
একদিন কোন তারার রাতে আসবে তুমি আমি যে নীল ধ্রুবতারা তোমার আকাশে
আমিহীন পৃথিবীতে জানি দিশেহারা লাগে সবই—
তুমি পাবে . সব বিরহ অনুভব দূর হয়ে যাবে।
১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এ বং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১৫ ই জুন, ২০২২ রাত ৯:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর+
১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এ বং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৫ ই জুন, ২০২২ রাত ১০:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গদ্য কবিতার অনেক পাঠক আছে,
আমি তালগোল হারিয়ে ফেলি।
ধন্যবাদ আনোয়ার ভাই সুন্দর
কবিতার জন্য।
১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১৬ ই জুন, ২০২২ রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা ।
১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৫৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর কবিতা।
১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এ বং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কিন্তু আপনার তুমি মনে হয় ব্যস্ত বেশী
পোস্ট মোস্ট দেখি না
ফেবুতেও দেখি না আজব
১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এ বং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগে আর নিয়মিত কবিতা পড়া হয় না।
আপনার বাকি কবিতার থেকে এই কবিতাটা আলাদা।
কয়েকবার পড়লাম।
'সংশয় কেটে যাবে , যেমন করে কেটে যায় আঁধার!'
চমৎকার একটা লাইন পেলাম।
পুরো কবিতা মনে রাখার মত।