নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রাত্রি গভীর হয় গভীরতর হয়
তোমাকে কাছে পাওয়ার আকূতি
আমি যেন রাতেই তোমাকে বেশী ভালোবাসি।
রাত দশটা থেকে ভোর
ব্যস্ত পৃথিবী থেকে মোর কাঙ্ক্ষিত অবসর।
এসময়ে যেন তোমাকেই শুধু কাছে চাই
যেমন করে অস্ত রবি গোধূলীর আলো মেখে
গায় অথৈ সাগরে ডুবে যায়..
ধমনী শিরায় ইন্দ্রে যেন শুধু তোমার বাস
তুমি আসবে কবে বলো এমন করে
নিশীথের প্রেম প্রেম খেলায় ?
এভাবেই ভেবে ভেবে কত দিন যে গেলো!
দিনে দিনে তোমার কতো পূঞ্জীভূত প্রেম আমার দেহে জমা
এখন করছো টা কী তুমি বলো ?
তুমি কী মেখেছো কাজল দুচোখে?
তুমি কী মেখেছো লিপস্টিক দুঠোঁটে?
আমায় ভেবে ভেবে কুসুম কলি কী আজও ফোঁটে তোমার বুকে?
তুমি কী এখন কাছে পেলে ভালোবেসে জড়িয়ে নেবে আমাকে ?
সত্যি করো বলো
গুজেছো কী রক্ত গোলাপ তোমার দীঘল চুলে
তুমি কী আজ ও আমায় ভেবে ভেবে
কাটিয়ে দাও সারারাত ঠিক আগেরই মতন।
একশো আটটি চুমো তোমার ঠোঁটে।
তোমার আমার প্রেমে রোজ রজনীগন্ধা ফোঁটে।
২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: মায় নয় মোহ নয় ভালোবাসা।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২২ শে জুলাই, ২০২২ রাত ১:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গভীর রাতের গভীরতর
রোমান্টিক কবিতা!
২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২২ শে জুলাই, ২০২২ রাত ১:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ১০৮ টি চুমো!!!
সুন্দর রোমান্টিক কবিতা।
২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ২২ শে জুলাই, ২০২২ রাত ২:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।
২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ২২ শে জুলাই, ২০২২ ভোর ৪:২৬
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ কবি...
২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ২২ শে জুলাই, ২০২২ ভোর ৫:৪২
স্প্যানকড বলেছেন: ভাইজান গুইনা গুইনা চুমু খায় হিসেবি মানুষ কবিতা ভালো লাগছে।
২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪১
শেরজা তপন বলেছেন: কবির কি লিপিস্টিক খেতে মন চাইছে??
দারুন রোমান্টিক!!
২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: প্রচন্ড তাপদাহেও এমন রোমান্টিক কবিতা আমার কবি ভাইয়ের দ্বারাই লেখা সম্ভব! খুব, খুব ভালো লেগেছে। +
২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২২ রাত ১:০১
মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই,
পরিপূর্ণ রোমান্টিক কবিতা এ বিষয়ে সন্দেহ নেই ,
মায়া না মোহ এখানে শুধু একটু দ্বিধাগ্রস্ত ।
সুন্দর কবিতা ++