নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সুস্বাগতম
অপেক্ষায় থাকা মেয়েটা যে
সব থেকে সুন্দর চেতনায় মননে,
ভালোবাসার— এক অনন্ত আকাশ
বুকে লয়ে, সে যেন রূপের আঁধার
বিভেদের সকল গণ্ডি পেরিয়ে।
আমি যেন তার— একান্ত অধিকারে
আমাকেই লয়ে যাবে সে ছিনিয়ে,
প্রবঞ্চনার চোরাবালি থেকে মুক্ত করে
আদরে আদরে নেবে জড়িয়ে ।
নুড়ি পাথর সুখের আকর সৈকতের পাড়ে
তুলেছে নোঙর এবার একান্ত অধিকারে
সাধ্য কার রুখে তারে ।
সুস্বাগতম! খোশ আমদেদ!!
ভালোবাসা তোমার কাছে যে ঋণী প্রতিদিনই
আমি ও যে আকুন্ঠ নিমজ্জিত তোমার প্রেমে
সুন্দর তমা হে !!
শত শঠতার ভীড়ে রয়েছে আজ ও সে
যেন দুহাত বাড়িয়ে।
হৃদয়ে তার মম প্রেম যেন শ্বেত পাথরে ক্ষুধিত
হৃদয় রাজ্যের অপরাজেয় সম্রাজ্ঞী হে!
ওগো দেবো না তোমারে ফিরিয়ে
পরম আদরে নেবো এবার জড়িয়ে ....
ছোঁয়ে যায়
একটি ফুল সতত প্রার্থনায় ফোটে যেন রোজ
সুগন্ধ ছড়ায় সে— আউলা বাতাসে
দূর থেকে তাই সুবাস ভেসে আসে।
দিনে দিনে রূপ তার— যায় বেড়ে
প্রতিদিন কত ফুল যে ঝড়ে পরে রাস্তার ধারে
সেই একটি ফুল শুধু এই মন ছুঁয়ে যায়
যেমন করে ছুঁঁয়াছুঁয়ি ভ্রমর ও ফুল
তারে বারে বারে খুজি যেন রোজ
প্রেমের অভিসারে
সে যে দূরে থেকেও কতো কাছে
এই মন ছুঁয়ে যায় ভালোবেসে...
২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৯
শাহিন-৯৯ বলেছেন:
আপনার কবিতাটি খুবই চমৎকার হয়েছে।
লিখতে থাকুন, সাথে আছি
শুভ কামনা নিরন্তর।
২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪২
জুল ভার্ন বলেছেন: হৃদয় ছুঁয়ে দিলে ❤️