নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ইচ্ছে হয় তোমার কাছে যাই—
তোমার মাঝে যে অদ্ভুত শুশ্রুষা আছে
ইচ্ছে হয় তোমার কাছে যাই—
তোমার বুকে মাথা রেখে জলের কাছে নদীর কাছে
জলতরঙ্গের ঝিলিমিলি মেখে উতলা জোস্নায়
একান্ত ক্ষণ যা— তোমার কাছে পাওনা আমার সদাই
ওগো ষোলআনা, তোমায় বুঝে পাই।
ইচ্ছে হয় তোমায় সাথে লয়ে— বিশ্বজয়ের,
ইচ্ছে হয় তোমায় সাথে লয়ে
শ্রবণের নব ধারা জলে নেয়ে
রক্তজবাতুমি যেন আমি ভ্রমর তোমার ঠিকানায়;
চলনা এবার ভিজে যাই— অপ্রগলভ এক প্রেমে।
ইচ্ছে করে খুব তোমায় ভালোবেসে আজীবন
ইচ্ছে ডানায় ভর করে— করি উৎযাপন
আহা ইচ্ছে করে খুব তোমাকে কাছে পেতে
একান্তই আপন করে নিতে।
যেমন করে হংসমিথুন রোজ— বসন্তে বর্ষায় রাতে
ইচ্ছে করে খুব যেন তুমিই চলে এসো কাছে
মম বাহুডোরে, কাক ডাকা ভোরে অথবা শ্রাবণ সন্ধ্যায়
ভালোবাসি তোমাকে যে খুব তোমায় শুধু চাই—
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইচ্ছা হলে চলে যাবেন এতে কোন বাঁধা নাই,
প্রেম পিরিতি ভালোবাস স্বর্গ থেকে আসে ভাই।
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট । নিরন্তর শুভকামনা ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ ভোর ৪:৪০
স্প্যানকড বলেছেন: যাওয়ার আগে মাস্ক নিতে ভুলবেন না। যা দিনকাল চলছে ভরসা নাই! কবিতা খুব ভালো হইছে। মনে কিছু নিবেন না একটু মজা করলাম। ভালো থাকবেন।
০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নীরন্তর শুভকামনা ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ২:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
দেশে মোটামোটি তাপদাহ চলছে, এসিতে কাজ হবে কি? লোড শেডিং চলছে অবিরত! - বৃষ্টির জন্য অপেক্ষা করুন, অথবা শীত। বিজ্ঞ ব্লগার, আমি কবিতা লিখতে পারিনা কথা সত্যি তবে কবিতা বুঝতে পারি। কবিতায় ১০ এ ৯.৩ পেয়েছেন। ভয়াবহ নাম্বার। আমার মনে হয় এবার চিন্তা করার সময় এসেছে।
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার আমার অংবং কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো । মন্তব্যে ধন্যবাদ।
৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:১১
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন কবি ❤️
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ২:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।