নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজিকে রাত্রি শেষে ভোরে
মহাশোকের একটি দিন বাংলার ঘরে ঘরে
লজ্জায় জাতির মাথা কাটা হায় কঠিন অভিশাপে
বঙ্গবন্ধুর রক্ত মাখা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি
রক্তাক্ত ইতিহাসের কড়া নাড়ে বারে বারে
নির্মমতম নির্মমতার ফেরি করে
বীর বাঙালি তাই ডুকরে কেঁদে ওঠে
বাংলার আকাশে বাতাসে যেন শোকের হাওয়া বহে
হায় মুজিব! হায় মুজিব!! বঙ্গবন্ধু প্রাণের নেতা,
তোমার বিহনে।
আন্দোলন সংগ্রামে তোমার কেটে গেছে সারাটি জীবন
বুলেট বোমা মরণ আশংকা পদ দলে দেশের লাগি দশের লাগি
চিরো নিবেদিত জীবন উৎসর্গকৃত হে মহান নেতা
পাকহানাদার দোসর কুচক্রীমহল বিপথ গামীরা
নজিরবিহীন নৃশংসতায় ওঠে ছিল মেতে সে রাতে নারকীয় তান্ডবে।
শিশু রাসেলও যে সেদিন বাঁচেনি হায়
বাঁচে নি যে কোন নারি—কারবালা সম নির্মমতায়
সেইদিন বাংলা মা বঙ্গবন্ধুর পবিত্র রক্তমাখা দুঃখমাখা
আজিকার রাত্রীশেষে আগামীকাল ভোরে
হায় মুজিব হায় মুজিব! শোকের মাতম বাংলার ঘরে ঘরে
সেইদিন বাংলাদেশ মুজিব হারা
পদ্মা— মেঘনা— যমুনা অববাহিকায় নদীর বুকে ঢেউয়ে
যেন শোকের মাতম ওঠে, বিয়োগ ব্যথা ওঠে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে
বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে—
আমরা সবাই সতত নিমজ্জিত বঙ্গবন্ধু তোমার ঋণে
একাত্তরের হে মহান স্থপতি জাতির পিতা
দুঃখভারাক্রান্ত মনে আজ তোমারে স্মরি...
১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম অভিনন্দন। হ্যাপি ব্লগিং। কমেন্টে ধন্যবাদ।
২| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৩
ছাকিব নাজমুছ বলেছেন: সুন্দর কবিতা।
১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। কৃতজ্ঞতা ।
৩| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা ।
৪| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর কবিতা।
১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা ।
৫| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার কবিতা ♥️ প্রিয় কবি।
১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ছবিতেও কবিতা লিখে দিলাম। ধন্যবাদ কমেন্টে ।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৭
পোড়া বেগুন বলেছেন:
আসসালামু আলাইকুম।
সুন্দর কবিতা।
আমি ব্লগে নিতুন।
আমাকে দোয়া করবেন।