নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যদি শূন্য লাগে আমি ছাড়া যা আছে সব
যদি মনে হয় সবকিছু থেমে যাবে এখনই
যদি আমি হীন বিশ্ব লাগে তব নিঃস্ব
যদি সব মনে হয় অর্থহীন দুনিয়ার চাকচিক্য;
তবে কেন এখনও করো হে বিলম্ব!
যদি তোমার আমার প্রেম হয়ে যায় সাধনা
স্রষ্টার আরাধনা, তবে তোমার ভয় কী গো বলো না!
কত সুদীর্ঘ সময় ধরে এই অবণীর পরে
তোমার আমার অভিসার সঙ্গম প্রতীক্ষা
দেখো আজ রাতে ওঠেছে চাঁদ বাঁধভাঙা জোয়ারে,
ঐ দেখো কেমন করে ঠিকরে ঠিকরে
জোৎস্না ঝরে পড়ে পৃথিবীর বুক আলোকিত করে।
এ কিসের অভিলাষ এ কিসের ইশারা?
তোমার আমার মিলনে উন্মুখ যেন দূর ঐ আকাশের তারা
যদি তুমি বুঝে থাকো।
যদি তুমি মনে রাখো দূরের ঐ ধ্রুবতারা
ভালোবাসি তোমাকেই তাই যেন বলছে তারা।
০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুন্দর শেয়ারে । খালিদের গানগুলো অসাধারণ। বেশ কয়েকটি গান অনেক বার শুনেছি।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে সে কিছু নয়
শত আঘাতেও নিঃস্ব যে আজ
তার আবার হারানোর ভয়
যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে সে কিছু নয়
শত আঘাতেও নিঃস্ব যে আজ
তার আবার হারানোর ভয়
কি ভুলে আমি এতো সয়েছি যে ব্যথা
কি করে ভুলেছি অতীতের কথা
কি ভুলে আমি এতো সয়েছি যে ব্যথা
কি করে ভুলেছি অতীতের কথা
জানতেও পারবে না কেউ তা
জানতেও পারবে না কেউ তা
শিল্পী: খালিদ
অ্যালবাম: দেবী
প্রকাশিত হয়েছে: ২০০৭