নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তিন তিন গোলে সমতা
অতঃপর টাইব্রেকার —দূর্দান্ত প্রতিদন্ডিতাপূ্র্ণ ম্যাচ
মার্টিনেজ যেন তাতে এক— দূরন্ত বাজপাখি
দূর করে দিয়ে সব অতীত গ্লানি ব্যর্থতা।
অতঃপর এলো সেই মহেন্দ্র আনন্দঘনক্ষণ
সেনাপতি মেসি যখন— আনন্দচিত্তে করিলো চুম্বন
বহুকাঙিক্ষত সোনার বিশ্বকাপে ফুটবল বিশ্ব পেল যেন পূর্ণতা।
এমবেপ্পের অসাধারণ হ্যাট্রিক গেলো যে বিফলে
ডি ম্যারিয়াও ছিল যে অনবদ্য বিশ্বকাপ ফাইনালে;
সবকিছু ছাপিয়ে মেসি মেসি ধ্বনি
বাজিল ল্যাটিন ফুটবলের জয়ধ্বনি
ভামোস আর্জেন্টিনা যেন আনন্দের খনি।
অবশেষে গ্রেটেস্ট শো অন আর্থ এর হলো যবনিকা
স্বপ্ন পূরণের দৃঢ় অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে
মেসি যেন ধ্রুবতারা—অসামান্য অর্জন তার
হে অধিনায়ক হে কিংবদন্তী লিওনেল মেসি
চারিদিকে আজি তোমার জয় জয় কার
নেই আর কোন কিছু যে বাকি
পৃথিবীর আনাচে কানাচে
তোমার অগণিত ভক্ত আর গুণগ্রাহি
তৃপ্তির ঢেকুর তুলে করিতেছে তোমার বন্দনা;
আনন্দ আনন্দ রব গ্রেটেস্ট শো অন আর্থ
তাই স্বার্থক ষোলআনা।
মেসি পেরেছে নেইমারও পারবে
শিল্পের কাছে পাশবিকতা হারবে
ফুটবলের জয়গান এভাবেই চলছে চলবে।
অভিনন্দন মেসি বাহিনী ভামোস আর্জেন্টিনা ।
১৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: মেসি অনন্য অসাধারণ দলনায়ক ও ফুটবলার
২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: আর্জেন্টিনার জয় আমাদের সারা দেশের মানুষকে আনন্দে ভাসিয়ে দিয়েছে।
কবিতা সুন্দর হয়েছে।
১৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আর্জেন্টিনা ও মেসির অনেক সমর্থক। এমনকি দর্শক গ্যালারীতেও আর্জেন্টনিার জার্সি ও পতাকার জয়জয়কার ।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৩
নেওয়াজ আলি বলেছেন: ফুটবল খেলা নিয়ে কিছুদিন দেশে রাাজনৈতিক ক্যাচাল ও জঙ্গি ক্যাচাল চুপ ছিলো।
২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ফুটবল জ্বরে জ্বরাক্রান্ত ছিলো গোটা পৃথিবী। এখন মিলেছে মুক্তি। ফুটবলের আলোয় অনেক আঁধার চাপা ছিল..
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৮
বিটপি বলেছেন: দারুণস! জয়তু মেসি!