নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সময়ের দাবি প্রিয়তমা...

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৮

যদি কবিতায় সবকিছু বলা যায় অনায়াসে
কতটুকু দায় বাকি থাকে, কতটুকু অপূর্ণতায়
ডুবে থাকি তুমি আমি, কতটুকু নিমজ্জিত ঋণে ..
তুমি যদি হও তৃপ্ত, দৃপ্ত প্রত্যয়ে আমি বলে
দিতে পারি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি
আর কি দরকার?
আমার মতো কে পেরেছে আর
তোমার হৃদয় কেড়ে নিতে
তোমার ইচ্ছে খাতায় মনের পাতায় যে আমিই সেরা অনবদ্য
নজরুল রবীন্দ্রনাথ মধূসুদন কিংবা জীবনানন্দ
তারা কি জানে ? নয় মাত্রার ভূমিকম্প হলে
ঢাকা মহানগরীর মানচিত্র কতটা বদলে যাবে!
করোনা আক্রান্ত পৃথিবীর দাবি কিভাবে মেটাবে?
বন্যার পূর্বাভাস কিংবা ভূমিধ্বস নগর পরিকল্পনা বল না
আমার মতো কেউ কি আছে?
খনিজের অনুসন্ধানে নিরলস প্রচেষ্টায়
সততার বর্ম পড়ে প্রবঞ্চনা কে করে আলীঙ্গন
আমার মতন করে, বলো না আর কি দরকার!
আমিও কিন্তু পারি লিখতে রম্য গল্প কিংবা ফিচার ..
আমি ও করতে পারি দারুন সব‌ মন্তব্য
তুমি চাইলে, তুমিই বলে দাও কবিতায়
সব কিছু যদি বলে দেয়া যায় আর কি দরকার?
কবিতা আমার রক্তে টগবগ করে
সতত আমায় রাখে ঘিরে
তুমি তো শুধু আমার আমি তো জানি
আমি তুমি নৌকো- নদী অপার মিথোজীবিতায়
ভালোবাসি শুধু তোমাকে সুপ্রিয় কবিতা হে
তুমি আমার হলে আর কিছু চাই না যে আমি ।
সেরার স্বীকৃতি যাক চলে লেখা লেখি যায় যদি বিফলে,
অনায়াসে বলে দিতে পারি তুমিই আমার শ্রেষ্ঠ পুরস্কার, সর্বোত্তম অর্জন
প্রিয়তমাগো এই জীবনে ..


মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৪

সামছুল আলম কচি বলেছেন: হু; সুন্দর বলেছেন।

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। জয় হোক কবিতার ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৩

ইসিয়াক বলেছেন: ভাব প্রকাশই আসল। হোক সে কবিতা, গল্প বা ফিচার মাধ্যম কোন ব্যপার না।
আর লক্ষ থাকুক অটুট। একদিন শিখর স্পর্শ করবেনই।
কবিতায় থাকুন প্রিয় কবি সেটাই আপনাকে মানায়।

চমৎকার উপলব্ধি।

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৮

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১২

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা! প্রিয়তমার বরধন্য হউন! + +

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৯

সেলিম আনোয়ার বলেছেন: চসমৎকার কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ব্লগের বর্তমান পরিবেশ বিশ্লেষণ!!

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: এমন অবস্থা বিরাজমান। কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠে । নিরন্তর শুভকামনা ।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১

নেওয়াজ আলি বলেছেন: লিখেছেন বেশ লাবণ্যময়,

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: আমাকে কবিতা লেখা শেখাবেন?

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লেখা শেখানোর কিছু নয়। অনেক সাধনায় কবিতা লেখা হয়। প্রচেষ্টায় হতে পারে..

৮| ২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৯

সোনালি কাবিন বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন:
- ব্লগের বর্তমান পরিবেশ বিশ্লেষণ!!

:D

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.