নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমার সাথে কাটাতে কিছুটা সময় আমার নেই কোন আপত্তি
কারণ পৃথিবীতে খুব বেশি মানুষ নেই যারা সঙ্গ দিতে চাইবে আমাকে
আর যারা . চায় তারাও বুঝে না ষোলআনা হায়
আমার এ হৃদয় তোমার মতন করে
কিছু মানুষ অর্থহীন অহংবোধ কখনো পারে না করতে অতিক্রম ,
তুমিই শুধু পারো - শুধু তুমি বুঝো আমার ভেতরের প্রকৃত রূপ
তোমাতেই নিহিত যে আমার তৃপ্তির ঢেকুড়
তুমি দূর করো মোর সকলবিভ্রম।
যদি বিধিও হয় বাম
যদি নক্ষত্ররাও হয় অন্ধ
তবুও তুমি যদি কাছে আসো সত্যি শুধু আমায় ভালোবাসো
কাটিয়ে সকল দ্বিধাদ্বন্দ্ব,
প্রিয়তমা তুমিও যে পাবে আমারই শতভাগ;
একটি হৃদয় এবং একটি আত্না এবং একটি দেহ।
চলো পরখ করি তোমার আমার প্রেম কতটুকু পারে
চলো যাচিবো দুজনে মোদের প্রেমে কতটা সুখ মেলে।
হয়তো এই ভূবনে শুধু তুমি-আমি নিখুত- পরস্পরের জন্য
শুধু বন্ধু তো নই মোরা প্রেমের অনুরাগে অপার ভালোবেসে হতে পারি যে ধন্য
একান্ত বিশ্বস্ততায় অনন্ত সঙ্গমে এই ভূবনে গড়তে পারি যে মোরা সুখের স্বর্গ ।
কাল যদি ধ্বংস নেমে আসে, এই অবণীর পরে
বলো কেন থাকবো না এক সাথে- শুধু আমরা দুজন,
বসন্ত কালে আমরা যে পাখির কূজন ।
আমরা যদি সত্যি ভালোবাসি পরস্পর
আমরা যদি প্রেমে হই বদ্ধ পরিকর
বলো না কাকে নিয়ে স্বপ্ন দেখো তুমি ? সে কী নই শুধু আমি?
আমার কাছে তুমি ছাড়া সবই যে বিরাণভূমি।
যদি বিধিও হয় বাম যদি রাতের তারারা হয় অন্ধ
তবুও হয়ে যাক যাচাই আবার
মোদের এই পঁই পঁই প্রেম কতটুকু পারে দূর করে সকল দ্বিধাদ্বন্দ্ব।
শুধু জানি ভালোবাসা যে আমোঘ শক্তিধর, সবার উপর।
তুমি আমি নিঁখুত অদ্ভুত সুন্দর খাপ আর তলোয়ার
বিধাতার অনুমোদনে প্রেমে মোরা দুজনে যে দূরন্ত দূর্বার...
০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪২
সোনাগাজী বলেছেন:
বিধাতার অনুমোদনটা লিখিত হলে ভালো হয়, কেহ যদি দেখতে চায়!
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৯
হাসান জামাল গোলাপ বলেছেন: সুন্দর
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: আপনি কি কবিতার বাইরে আর কিছু লিখবেন না?
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: জটিল প্রশ্ন। স্রষ্টাই ভালো জনেন। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রেম জ্বরের পারদ-মাত্রাটা বোধকরি এখন সর্বোচ্চ শিখরে অবস্হান করছে। তাই এত এত আবেগময় প্রেম-কবিতা বের হচ্ছে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার!