নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তাঁর মতো করে কেউ পারেনি আর
বাংলার নাট্যমঞ্চে পাখির মতো উড়তে;
একবুক ভালোবেসে অবশেষে
নির্জনে নিঃসঙ্গ একাকি মরতে ।
তাঁর ছিল সাগর সম বিশাল একটা হৃদয়
আদ্যোপান্ত বিচক্ষণ প্রেমিক পুরুষ তিনি
অভিনয় জগতের এক রাজা, যেন ঘোর লাগা বিস্ময়।
কমেডি ট্রাজেডি রোমান্স সবকিছুতেই তিনি সেরা
অভিনয়ের খলনায়ক হয়েও হয়েছেন দারুন জনপ্রিয়
মৃত্যুর এক যুগ পরেও
আপনি তাই বেঁচে আছেন আজও স্ব-মহিমায় হে প্রিয়, অভিনেতা।
কতজন এসেছে আরও কতজন যে আসবে
ফরীদি যেন একটাই ধ্রুবতারা বাংলার অভিনয় জগতে।
এসেছে ফাল্গুন রক্তগোলাপ তাই ফোঁটেছে কাননে
ফরিদীর ভক্তকূল ভগ্নহৃদয় আজি তাঁর আসন্ন মৃত্যুদিবসে তাঁর স্মরণে ।
বিনম্র শ্রদ্ধা হে বীর মুক্তিযুদ্ধা অভিনয় জগতের একজন রাজা,
কীর্তিমানের মৃত্যু নেই হে চির সবুজ তারুন্য
আমার আজিকার এই কবিতা লিখা তাই
শুধু আপনার জন্য। আমার এই লেখালেখিতে
আপনারও আছে যে অবদান,
অকুন্ঠ চিত্তে আপনার তরে তাই জানাই শ্রদ্ধা প্রার্থনা সম্মান।
......
বাংলার কিংবদন্তী অভেনেতা জনাব হুমায়ূন ফরিদীর মৃত্য ফ্রেব্রুয়ারীর ১৩ তারিখ বসন্তের ১ম দিনে। তিনি ছিলেন বাংলা নাটকের বসন্ত। বয়স তাকে স্পর্শ করতে পারেনি। তার মুখে রোমান্টিক সংলাপ ছিল বাঙালির চির আরাধ্য। তিনি তাই চির সবুজ চরিত্র । পরপারে তার সুন্দর জীবন কামনা করি। বিনম্য শ্রদ্ধা জানাই এই বীর মুক্তিযুদ্ধাকে ।
ছবি-নেট ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। মঞ্চে আনপ্যারালাল টিভি নাটকে অনবদ্য বাংলা সিনেমায় উনার মত প্রতিভাবান অভিনেতাকে পরিচালনা করার মত যোগ্য পরিচালকের অভাব। তাছাড়া বাংলা সিনেমার বাজেট পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় নগণ্য। আমার বিবেচনায় এই উপমহাদেশের সেরা অভিনেতা তিনি। তিনিই সবচেয়ে প্রতিভাবান অভিনেতা। ফরীদি আমাদের গর্ব। আমাদের দেশে তিনি জন্ম গ্রহন করেছেন এটাও বলার মত একটা ব্যাপার।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪
এম ডি মুসা বলেছেন: আপনি মনেহয় তার ভক্ত তবে তার নিয়ে আমার কোনো মন্তব্য নাই
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৫
শেরজা তপন বলেছেন: মিস করি ভীষন এই দুর্দান্ত অভিনয় শিল্পীকে
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: িনি একজন আর্টিস্ট ছিলেন। নেইমার মেসি যেমন বর্তমান ফুটলের আর্টিস্ট অসংখ্য খেলোয়াড়ের ভীড়ে। ফরীদিও তেমনি অনেক অভিনেতার ভীড়ে একজন শিল্পী যাকে সবাই ভালোবাসে ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৬
সোহানী বলেছেন: আমার অসম্ভব প্রিয় একজন অভিনেতা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: ফরিদীর ভক্তাকূল অনেক বিখ্যাত মানুষ। শুধু তাই নয় সিনেমা করে একেবারে সাধারণ মানুষেরও পছন্দের অভিনেতা তিনি। তিনি বাংলা খল চরিত্রকে সম্মানিত করেছেন।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন কবি। +
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৫
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ, দারুন লিখেছেন কবি
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। আসলেই দারুণ একজন মানুষ নিয়ে আমার অংবং লেখা ।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
হুমায়ূন অসাধারন অভিনেতা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। ফরিদী বিশাল হৃদয়ের মানুষ ছিলেন। তার প্রতিভার মূল্যায়ণ করতে পারেনি সদ্ব্যবহার করতে পারে নি এদেশের নির্মাতা গণ ।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রচন্ড শক্তিমান অভিনেতা। কিছু বাংলা সিনেমার কথা বদ দিলে উনার অভিনয় অসাধারণ।