নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি যেন সতত উনিশ আমি যেন সাতাশ
তোমার প্রেমের এক অনন্ত আকাশ
বসন্ত বাতাসে অগ্নি সন্ধ্যা
মোরা আঁধারে দেই আলো জ্বেলে
নৌকো নদী খেলা খেলে
কেটে যায় সারাদিন ।
তোমার আমার প্রেম রয়ে যায় অমলিন
বোশেখ ঝড়ে ধূলি উড়ে
পাখি ঠিকই ফেরে নীড়ে
উড়ে উড়ে কামনা মায়াবী বাসনা
গীষ্মের দাবদাহ সহনীয় হয়ে যায়
সুশীতল বৃষ্টি ঝড়ে
প্রশান্ত হয় ধরা।
তুমি আমি মানিক জোড়
সতত কাব্যের মহড়া
ভালোবাসি তোমাকেই শুধু
সুবিবেচনা হে
তুমি যেন মোর অনন্ত সাধনা ।
০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৭ ই মে, ২০২৩ রাত ৮:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার কবিতা হয়েছে।
০৮ ই মে, ২০২৩ দুপুর ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:১১
মিরোরডডল বলেছেন:
তোমার আমার প্রেম রয়ে যায় অমলিন
তুমি আমি মানিক জোড়
কোথায় অমলিন আর মানিক জোড়!!!
দুজনতো দুদিকে
তুমিতে লিংক নেই,
সুবিবেচনা কিন্তু অবিবেচক হয়ে যাবে