| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঝড় ওঠেছে ঝড়
মাথার উপর,
আছড়ে পড়ে ঢেউ সাগর তীরে বালুচরে
বৃক্ষরা নূয়ে পড়ে সবাই যেন ভয়ে জড়সড়।
ঝড় আসছে তেড়ে আতঙ্ক ছড়িয়ে 
দুশ্চিন্তা করে ভর মাথার উপর।
দশ নম্বর বিপদ সংকেত সেন্টমার্টিনে
গোটা দেশ আতঙ্কে আছে
মোখা আসছে তাই 
সবাই মিলে মোকাবেলা করতে হবে
মহান স্রষ্টার অপার কৃপায়।
এতো আর নতুন কিছু নয়
তারা শুধু ধ্বংস ডেকে আনে
তবুও মোদের সাহস আছে ঘুরে দাঁড়ানোর 
আছে সুদৃঢ় প্রত্যয়।
 
১৪ ই মে, ২০২৩  সকাল ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| 
১৩ ই মে, ২০২৩  রাত ৯:৫৬
কলাবাগান১ বলেছেন: শব্দটা হবে মোকা
 
১৪ ই মে, ২০২৩  সকাল ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে ধন্যবাদ। মোকা টেনফ হয়ে মিয়ানমারে চলে যাওয়ার কথা ।
৩| 
১৪ ই মে, ২০২৩  দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । 
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০২৩  বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: ঢাকায় বসে মোখার কোনো আলামত পাচ্ছি না।
মোখা আসুক। তবে যেন কারো ক্ষতি না হয়।
কবিতা সুন্দর হয়েছে।