নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবিরা নাকি প্রচার বিমুখ
আমি বোধ হয় তার উল্টো
নিজেকে করি জাহির
বলে বেড়াই রং বেরঙের গল্প।
আমার চেয়েও প্রচার প্রবণ
কত মানুষ আছে!
কবিতা আর গল্প লেখার
চর্চা যাদের আছে।
আমি যদি না হই কবি
তারা তবে কী?
কবিরা যে কোন দলের হয়
কোন ধর্ম তার ?
এসব নাকি গৌণ অবান্তর ব্যাপার।
কবিরা যে শুধুই মানবতার ।
এসব নিয়েই কেন তবে
আমায় এতো প্রশ্নবাণ ?
আমি যে এক অকবি
এটাই কী তার প্রমাণ।
১৬ ই মে, ২০২৩ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: দেখা যাক সময় করে পড়বো।
২| ১৬ ই মে, ২০২৩ বিকাল ৩:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভালো হইছে প্রিয় কবি। আর আপনার নিজেকে অকবি মনে করার দরকার নাই। ইউটিউব কল্যাণে সাহিত্য পাঠ এমনিতেই কমে গেছে। আর মেয়েরাতো রেসিপি নিয়ে ব্যস্ত। নানা কারণে কবিতার পাঠ কম। এটা কারো অকবি হওয়ার কারণে নয়। আর কবিতার পাঠ কমে যাওয়াতে ব্লগের অনেকেই কবিতা লেখা ছেড়ে দিয়েছেন।
১৮ ই মে, ২০২৩ দুপুর ২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৬ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৭
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: ভালো ছিলো।
১৮ ই মে, ২০২৩ দুপুর ২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ১৬ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
মৌন পাঠক বলেছেন: সুন্দর কবিতা।
অ-কবিতা ন-কবিতা শিরোনামে এই ন-কবির একটা লেখা আছে।
১৮ ই মে, ২০২৩ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: বেশতো । সময় সুযোগ করে পড়ে আসবো ।
৫| ১৬ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
মৌন পাঠক বলেছেন: https://www.somewhereinblog.net/blog/farid482 মহাজাগতিক চিন্তা , আপনি যথার্থ বলেছেন, একটা রম্য লিখেছিলাম, সকলে মন্তব্য করল রম্য আদৌ হয় নাই, বাট পাঠ করেছে ২০০+ লোক।
কবিতা ভালো হইলে ও পড়ে সর্বোচ্চ ৮০ জন।
১৮ ই মে, ২০২৩ দুপুর ২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।
মৌন পাঠক বলেছেন: https://www.somewhereinblog.net/blog/farid482 মহাজাগতিক চিন্তা , আপনি যথার্থ বলেছেন, একটা রম্য লিখেছিলাম, সকলে মন্তব্য করল রম্য আদৌ হয় নাই, বাট পাঠ করেছে ২০০+ লোক।
কবিতা ভালো হইলে ও পড়ে সর্বোচ্চ ৮০ জন।
তবুও রবি ঠাকুর কিন্তু কবি । তিনি ছোট গল্প উপন্যাস গান লিখেছেন। কিন্তু কবি পরিচয়টাই কাম্য এবং মুখ্য হয়ে ওঠেন ।
৬| ১৬ ই মে, ২০২৩ রাত ৯:২৮
তানভির মুস্তফা রুদ্র বলেছেন: সুন্দর হয়েছে কবিতাটা! আমার কবিতাগুলোও পড়ার অনুরোধ রইল।
১৮ ই মে, ২০২৩ দুপুর ২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ১৬ ই মে, ২০২৩ রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
" কবিরা যে শুধুই মানবতার "
যে ঢংয়েই লিখুন না কেন, আপনার অনেক কবিতায় মানবতার কথাও থাকে । তাই আপনি কবি, অ-কবি নন...........
১৮ ই মে, ২০২৩ দুপুর ২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ বিজ্ঞ ব্লগার আহমেদ জী এস ।
৮| ১৬ ই মে, ২০২৩ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: সমস্ত অকবিদের শাস্তি হওয়া উচিৎ।
১৮ ই মে, ২০২৩ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ১৭ ই মে, ২০২৩ রাত ১:২৮
ডঃ এম এ আলী বলেছেন:
কবিরাই সবচেয়ে বেশি প্রচারমুখী
কবিতা লেখাই হয় প্রচারের জন্য
কবিতা লেখে থলিতে ভরে রাখে
এমন কবি খুবই কম । কালির
অক্ষরে প্রচার করতে না পারলে
জানান দেয় কবিতা পরে আছে
ঝুলিতে । যাহোক সব কবিই প্রচার
মুখী নন অনেক বিখ্যাত কবির কবিতা
প্রকাশ হয়েছে তাঁদের মৃত্যুর অনেক
বছর পর যথা জীবনানন্দ দাশ রূপসী বাংলা'র
পাণ্ডুলিপি তৈরি করে থাকলেও জীবদ্দশায় এর
প্রকাশের উদ্যোগ নেন নি।
এটা ধ্রুব সত্য , কবিরা মানবতার ,
তাঁরা কেবলী মনে প্রাণে কবি ।
অকবির দাবীদার কারো লেখা যদি
মনে কাব্য সুধার মত লাগে তাকে
কবি অভিধায় অভিহিত না করলে
তাঁর কিইবা আসে ।
শুভেচ্ছা রইল
১০| ১৭ ই মে, ২০২৩ ভোর ৫:৩৫
কালো যাদুকর বলেছেন: কবিতা অতি মনোহড় হয়েছে।
১১| ১৭ ই মে, ২০২৩ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: অকবিরাই কবিতার বারোটা বাজিয়েছে।
১২| ২২ শে মে, ২০২৩ সকাল ১০:৫০
জটিল ভাই বলেছেন:
কবিরা যে কোন দলের হয়
কোন ধর্ম তার ?
এসব নাকি গৌণ অবান্তর ব্যাপার।
কবিরা যে শুধুই মানবতার ।
এসব নিয়েই কেন তবে
আমায় এতো প্রশ্নবাণ ?
আমি যে এক অকবি
এটাই কী তার প্রমাণ।
উপরের পংক্তিগুলো আউটস্ট্যান্ডিং। প্রতিটি কবি মনের ভাব প্রকাশিত।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২৩ দুপুর ২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবি সাহেব কবিতা সুন্দর হইয়াছে
আমি অকবি, প্রচার বিমূখ।
আমার স্মৃতিচারণমূলক পোস্ট পড়ার অনুরোধ কচ্ছি