নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এমন অঘুর বর্ষণে বৃষ্টির ঢল নামে,
ভাসিয়ে নিয়ে চলে, যা পায় চলার পথে সমুখে
পথের ধূলির আত্নহুতি খড়কুটোর ভেসে যাওয়া
মাছেদের উচ্ছ্বাস — গাছেদের উল্লাস
পাখিদের ডানা ভেজা কাব্য, দুচোখে অপার মুগ্ধতা আনে।
ভালো লাগে খুব,
ঝাপসা আকাশ ভেজা বাতাস শীতল অনুভূতি
এমন সময় তোমার উষ্ণ সান্নিধ্য হয়ে ওঠে প্রবল কামনা।
এমন সময়ে হাসেদের থেমে যাওয়া কোলাহল ডাহুক পাখির চলাচল
বকেদের উড়োউড়ি বৃষ্টির ছন্দ আছে সব মনোলোভা উপকরণ মিলনের ।
তোমার প্রেমের অনুভূতি অনুমতি প্রকাশ্য দিবালকের মতো হয়
তারই প্রকাশ কবিতায় শব্দে,
শব্দের বর্ষণে তোমার আমার অপার মিথোজীবিতায়;
এইসব অপরূপ সৃষ্টিতে
মন বলে কাছে এসো প্রিয়তমা হে!
এসো করি কবিতা পাঠ, অপ্রগলভ প্রেমে দোসর হয়ে
নেমেছে যে প্রশান্তির বৃষ্টি ,
এসো ফেলি স্বস্তির নিঃশ্বাস,
পদদলে গ্রীষ্মের দাবদাহ উপহাস— উপসংহার ।
এসো হে বর্ষা — আষাঢ় শ্রাবণ যৌথ আয়োজনে,
এমন অঘুর বর্ষণে
অপরাজিতা অপ্সরা হে সুপ্রিয় কবিতা পড়ার ক্ষণ,
তোমারেই পড়ে মনে ।
১১ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৫
সেলিম আনোয়ার বলেছেন: মুঠোফোনে তৎক্ষণাৎ লেখা যাই হোক ঠিক করে দিলাম।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতার যাদুকর,
আপনার ডল্লির বিলে যাবো একদিন। বৃষ্টিস্নাত কোনো এক সন্ধ্যায়। সাথে কিছু আনতে হবে কি - ডিউটি ফ্রি?
১১ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৮
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার আপনার মনষ্কামনা পূর্ণ হোক ।
আমার যে ভীষণ ব্যস্ততা ।
যাবো একদিন ডোল্লীর বিলে যেখানে পুটি মাছের ঝাক বকেদের উড়োউড়ি ভেসে থাকা বালিহাস সবকিছু অদ্ভুত সুন্দর ।
৩| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:৩৫
শাওন আহমাদ বলেছেন: ইয়ে মানে এই ঝুম বৃষ্টিতে একসাথে শুধু কবিতা পাঠ করলেই কী চলবে?
অপার মুগ্ধতা...
১১ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৯
সেলিম আনোয়ার বলেছেন: একসাথে কবিতা পাঠ গভীর তাৎপর্যময়। বিশেষ করে দুজনই যখন কবি এবং কবিতা অথবা সাধনা।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১১ ই জুন, ২০২৩ বিকাল ৫:১০
সেলিম আনোয়ার বলেছেন: অতি মনোরম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ১১ ই জুন, ২০২৩ রাত ৯:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার কবিতা
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২৩ রাত ১০:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
প্যারা আকারে আরেকটু বড় করলে ভালো হতো।