নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এসো সহায়তা করি
আর্তের সেবায় নিবেদিত হয়ে,
এসো গাই— বিশ্বমানবতার গান
এই চরাচরে; যতই নিঠুর হোক না
নিয়তির বিধান, এসো হে উদার মনা
এসো হে মহানুভব— এসো করি দান;
যতটুকু সাধ্য আছে, স্রষ্টার সন্তুষ্টি
নিহিত রয়েছে যে তাতে, এতেই নিহিত কল্যাণ,
বিশ্ব মানবতার।
এসো করি প্রার্থনা, সুন্দর এক পৃথিবীর
যেখানে কোন হানাহানি দ্বন্দ্ব থাকবে না—
এসো গড়ি শান্তির নীড় বিশ্ব মানবতা বুকে লয়ে
এসো হে, মানুষের বেঁচে থাকার সংগ্রামে
দুহাত বাড়িয়ে, দূরে থেকো না করোনা অভিমান।
মোদের এই ক্ষুদ্র প্রচেষ্টা
হতে পারে মুমূর্ষু জনের নব জীবন দান,
এসো হে সুবিবেচনা মোর . উদাত্ত আহবানে
চলো করি দান নব আলোকের সন্ধান লাভ
হতে পারে তাতে বহু কাঙ্ক্ষিত যা এই মানব জীবনে...
(নব্য ছন্দের জাদুকর কবি
ইমরান জেসনের সুস্থতা কামনায় উৎসর্গকৃত )
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনায় ।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: গ্রেট।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২
জিনাত নাজিয়া বলেছেন: কবির জন্য অনেক শুভকামনা রইলো। খুব ভালো লাগলো,ধন্যবাদ।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ইমরান/ জেসন অনেক দিন ধরে অসুস্থ । এখন তিনি কথাও বলতে পারেন না মনে হয় ।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২১
খায়রুল আহসান বলেছেন: ইমরান বিন হাবিব (জ্যাসন) এর সুস্থতা কামনা করছি। তাকে উৎসর্গকৃ্ত এ কবিতাটি রচনার জন্য আপনাকে ধন্যবাদ।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য । একজন সহব্লগারের পাশে দাড়ানো উচিৎ ।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৮
অক্পটে বলেছেন: তাঁর সুস্থতা কামনা করছি, মহান সৃষ্টি কর্তার কাছে এই নিবেদন রইলো।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: অকপটে আপনার জন্যও শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬
ইফতেখার ভূইয়া বলেছেন: কবি সাহেব, কবিতার জন্য শুভেচ্ছা রইল। ইমরান জেসনের দ্রুত আরোগ্য কামনা করছি। ধন্যবাদ।