নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কেন যাবে না বলা?
বলো! ব—লো না গো
তোমার আমার প্রেমের যে
এক যুগ পূর্ণ হলো!
তবে কেন ছলনা ? বলোনা
এমন গভীর প্রেমেে
এমন সাধনার ধন অবহেলে
বলে ছিতো আগে—
ভুলে যাও অতীত গ্লানি
খুলে দাও হৃদয় দ্বার খানি।
এমন নিঝুম বৃষ্টিি—
এখন কাছে আসতে যদি
বৃষ্টি পড়ে উষ্ণতা বাড়ে এই প্রাণে
অস্থি মজ্জায় ধমনী শিরায় প্রেমের অনুরণন
হৃদয় যেন আগ্নেয়গিরি— শুধু তোমার প্রেমে পড়ে।
এখন যদি আসতে না—ই পারো
তবু ভালোবাসতে পারো।
একবার বলো ভালোবাসি,
শুধু তোমায়। ব-লো, বলো নাগো
কেন যাবে না বলা ?
বলো! বলোনাগো!! প্রিয়তমা
বৃষ্টি পড়ে— শহর জুড়ে
এমন মধুর সময়ে কেন যাবে না, বলো?
ছবি: নেট থেকে।
বি. দ্র. বৃষ্টির দিনে বাঁকা করে
১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: ঝুম বৃষ্টির মাঝে অনেক কিছু বলতে-করতে মন চায়।
তবে মন চাইলেই যেমন সব কিছু করা যায়না ঠিক তেমনি ভালবাসায়ও যুগপূর্তি হলেও কিছু কথা বলা যায়না কিংবা আমৃত্যু একসাথে থাকার ওয়াদা করার পরও কিছু কাজ একা একাই করতে হয়।
কেন ?
তা বলা যাবেনা -----------------
১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক ঠিক। সহজ সাবলিল ভাবা বলা তো অযৌক্তিক নয়
ধন্যবাদ কমেন্টে ।
৩| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: বৃষ্টির দিনে সুন্দর কাব্য হয়েছে।
১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:১০
শেরজা তপন বলেছেন: এমন নিঝুম বৃষ্টিি— এখন কাছে আসতে যদি বৃষ্টি পড়ে উষ্ণতা বাড়ে এই প্রাণে
বৃষ্টির সময়ে এমনটা আর হয় না-গো কবি। কোথায় গেল সেই উদ্যোমতা
১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৩
কালো যাদুকর বলেছেন: বৃষ্টির সাথে প্রেমের ভু পুরোনো সম্পর্ক। ভাল হয়েছে++
৬| ১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: বলে দেব নে । যেন ভালোবাসি এসে বলে দেয়
সুন্দর হয়েছে