নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একটি শিশু জন্মেছিলো
আজিকার এইদিনে—
আশার প্রদীপ জ্বেলে
সোনার বাংলায়;
আশার প্রদীপ যে— নিভে গেছে
নিষ্ঠুর ঘূর্ণিঝড়ে পড়ে
এই দিন তাই মোরা করি উদযাপন
ব্যথা ভরা প্রাণে।
সেই ঝড়ে ছিলো যে— বুলেট বৃষ্টি
ছিলো বিয়োগ বেদনার অশ্রুজল
নির্বিচারে ঝাঝরা হলেন জাতির পিতা
থামলো কোলাহল।
আলোহীনতায় অন্ধ ছিলো দৃষ্টি,
জাতির বিবেক তাই রূদ্ধকপাট
— হায়রে অনাসৃষ্টি।
সেই শিশুটিও পাইনি যে ছাড়
সেই দিনের সেই নির্মমতার
বুলেট বিদ্ধ বুক জাতির পিতার
রক্তাক্ত মেঝে আর সিঁড়ি
ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি।
আমি মায়ের কাছে যাবো— বলে
শিশুটির শেষ আর্ত চিৎকার
যেন আজও বুকে এসে বিঁধে
আশার প্রদীপ যে নিভে গেলো
পনেরো আগষ্ট শোকের অনলে পুড়ে।
সেই শিশুটি আজও যে অনেক প্রিয়ো
মোদের সবার কাছে—
মরণেও শেখ রাসেল তাই অমর হয়ে আছে।
শুভ জন্মদিন হে শেখ রাসেল বিনম্র শ্রদ্ধা
তোমায় আমরা— যে ভুলি নাই
ফুলের মতই যে নিষ্পাপ ছিলে তুমি
কাটিয়ে দেবো আজ সারা বেলা
তোমার বন্দনায়।
ছবি - নেট থেকে
১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: হাজারো রাসেলের রক্তে
ভেসে যায় তপ্ত মরুর বুক
অশ্রুশিক্ত তাই হাজোরো মায়ের চোখ
এক চোখা বিবেক বোধ
ধ্বংস ধ্বংস খেলায় পায় যেন সুখ
ধ্বংস হোক ধ্বংস হোক
সেই সব দানবেরা ...
২| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:২২
ক্লোন রাফা বলেছেন: কবিতায় রাসেল’কে স্বরন চমতকার। ২০২৩শে এসে মরুর বুক রন্জিত হোচ্ছে হাজারো রাসেলের রক্তে।
হায়েনাদের রুপ ও কাজ একই।
ধন্যবাদ,সে.আনোয়ার।