নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমার ভেতর যেন আমার প্রাণের বসতবাড়ি,
তোমায় বুকে লয়ে যেন অথৈ সাগর দেবো পাড়ি;
এই স্বপনে তুমি যে হায় নেই— সঙ্গে আমার,
জীবন তরী তাই যেন আজ নাবিক ছাড়া
গন্তব্য হীন এক পথের পানে, চলছি একা যেন উদাস প্রাণে।
প্রেমহীন জীবনের আছে কী হায় মূল্য কোন
তোমার— আমার জীবন যেন ঘোর হতাশায়
মোদের দুজনার প্রণয়ছাড়া,
থাকলে তুমি আমার পাশে দৃর আকাশের ঐ যে তারা
তাও যেন আমি এনে দিতে পারি তোমার করে
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে —মোরা যেন অপ্রতিরোধ্য
অপার এক মিথোজীবীতায়—
তুমি কী নও ভীষণ একা ;
আমি ছাড়া— সর্বহারা —নির্জন এক দ্বীপের মতো।
অসীম আকাশে নক্ষত্র যতো,
আমার প্রেম আছে ততো— তোমার প্রতি দিবারাতি।
নিরূপমা,
আমি যে তোমার প্রেম পিয়াসী— এক জনমের আরাধনায়
তোমার লাগি —অসীম প্রেমতৃষ্ণা জাগে বুকে আমার,।
আমার অনন্ত এই প্রতীক্ষার— করো গো ইতি
অযাচিত ভয়ভীতি দূরে ঠেলে।
চলো মোরা গড়ি প্রেমের দোসর— ধূসর কাব্য দূরে ফেলে
আমরা যে পাখির কূজন একটি পাখির দুটি ডানা
প্রেমের বৃন্দাবনে, চলোনা গো— হই উদাসী অভিসারে।
তবেই যেন মিলবে তারা !
এই ললাটে— তুমি ছাড়া যাই জুটুক অর্থহীন যেন সবই।
চাই না যে আর কোন তারা
তুমি হীন— নিদ্রাহীন —এই আমি ভাবছি শয়নে এসব কথা।
এমন গভীর রাতে, রাত শেষে মুয়াজ্জীনের আযান ঐ আসে ভেসে কানে
নতুন প্রভাতে তিমির আঁধার রাত্রি শেষে
নতুন দিনের যাত্রা যে হয় প্রতিনিয়তই এমন করে
।
১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: রাতে লেখা বলতে গেলে প্রেমের ঘোরে গভীর রাতের এলোমেলো প্রলাপকথা।
কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২১
বিজন রয় বলেছেন: একটি মরমী ভালবাসার কবিতা পড়লাম।
আপনি সেই অবিরল কবিতা পোস্ট দিয়েই চলেছেন।
নিশ্চিত জীবন।
১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
গভীর রাতে হঠাৎ জেগে
তোমায় মনে পড়লো ..
সেই চেনা মুখ
কোনো স্বপ্ন এতো নয়
যেন আগের মতোই
আমায় বিভোর করলো
------------------------------------
হেমন্ত বাবু
১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শেয়ার বিজ্ঞ ব্লগার। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময় কাব্যিক কবি দা