নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কোথায় গেলে? কোথায় হারালে ?
নাকি আবারও লাজে তুমি— মুখ লুকালে?
তুমিই জানো আর জানে ঐ অন্তর্যামী
কী কারণে কার বারণে বলোনাগো তুমি?
মোরা দুজন নয়তো নতুন
সবাই জানে—ভালোবাসা মন্ত্র পড়ে
কপোতকপোতি মোরা যে দুজন
একটি পাখির —দুইাট ডানা
যেন হাজার বছর ধরে ।
তুমি যদি না—ই থাকো !!!
আমায় জড়িয়ে না—ই রাখো
অর্থহীন যে লাগে সবই; এই পৃথিবীর
তোমারও যে— তেমনই হবার কথা।
বুক ফাটেতো মুখ ফোটে না
অবাক রকম নিরবতায় এমন দশা—
মোদের প্রেম বলে কথা—জানে যে লোকে,
সহজেই সবার হয় যেন অনুধাবন।
যেন সেই— এক দশক ধরে
তুমি যে কেবল আমার প্রেমে
যেন সেই প্রথম দর্শন থেকেই ।
তুমি যেন ভীষণ রকম পূর্ণ তাই
হৃদয় তোমার শুধুই যে আমি ময়
আমিও চাই না যে কিছু আর
কবিতা লিখে যাই— দারুন রকম ছন্দময়।
সহস্র কবিতার সমাহার— কমতো নয়
হয়তো উজ্জ্বল দৃষ্টান্ত এক— এই অবণীর পরে,
কালোত্তীর্ণ প্রেম যে মোদের নিরবতায় কথা কয়
বয়ে চলে অবিরত —নদীর মতো , সময়ের মতো।
সুন্দর চিরন্তন শাশ্বত এই প্রেমের
বন্দনা যে করি
ধারণ করি
লালন করি
চারণ করি
পোষণ করি... সতত।
২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট। অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
২| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক রোমান্টিক কবি দা
ভাল থাকবেন--------
২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২১
বিজন রয় বলেছেন: অবিকল ভালবাসার কবিতা। অবিচল ভালবাসার কবিতা।
চলুক..............!!
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: অবিকল অবিচল অনিবার্য অনবদ্য অনুমোদিত প্রেম অনস্বীকার্য ।
ধন্যবাদ বিজন কর ।
৫| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১:২০
ডঃ এম এ আলী বলেছেন:
ভালোবাসা, স্মৃতিচারণ সবই এ কবিতায় খুঁজে পাওয়া যায়।
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার শুরু আছে শেষ নেই। কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।
৬| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: মেট্রোরেল নিয়ে কি আপনি কোনো কবিতা লিখেছেন?
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০
সেলিম আনোয়ার বলেছেন: মেট্রোরেল নিয়ে এখনো লেখা হয়নি। চড়ার সুযোগ হয়নি ।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৫
স্প্যানকড বলেছেন: বুক ফাটে তবু মুখ ফোটে না ! সরাসরি বলে দেন দেরি করবেন না । ভালো থাকবেন সব সময়।