নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অপার ভালোবেসে

২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৯




এইখানে যেন অনল জ্বলে—
এইখানে যে তোমার বাস— সঙ্গোপনে
তোমারে রাখি ধরে, মম বাহডোরে বাঁধবো বলো
শুধু তোমায়; তুমি আমি যেন আছি প্রেম কোমায়
যেন আছি যেন বাঁচি প্রতীক্ষায় অনন্ত কাল।
দাওগো নিভিয়ে তা, আর কেহ পারবে না যে
পারেনি যে অন্য কেহ আর— এতোটাকাল।
প্রেমানলে জ্বলে জ্বলে হৃদয় যেন চাই ভস্ম হলো
জ্বানিনা এমন করে জ্বলতে হবে আর কতোকাল।
তুমিই ওগো টানতে পারো— ইতি
মোরে অপার ভালোবেসে।
কেবল তুমিই পারো— আর কেহ নয়
তোমার— আমার এই যে প্রণয়,
স্বর্ণাক্ষরে রবে লেখা— হবে না যে কভু লয়
প্রতিক্ষণে তোমর সনে আমার সনে
চলছে যেন— প্রণয় কাল।
এবার এসো, এবার ভালোবেসো,
এবার করো হে দূর— শত জনমের প্রেম তৃষ্ণা মোর
কাছে এসে — অপার ভালোবেসে ।

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫

মিরোরডডল বলেছেন:




অনেকদিন পর আবার আপুর লিংক জুড়ে দেওয়া দেখে ভালো লাগলো :)


২| ২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

৩| ২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: এমন ভালবাসা এখন আছে!

৪| ২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: তুমিই ভীতরে অনেককিছু কবি দা
ভাল থাকবেন------

৫| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

কালো যাদুকর বলেছেন: বুঝলাম না। লিংক টা তো আরেক ব্লগে যুক্ত??!!
তবে কি??!!
কবিতা কেন বিরহের তবে?
এত প্রশ্নের উত্তর কে দেবে।

৬| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: এমন নির্মল আকুতি ব্যর্থ হওয়া নয়। হৃদয়ে ভরে উঠুক সুখ-সমুদ্রের বহ্নিশিখা।শায়মাপুর কমেন্টের অপেক্ষায় রইলাম। :)
কবিতা ভালো হয়েছে।

৭| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

বিজন রয় বলেছেন: ..................


ভালবাসার এই আকুতি, এই মিনতি চিরদিনের, চিরকালের।
এভাবেই ভালবাসার মহিমা চলতে থাকবে যুগ যুগ ধরে।

শায়মার পোস্টের লিংক কেন কবিতায় যদি একটু জানাতেন!!

৮| ২৪ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:০৩

স্প্যানকড বলেছেন: ভালো হইছে :) ভালো থাকবেন :)

৯| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: কবিতায় আবেগ কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.