নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আবারো এসেছে রাত শত ব্যস্ততা পদদলে
তুমি একা বসে আছো আবারো . অবসর
সকল ক্লান্তি অবহেলে আমিও তা্ই তৎপর
দু’জনে চলছি ছোটে— চলছে মোদের দ্বৈরথ
আমরা দুজনে মিশে যাবো যে— অপার ভালোবেসে
এ যে মায়াবী রাত, যেন কাঁধে মিলিয়ে কাঁধ
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে আমরা যে আজও দূরন্ত দূর্ণিবার।
এই বিজয়ের মাস ডিসেম্বরে —আমরা যে পৌঁছে যাবো
হাতে রেখে হাত, কাঙিক্ষত ঠিকানায়—প্রেমেরে স্বর্ণ শিখরে
আবারো আসিছে যে সেই বিজয়ী ষোলই ডিসেম্বর
আমি ছাড়া কে আছে আর?
এমন ভালোবেসে — শত বাঁধা জয় করে,
অনন্ত সঙ্গমে তোমার ওগো এমন বদ্ধ পরিকর ।
যদি অনুমতি দাও — যদি কাছে ডাকো
যদি আমাকে চাও — যদি আমার থাকো
আমি মানবো না কোন নিয়ম মানবো না কোন বাঁধা
ভালোবাসার ছোট্টঘরে তোমার,
আমি যেন সুনিশ্চিত পৌঁছে যাবো
ভোরের শিশিরের মত — পিনপতন নিরবতায়
সুখের স্বর্গ ওগো করিবো মোরা বিরচন সেথা
আবারো যে এসেছে রাত — আবারো বিনিদ্র প্রহর
হিমেল হাওয়া বহে ,কুয়াশার চাদরে ঢেকে আছে যে পৃথিবী
আমিও ঢেকে দেবো ওগো তোমারে, মোর বাহুডোরে লয়ে সযতনে
তোমার সকল শূণ্যতা হবে দূর —মোরা দুজনে গড়িবো সুখের দোসর।
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা বিজ্ঞ ঠাকুর মাহমুদ।
২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অদম্য প্রেম অনুমতির তোয়াক্কা করে না
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। অনেক ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব,
ফুরায়ে ফেলে আবার ভরেছো জী-ব-ন নব নব।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
কবিতা ভালো হয়েছে।+++
দুইজন ছাড়া কিছুই হয় না। আদম ও হাওয়া দুইজন ছিলেন। দুইজন থেকে আজ শত শত কোটি।