নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবি নজরুল ও লিখতো
আমার মতোই দ্রুত —
রবীন্দ্রনাথও যে লেখে গেছে
তোমার হৃদয় লয়ে ঠিক আমারই মতো
লিখে গেছেন জীবনানন্দ দাশ আরও অনেকে।
তুমি করিও না আর উপহাস আমারে লয়ে ,
তারা কেউ ছিল না আমার মতো উচ্চ শিক্ষিত
কেউ ছিল না বিজ্ঞানমনস্ক তারা বুঝতেন না
ভূমিকম্প ভূমি ধ্বস মণিকের সন্ধান— ভূতত্ত্ব
শুধু হৃদয়ের কথাই লিখে গেছেন অবিরত
আমি যে কবি ও গবেষক সত্যের সন্ধানী
তুমি মোর হৃদয়ের রাণী
তোমার আমার প্রেম যেন চিরন্তন
শাশ্বত সুন্দর
মোদের প্রেমে বৃষ্টি নামে.
ওঠে মিষ্টি রোদ শীতের কুয়াশা ভেদ করে
দ্রোহে— প্রেমে— সাম্যে বঞ্চিতের অধিকার দাবী লয়ে
আমিও ছিলাম যে রাজপথে
খোলা আকাশের নীচে পবিত্র শহীদ মিনারে
আন্দোলনে সংগ্রামে।
লিখে গেছেন মধুসূদন চৌদ্দ মাত্রায়
আমিও তো লিখেছি তা অবলীলায়
আমিও করেছি ধারণ গোটা পৃথিবীর স্পন্দন
হৃদয়ের অর্ঘ্য মোর করো কবুল হে প্রিয়তমা,
ভালোবেসে তুমি আমারেই করো ঋণী
তুমি হও ধন্য হে নিরুপমা অন্তরতমা
মনোলিনা হৃদয় হরিণী,
আমার মতো পারবে না আর কেহ, তোমাকে লয়ে
অতীতে ও পারে নি যে আর কেহ ।
আমার যে তুমি আছো একান্ত অধিকারে
অনুপ্রেরণা হয়ে
ছিলনা কবি গুরু কিংবা নজরুলের তেমনতরো প্রেরণা
তবে আমি কেন পারবো না
আমি কী লিখিনা তাদের মতোই দ্রুত …
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কী? এইটা একটি নিখাদ প্রেমের কবিতা। প্রিয়তমাকে বুঝানো হচ্ছে আমিও কম না হীরা কি পান্না। তবে কবিতাটা অনেকে অহংকারী বা ঔদ্ধত্য বলে ভাবতে পারেন। কোথায় বিদ্রোহী কবি, কবিগুরু, মধুসূদন কিংবা জীবনানন্দ আর কোথায় আমি? প্রেমিক হৃদয়ে নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরা মনে হয় সহজাত। খোঁচা হবে কেন? আপনার শেষ পোস্ট খানা মুগ্ধ হওয়ার মতন। কেন যে লিখলাম এ কবিতা আমি একজন নবীস কবি।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তুর শুভকামনা।
২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ হয়েছে কবিতা , পাঠে মুগ্ধ ।
কবিতার চিরন্তন ধর্ম অনুযায়ী কবিতাটিতে আকাঙ্ক্ষা অপূর্ণতার অআত্মপ্রত্যয় পভৃতির সংমিশ্রন দেখা যায় ।
কিছু আছে স্লাঘা কিছু আছে শ্রেষ্ঠ মুহূর্তের বিবরণ যা শব্দশৈলির কারুকার্যতায় ঠাসা। কবিতাটি মুগ্ধ করেছে
তার সূক্ষ্ম অপরিমেয়তায়, একটিমাত্র ঝংকারে নয় বিবিধ ধরনের ঝংকারে এর পংক্তিতে পংক্তিতে আর স্তবকে
স্তবকে।কবি মনের চিন্তা এবং বাক্যের মধ্যে আবেগ পেয়ে গেছে নিজের শরীর।এযেন কবির জ্ঞানের শ্বাস-প্রশ্বাস
আর সুক্ষ্ম আত্মা।
আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তি কেন্দ্রিক যে ঘাত-প্রতিঘাত, কবি তা নিজ হৃদয়ে ধারণ করে আমাদের ব্যক্তি বা
সমাজ জীবনের চিরকালীন হাসি-কান্না, আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, সামাজিক মূল্যবোধ দেশপ্রেম নানাবিদ আচার-
অনাচার সবকিছুকেই যেন উপজীব্য করে তুলেছেন। কবিতাটি নির্ধিধায় সত্য, সুন্দর ও জীবনকেন্দ্রিক। যতদিন
পর্যন্ত এ পৃথিবী টিকে থাকবে এবং বেঁচে থাকবে মানুষ তার মনের সুন্দর অনুভূতি, আবেগ ও সংবেদনশীলতা
ও আত্মপ্রত্যয় ধারণ করে; ততদিন পর্যন্ত অবিনশ্বর শক্তির মতো বেঁচে থাকুক এই প্রেমময় কবিতা, এটাই
আমাদের পরম আকাঙ্ক্ষা।
কবিতাটি প্রিয়তে নিয়ে গেলাম ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা যদি বহমান নদী হয় আপনার কমেন্ট যেন নদীর উপর বারিধারা। নদীর গতিকে আরও বেগবান করে অর্থময় করে তাৎপর্যপূর্ণ করে তুলে। আপনার কমেন্টে ভালো লাগা। আপনার নতুন পোস্টের অপেক্ষায় আ্ছি।
কমেন্টে এবং পাঠে ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিজ্ঞ ব্লগার।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:২৩
সামরিন হক বলেছেন: সুন্দর কবিতা।
আপনাকে অভিনন্দন
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অভিনন্দন ব্লগে সুস্বাগতম নিরন্তর শুভকামনা।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৮
বাকপ্রবাস বলেছেন: সব কবিদের ল্যাং মেরে এগিয়ে আছে যে
আর মুখ ফিরিয়ে রেখনা প্রিয়তাম হে
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ছড়াকার চমৎকার কমেন্ট।
কমেন্টে ভালো লাগা ।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৫
বিজন রয় বলেছেন: রাতে আপনার এই পোস্ট দেখেছিলাম। কিন্তু কথা বলা হয়নি।
কবিতাটি অনেক তাৎপর্যপূর্ণ, কিন্তু পুরানো রীতিতে লেখা। বিষয়টি একটু দেখবেন।
পোস্ট ইটালিক না করা ভালো।
ভাল থাকুন কবি।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি অনেক তাৎপর্যপূর্ণ, কিন্তু পুরানো রীতিতে লেখা
এই কবিতা তুমি চলো বিজ্ঞ বিজন রয়ের পরামর্শমতো । বলে দিলাম হলো??
মাঝে মাঝে ইটালিক করে দিই যাতে প্রিয়তমা মন ভালো থাকে মনে থাকে স্মৃতি ।
আপনিও ভালো থাকুন কবিতার সংকলন নিয়ে সফল হোন।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫
সাইফুলসাইফসাই বলেছেন: সু্ন্দর!
২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?
কারো মন্তব্যের উত্তর দিলেন না যে!!!!
২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সময় করে দিয়ে দিলাম উত্তর। আমি ড্রিলিং সাইটে । রংপুর। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ইহা কি খোঁচা দেয়া কবিতা(!)?