নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অতীতের ব্যর্থতা গ্লানি ভুলে
নতুন শপথে দৃপ্ত প্রত্যয়ে
এগিয়ে যেতে হয় সকলে,
নতুন বছরে প্রথম সূর্যোদয়
সে কথাই যায় যেন বলে।
রাতের সব আঁধার দূর হয়
কুয়াশার আভরণ বিদীর্ণ করে
বছরের এই নতুন সূর্যোদয়,
তাই যেন এ্ক অনন্ত প্রেরণা
অমিত সম্ভাবনাময় নতুন সূচনা।
থেমে গেছে যে নদী মাঝপথে
আবারও যে হতে পারে সচল,
ভেঙে গেছে যে হাত দূর্ঘটনায়
আবারও হতে পারে কর্মচঞ্চল
ব্যর্থ হয়ে গেছে একবার যে জীবন
ক্রমাগত চেষ্টায় হতে পারে সফল।
মানুষের জীবন অমিত সম্ভাবনাময়
তাই দূর্ভাবনা সংশয় আর নয়
শুধু অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে
দৃপ্ত শপথ লয়ে এগিয়ে যেতে হয়।
হে স্রষ্টা, অন্তর্দ্রষ্টা রহিম রহমান
আমাদের প্রচেষ্টা যেন স্বার্থক হয়;
প্রেম যেন সতত রয় বহমান
কাঙ্ক্ষিত ঠিকানায় সুনিশ্চিত পরিণয়ে।
এসো হে নতুন বছরের রবির আলো
এসো হে কল্যাণ, মানবতার জয়গান।
দূর করো সব হতাশা আঁধার কালো
আমাদের চলার পথে, করো দৃপ্তিময়;
বাংলায় যেন শান্তির ফুয়ারা ছোটে
পৃথিবীর বুক থেকে যুদ্ধ বিগ্রহ বৈষম্য
যেন দূর হয় চিরতরে।
আ্মাদের সকলে যেন সফল হতে পারি।
সুপ্রভাত শুভ নববর্ষ হে.তোমারে,
স্বপরিবারে তোমাদের সকলের তরে।
বাঁধ ভাঙার আওয়াজে যেন ভেঙে যায়
অযাচিত সব বাঁধা মোদের বিজয় উল্লাসে,
সকল অনিয়ম শৃঙ্খল যেন ভেঙে পড়ে
হ্যাপি নিউ ইয়ার টু জিারো টু ফোর,
তোমার আমার প্রেমের মেটাফোরে
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে প্রগাঢ় বিশ্বাসে
অতীত গ্লানি ব্যর্থতা না পাওয়ার বেদনা
ভাঙা কাচের মতো ভেঙে হয় যেন চূর ।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কবি দা অনেক শুভ নববর্ষ’২৪
ভাল থাকবেন-------------
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রভাত শুভ নববর্ষ’২৪ । ধন্যবাদ কমেন্টে ।
৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ নতুন বছর ২০২৪ !
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নতুন বছর ২০২৪ !
৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
শুভ নববর্ষ ২০২৪
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপনার জন্য।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ মরুভূমি জলদস্যু ।
শীতকালে দস্যুবৃত্তি পেশাটা ঠিক কতটা লাভজনক ??
৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০২
প্রামানিক বলেছেন: চমৎকার একটি কবিতার সাথে নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুযোগ পেলেই লেখা হয়। নতুন বছরের শুভেচ্ছা প্রামানিক ভা্ই ।
৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী নিউ ইয়ার...কাজী ফাতেমা ছবি ।
কমেন্টে অনেক ধন্যবাদ শুভকামনা ।
৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫
নয়ন বড়ুয়া বলেছেন: হ্যাপী নিউ ইয়ার...
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী নিউ ইয়ার...নয়ন বড়ুয়া । ধন্যবাদ ।
৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: ছবিটা ভালো এডিট করেছেন?
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: শায়মার সহায়তায় করা।
যে কোন সময় এসে বলতে পারে ঐ আবার আমার ছবি করেছো চুরি ।
তার কাছে আমি ঋণী ।
৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
শায়মা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
কিন্তু আমি তো তোমাকে এই বান্দর মার্কা ছবি এডিটে সহায়তা করিনি!!!
আমার ফটোল্যাব থেকে শিখেছো বুঝেছি!
তবে আমারটা সুন্দর!
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৬
সেলিম আনোয়ার বলেছেন: এটাতো ice skating এর ছবি এটা কেমন হলো??
তোমার টা দারুন সুন্দর ছবি ।
নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা ।
১০| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাপি নিউ ইয়ার সেলিম ভাই।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি নিউ ইয়ার মোহাম্মদ গোফরান ভাই । নিরন্তর শুভকামনা ।
১১| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
সকল মানুষের কল্যান হোক, ঘুচে যাক পৃথিবীর সব জরা - এমন বক্তব্য নিয়ে নতুন বছর আবাহনের কবিতাটি ভালো হয়েছে।
শুভ নববর্ষ ।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস ভাই শুভ নববর্ষ এবং শুভকামনা সঙ্গে থাকার জন্য ।
১২| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯
সোনালি কাবিন বলেছেন: সুন্দর
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: এটা কবি জসিম উদ্দিনের বাড়িতে তোলা ছবি ।
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ানোই জীবনে।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭
বিজন রয় বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।
কবিতায় ভালোলাগা।