নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এককাপ চা আছে এই খানে
প্রচণ্ড শীতের রাতে
একটু উষ্ণতা দিতে
এককাপ উষ্ণ চা আছে এইখানে।
ঘন কুয়াশায় যেন ঢেকে গেছে সব
হিমেল হাওয়া বহে আমরা বসে নেই।
নিরলস প্রচেষ্টায় হাড় কাঁপানো অনুভব
আমাদের থামা নেই, ঘন ঘুর কুয়াশায়
কাগজে কলমে লিখছি শুধু যে তোমাকেই
ভাবছি বসে আনমনে থাকতে যদি এই খানে
সারা রাত যেত কেটে নিমিষেই এক পলকে।
শুধু তুমি যে নেই আজ মোর পাশে
তোমার গানে মধুর তানে
কেটে যেত বিমুগ্ধ ক্ষণ
বসন্ত যেন আজ আসতো নেমে ধরাতে।
শুধু তুমি নেই আছে এক কাপ উষ্ণ চা
এমন শীতের রাতে তুমি আর এক কাপ চা হলে
কেটে যেত যে
সহস্র যুগ
আনন্দে এক পলকে এক নিমিষেই...
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই সৌন্দর্য!
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: শীতের রাতে চা দারুন কার্যকরি ।
৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: গানের মতন কবিতা।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। কমেন্টে এবং পাঠে। গতরাতে ছিল তীব্রশীত। লেখা এমনি এমনি চলে এসেছে।
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১
প্রামানিক বলেছেন: ভালো লাগল
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ও ভালো লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৯
বিজন রয় বলেছেন: কবিতার নামগুলি কেমন হয়ে যাচ্ছে।
একটু ভালো নাম দেওয়া যেতে পারে।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: পরবর্তীতে ভালো নাম দেয়ার চেষ্টা থাকবে। কমেন্টে ধন্যবাদ বিজন রয়
৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: বিজন রয় এটা আসলে অবচেতন মন থেকে সৃষ্টি ওতো ভাবাভাবি করে নয়। এটার নাম কি হতে পারে? সারারাত প্রচুর শীত ছিল। কিভাবে যে লেখা বের হলো।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সহজ সরল এবং সুন্দ কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৫
বিজন রয় বলেছেন: এটার নাম কি হতে পারে?
"একটু উষ্ণতার জন্য"
এই নাম হতে পারে।
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: হতে পারে ।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২১
সোনালি কাবিন বলেছেন: ++