নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মানুষ বৃদ্ধ হতে পারে বৃদ্ধ হয়ে যায় পতিতা!!!

২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮

মানুষ বৃদ্ধ হয় বৃদ্ধ হয়ে যায় পতিতা
বৃদ্ধ হয় না যে কভু প্রেম হে পরিণীতা
দিনে দিনে ঋদ্ধ সমৃদ্ধ হয় কেবল
বৃদ্ধ হয় না প্রেমিক পুরুষ অথবা প্রেমিকা,
সময়ের সাথে পরিণত হতে থাকে শুধু ;
পরিবর্তন হতে পারে নদীর গতির মতো
গন্তব্য সুনিশ্চিত রেখে সাগরে !
আজকের এই চন্দ্রিমা রাত
অতীতের মতোই রুপোলি আলোর প্লাবনে ভাসিয়ে দিতে পারে
তোমার কামনা কাতর দু চোখ ,
এই কলম পরম আরাধ্য হয়ে উঠতে
পারে তোমার কাছে এমন মায়াবী রাতে!
তুমি নস্টালজিক হয়ে যেত পারো
ক্ষণে ক্ষণে
মুক্ত বিহঙ্গ হয়ে মেলে দিতে পারো মন প্রজাপতি পাখা
তোমার ইচ্ছে ঘুড়ি উড়িয়ে উড়তে পারো
আমার অনন্ত আকাশে আজ রাতে ।
তোমারও যে ঐ চাঁদের মতোই রূপ আছে
আগুন আছে দহন আছে যৌবনের অনুরাগে ।
বার্ধক্য তোমায় ছুঁয়ে দিতে পারে না
তোমার প্রেমের নেই যে কোন লয়
ঐ ক্ষয়িষ্ণু চাঁদের মতো,
তুমি শুধু মানবি নও
তুমি যেন অনন্তকাল ব্যাপী রুপালি আকাশ
আমায় কাছে টানে তাড়িত করে ।
আজকের এই রাতের মতোই শাশ্বত সুন্দর হয়ে
অপলক তাকিয়ে থেকে হায় সময় যে কেটে যায় নিমিষেই ।
জানি বার্ধক্য করে না প্রবঞ্চনা কভু প্রেমে
দিনে দিনে অপরিহার্য হয়ে ওঠে তা প্রেমিক হৃদয়ে।
বার্ধক্য পতিতার পোষাক কেবল
তোমার অনিবার্য পরিধেয় শুধুই যে আমি
যৌবনের অনুরাগে জানে ঐ মায়াবী চাঁদ ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

মিরোরডডল বলেছেন:




রুপালি আকাশে মায়াবী চাঁদ দেখার জন্য আজ অনেক লেইট নাইট পর্যন্ত পাহাড় জঙ্গলে থেকেও সম্পূর্ণ মেঘলা আকাশের জন্য চাঁদের দেখা মেলেনি :(

বছরের প্রথম পূর্ণিমাতেই চাঁদটা ফাঁকি দিলো X((


২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: এবার হয়তো চাঁদ কপাল হওয়া হলোনা। পরেরটায় হবে হয়তো। :)

ফেইলর ইজ পিলার অব সাকসেস। সো ডোন্ট অরি ডলি। :)

২| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠ করাতে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ। কবিতার পাঠক কমে গেছে এখন।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রেমিকা কখনো বৃদ্ধ হয়না। চিরকালই প্রেমময়।

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম শুধু বেড়ে যায়। বার্ধক্যে এ প্রেম আরও অবিচ্ছেদ্দ এবং আবশ্যিক হয়ে ওঠে । কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯

সোহানী বলেছেন: সত্যিই তাই, একমাত্র মানুষই বৃদ্ধ হয়। আর কিছুই না। সবই একই থাকে।............. চমৎকার কবি ভাই।

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: দেহ বৃদ্ধ হয় বৃদ্ধ হয় না প্রেমিক হৃদয়। প্রেমিকের বৃদ্ধ দেহের সেবা শশ্রুষায় প্রেমিকা অপার আনন্দ ও তৃপ্তি লাভ করে। ভালো বাসার মানুষ অনন্য অসাধারণ সব বয়সে। কিন্তু পতিতার পতন হয় বৃদ্ধা হয় পচে গলে দুর্গন্ধ ছড়ায় ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১

রাজীব নুর বলেছেন: আজকের কবিতাটি ভালো লাগেনি।

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো না লাগায় ভালো লাগলো।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৬

মিরোরডডল বলেছেন:




আমাদের শুভটা যে কত বকা খেতো আমাকে ডলি বলার জন্য।
শুভও নেই, আর বকাও দিতে পারিনা।

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ভযানক সংকেত। তবে কী আমারও নেই হওয়ার সময় অত্যাসন্ন। :)
মিরু নামটা তো খুব সুন্দর। এমন কি নাম করা অভিনেত্রীর নাম ডলি আছে ডলি আনোয়ার ডলি জহুর ইত্যাদি।

পুনশ্চ ডলি আনোয়ারের আনোয়ার কিন্তু আমি নই আর সেই ডলিও আপনি নন। #:-S

শুধু কথার পৃষ্ঠে কথা
ভেবো না অন্যথা ...

পুনরায় কমেন্টে অনেক ধন্যবাদ।

৭| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৪

মিরোরডডল বলেছেন:




অভিনেত্রী ডলি জহুর, ডলি আনোয়ার দুজনেই আমার অনেক পছন্দের।
এখানে অনেকেই অনেক নিকে ডাকে মিড, মিরো, ডল, মিরু আরও কত কি!
সবই ঠিক আছে কিন্তু ডলি আমার পছন্দ না, তাই শুভকে বকা দিতাম :)


তবে কী আমারও নেই হওয়ার সময় অত্যাসন্ন।

হা হা হা
না না সেরকম কোন সম্ভাবনা নেই :)
সেলিমকে থ্যাংকস মজার প্রতিমন্তব্যের জন্য।


২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: একজন প্রিয় মানুষকে এক নামে ডেকে তৃপ্তি নাও মিটতে পারে। আমার কবিতায় প্রিয়তমাকে অনেক নামে লিপিবদ্ধ বা উল্লেখ করা হয়েছে। মাল্টি নিক বিষয়টা হয়তো এতে অনুপ্রেরণা পেয়েছে।

আর আমার তিনিও অনেক গুলো নাম নিয়ে ব্লগিং করে দিনে দিনে কেমন বিখ্যাত হয়ে ওঠেছেন। :)

ধন্যবাদ। কমেন্টে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.