নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এখন গ্রহণ যেন হয়গো তোমার মনে
শুধু আমার প্রেমে অন্য কারো তরে নয়।
তোমার পাতায় আমার কলমে যেন লেখা হয়
তোমার আমার কালোত্তীর্ণ এক প্রেম কাহিনী
অন্য কারো নয়।
তাই ভাবছি যে তোমার কথা আনমনে
মহেন্দ্র এই ক্ষণে তোমার এইসব নিরবতা
পায় কী শোভা বলো ? মন বধূয়াগো,
এবার জেগে ওঠো— এবার কথা কও
ভালোবাসার উদাত্ত আহবানে মোরে
এবার দাওগো সাঁড়া দাও।
থেকো না আর দূরে রেখো না মোরে অনাদরে
এসো এবার কাছে আঙুলে আঙুলে হোক খেলা
……গভীর প্রণয়ে এবার হোক দেখা
গ্রহণ লেগেছে যে মোর প্রাণে মনে
তাই ভাবছি শুধু তোমায় ক্ষণে ক্ষণে..
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
*****************
ইহাই প্রেম।
আফসোস!
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৪
নজসু বলেছেন:
আঙ্গুলে আঙ্গুলে হোক খেলা
দূর্দান্ত! লাইন!!
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১০
এম ডি মুসা বলেছেন: প্রেমের দারূন কবিতা
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর কবিতা, প্রিয় কবি।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩
সোনালি কাবিন বলেছেন: মিস্টি প্রেমের ছন্দ।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৬
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...