নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এসো মোর প্রিয়তমা, এই বাহুডোরে— একান্ত আদরে
এই পূর্ণিমা রাত ভাগ্য লেখার রাতে করি এই প্রার্থনা
তোমার ঐ হাত আমার হাতে করো গো সমর্পন
মম নিরূপমা অনেক ভালোবাসি যে শুধু ওগো তোমারে
তোমার খুশিতে মন ময়ূরী মোর ওঠে নেচে
সহিতে পারিনা তোমার পাশে অন্য কাহাকে
সে আঘাত সহস্র তলোয়ারের চেয়ে তীব্র আঘাত যেন হানে এই বুকে
আমাদের অভিসার যেন অলঙ্ঘনীয় আদেশ
এক —মহান স্রষ্টার,
তোমার আমার প্রেম যে কাম্য
সবার মোদের প্রেমে বৃষ্টি নামে শীতল হয় ধরা
এসো গো নিরূপমা আমার এই বুকে বসন্তের অনুরাগে
এই শবে বরাতে— রাতে করিতেছি প্রার্থনা
এই প্রাণে আর তো সহেনা , যত অপারগতা মোর
তোমার অভিসারে করো হে দূর ..
এক পশলা বৃষ্টি হয়ে এসো বুকের জমিনে মোর
এবার হোক প্রশমন অতীত বিচ্ছেদ যন্ত্রণা
দূর করো হে মনের সব কালিমা অশুভ কাল ক্ষেপণ
এসো মম বাহুডোরে প্রেমের আলিঙ্গনে
এসো হে প্রিয়তমা আমার এই বুকে
এই মোর মিনতি
ভালোবাসা স্নানে এসো ধন্য হই দুজনে বন্য প্রেমে
ভালো লাগে না বিচ্ছেদ যন্ত্রণা দুটি প্রাণে
এসো হে প্রেম অভিসারে করিতেছি প্রার্থনা।
০৩ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১১
মায়াস্পর্শ বলেছেন: সুন্দর +++
০৩ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুন্দর কমেন্টে । কৃতজ্ঞতা ।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই রোমান্টিক
০৩ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। কৃতজ্ঞতা ।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: আজকাল আপনি অন্যের পোষ্ট পড়ছেন না। মন্তব্যও করছেন না।
০৩ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আজকাল পড়ছিনা তো কি হয়েছে আগামীকাল ঠিকই পড়বো । ধন্যবাদ কৃতজ্ঞতা ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।