নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ইসলাম হলো সত্যের আলো,
করেছে দূর অজ্ঞতার কালো।
যেখানে নেই কোন ভেদাভেদ
মানুষে মানুষে, যে বেশি জানে,
যে ভালবাসে স্রষ্টায় অগাধ আস্থায়
আপন কর্মমাঝে নিরলস সাধনায়,
যেই জন নিবেদিত শান্তি প্রতিষ্ঠায়
মানুষে মানুষে , যে চলে স্রষ্টার মনোনিত
সহজ সরল পথে, সেই জন সফল
সেই বেশি জ্ঞানী গুণী সম্মানীত ।
ইসলাম কোন মনে গড়া কাব্য কাহিনী নয়
সারা পৃথিবীর জন্য তা অশেষ মঙ্গল ময়
এই খানে নেই যে কোন নরনারী ভেদাভেদ
এই খানে আছে নিরাপত্তা সফলতা অভেদ
করে যারা পরহেজ সিয়াম সাধনা তাদের।
এই খানে নেই কোন মন চাহি
এই খানে সব কিছু যে রব চাহি
এই খানে আলো বাকি সব অন্ধকার
এই খানে সন্তুষ্ট হয় পরওয়ার দেগার
আমি চাই তোমাকে নিয়েই সফল হতে
তাই তো বলে যাই সফলতা কোনখানে।
তোমাকে যে ভালোবাসি খুব
তাই তো বলে যাই সত্যের বাণী
যে যাহাই বলুক, হে প্রিয়তমা চির কল্যাণী
ইসলামে শান্তি অন্যকিছুতে যে ধ্বংস অনিবার্য ।
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১২:১৪
সোনাগাজী বলেছেন:
পাকিস্তান, ইয়েমেন, আফগানিস্তান, লেবাননে যেই শান্তি ও জ্ঞানের আলোক দেখছেন, ইহা নিয়ে আপনার মতামত কি?
২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনার মন্তব্যের উত্তর দেয়া হয়েছে।
৩| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সোনাগাজী যাদের বা যেসব দেশের কথা বললেন তারা ইসলামের পুরোপুরি অনুসারী?? ইসলাম পালন করেছেন আবু বকর রা: ওমর রা: ওসমান রা: আলী রা:! মুঘল দের মধ্যে আওরঙ্গ জেব । এখন নামে ইসলাম চলছে জামাত ইসলাম চলছে।রগ কাটা হাত কাটা চরমোনাইয়ের লাঠিসোটা এসব। তাবলীগের ইসলাম হতে হবে। যেখানে নিজের পকেটের টাকা খরচ করে দ্বীনের পথে দাওয়াত দেয়া হয়। কোন বিনিময় চাওয়া হয় না। শুধু নাম হলে তো হবে না। ইসলাম আধুনিকতম ধর্ম নাস্তিকতা বহু প্রাচীন।
৪| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১২:৫৩
চিরকুটে সাহিত্য প্রকাশনী বলেছেন: আরো পড়ুনঃ রাসুলকে নিয়ে কবিতা
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার ধন্যবাদ ।
৫| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১২:৫৫
সোনাগাজী বলেছেন:
৩ নং'এর উত্তর:
সামন্তবাদের রাজা বাদশাহরা কি করেছিলো, উহার সঠিক কোন ইতিহাস নেই। খলীফা ওমর'এর সময়টা ছিলো যুদ্ধ ও দুর্ভিক্ষের সময়।
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: তবুও খলিফা ওমর ছিলেন অর্ধজাহানের বাদশাহ। নামে মুসলমান হলে হবে না। যথার্থ মুসলমান হতে হবে তবেই সুন্দর স্বার্থক ইসলাম মানুষ বুঝতে পারবে । মুসলমান অন্যায় করলেই ইসলাম খারাপ হবে না । ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ।
৬| ২৪ শে মার্চ, ২০২৪ ভোর ৫:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইসলাম ধর্ম হচ্ছে সেরা।
বাকি সব ভূয়া।
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ ।
৭| ২৪ শে মার্চ, ২০২৪ ভোর ৫:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মোগল সম্রাট আওরঙ্গজেব ছিলেন একজন ভয়ংকর রকম খুনি।
ক্ষমতার একজন ভয়ংকর রকম লোভী মানুষ।
ক্ষমতার জন্য তিনি নিজের ভাইদেরকে একে একে হত্যা করেছেন।
তাকে যদি আপনি একজন আদর্শ মানুষ মনে করেন খাঁটি মমিন মুসলমান মনে করেন তাহলে সেটা হবে একটা বিরাট আফসোস।
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আওরঙ্গজেব জিন্দা পীর। তিনি আছরের চাররাকাত সুন্নত নামাযও কোনদিন মিস করেন নি।
৮| ২৪ শে মার্চ, ২০২৪ ভোর ৫:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে।
৯| ২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৭:২৯
নজসু বলেছেন:
চিরসত্যি ও সুন্দর কবিতা।
ধন্যবাদ প্রিয় কবি।
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১০| ২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: এখন ভাই ভাই মনে করে না
হিংসা আহংকার দিয়ে ভরা
পারস্পারিকতা অতি ক্ষীণ
এভাবে চলছে এখন--------------
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখজনক। অথচ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম হেদায়েতের ধর্ম ।
১১| ২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৭
এম ডি মুসা বলেছেন: ইসলামকে বিকৃত করছে মোল্লারা , ইসলাম সত্যি সুন্দর সঠিক শান্তির ধর্ম।
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১২| ২৪ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২৭
অহরহ বলেছেন: ইসলাম হলো সত্যের আল?? এরচেয়ে বড় JOKE আছে কি??
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
ইসলামে পতাকা তলে আয় রে নবীন দলে দলে।
১৩| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২০
এম ডি মুসা বলেছেন: গাজী সাহেব আমার কথা শোনেন, ইসলাম কোন দেশ বা জাতি দ্বারা সীমাবদ্ধ নয়। আপনি পাকিস্তান বা অন্যান্য দেশের কথা বলছেন, ইসলাম কি তাদের হাতে ন্যাস্ত , ইসলামের সঠিকভাবে যারা প্রয়োগ করে আপনি তাদেরকে সাপোর্ট করবেন তার জন্য ইসলামের জন্য বদনাম হবে
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।
১৪| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।
১৫| ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৯
আলামিন১০৪ বলেছেন: সোনাগাজীর সর্বশেষ মন্তব্য এই ব্লগে, তিনি কোথায়? সুস্থ্য আছেন তো?
১৬| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:৩৬
খায়রুল আহসান বলেছেন: সুন্দর! + +
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আহা কি সুন্দর কথা!!