নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

লিখতে লিখতে বারো.....

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২

লিখতে লিখতে বারো
তবুও নাকি লিখতে হবে আরও
জানি লেখার হবে না কভু শেষ
তোমার ও আমার ও।
এবার কাছে আসো আমায় ভালোবাসো
এবার আমায় জাপটে ধরো
আদর সোহাগ করো প্রেম যে পরশমণি
আমার ও যে আছে অধিকার ,
তোমার ভালবাসা পাওয়ার ।
তোমায় নিয়ে লিখার
এবার বলো হে কবুল
করো না আর ভুল করো না ছলনা
এবার গাঁথবো মালা বিনে সুতোর ।
আমরা তো মানুষ
আমাদের দুজনার আছে অধিকার
ভালোবেসে শুধু তুমি যে আমার।
সময় যায় যে চলে নিরবে নিভৃতে হআয়
ভালোবাসা হয় না কভু শেষ
এবার ভরসা করো
ক রো না আর ভুল ।
তোমার হাওয়ায় আমার পাল তোলা মাস্তুল
কালোত্তীর্ণ এই প্রেম যে মোদের অহংকার ।
এবার হোক ইতি সকল অতীত ব্যর্থতার
মিলন মন্ত্র গানে উদাত্ত আহ্বানে
তুমি আমায় তোমার করো
শক্ত করে ধরো‌ এবার আসো কাছে
মম বাহুডোরে আছে তোমার অধিকার
ভালোবাসা শুধু যে আমায় এবার বলো কবুল
এসেছে সেই ক্ষণ ভালোবেসে কাছে আসার।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১৫

করুণাধারা বলেছেন: কবিতা ভালো হয়েছে।

আপনি না দূরে চলে যাচ্ছেন বলে কবিতা দিলেন? আমি তো ভাবলাম সেখানে ওয়াইফাই পাবেন না দেখে ওই কবিতা লিখেছিলেন।

২| ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। হ্যাঁ আমি এখন ঢাকায় ব্যস্ত নগরে গ্রীষ্মের দাবদাহে দারুন যন্ত্রণায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.