নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজ আর নেই কোন কাজ
এই দিন অবসর মেহনতি
মানুষের জন্য, তারা যেন
পায় যথাযোগ্য সম্মানী ও সম্মান।
আজকের সভ্যতা তাদের অবদান
তাদের শরীরের ঘামে হয় সৃষ্টি
দালাল কোঠা রাস্তা ঘাট সব
খাবারের যোগান পরিধেয় ।
সভ্যতার অগ্রযাত্রা কৃষক মোটে মজুর
শ্রমিক, করি তাদের জয়গান ।
মে দিবস তাদের পক্ষে যেন একটি শ্লোগান
মেহনতি মানুষের জয় হোক
তাদের মাঝে মিশে আছে মানবতার জয়গান।
আমিও যে কলম শ্রমিক শুধু তোমার প্রেমে
কবিতা লিখে যাই হাসি আর গানে
আজকের এই দিনে করতে পারো প্রেমদান
শুধু আমারে মে দিবস তবেই স্বার্থক
শ্রমিক পায় যদি ন্যায্য পাওনার প্রতিশ্রুতি
আর তুমি দাও সঁপে তোমার মন প্রাণ
শুধু ওগো আমারে মে দিবস হয় যেন
শ্রমিকের মেহনতি মানুষের জয়গান।
২| ০১ লা মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
কামাল১৮ বলেছেন: কানাডায় আজকে কোন দিবস পালন করা হচ্ছে না।ছুটিও নাই।কানাডায় পালন করা হয় সেপ্টেম্বরের প্রথম সোমবার লেবার ডে।
৩| ০১ লা মে, ২০২৪ রাত ৮:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ভালো তাহলে কানাডা প্রবাসীরা সেপ্টেম্বরে লিখবে।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মেহনতি মানুষের জয়গান। সুন্দর।