নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মঞ্চ নাটক, বিটিভি কিংবা চলচ্চিত্র
সব মাধ্যমেই সফল তিনি, উজ্জ্বল নক্ষত্র ।
কন্ঠস্বর তাঁর আনপ্যারালাল —
অভিনয় যে খুব ন্যাচারাল—
ট্রাজেডি কমেডি রোমান্টিক কিংবা খল
সব চরিত্রে তিনি ছিলেন যে অসাধারণ ।
আমি তার অভিনয়ের ভীষণ রকম ভক্ত
আজও তা— ই আছি, অভিনয় তার রক্ত।
মানুষ হিসেবেও যে তিনি ছিলেন বেশ
বহুমুখী প্রতিভার এক অনন্য সমাবেশ ।
আজ তার জন্মদিন বিনম্র শ্রদ্ধা জানাই তাই
মুক্তিযুদ্ধা হুমায়ূন ফরিদী তাঁর তুলনা নাই।
কতৈ না ভালো হতো । থাকতেন যদি বেঁচে
বার বার মুগ্ধ হতাম তাঁর অভিনয় দেখে।
মরে গিয়েও যে অমর তিনি আপন কীর্তি মাঝে
কীর্তি মানের নেই যে মরণ এই মানব সমাজে
তিনি ছিলেন মোদের গর্ব আজ স্মরণ করি তাঁকে।
বি: দ্র: আমার স্মরণ শক্তি যদি আমাকে প্রতারিত না করে থাকে তবে শ্রদ্ধেয় প্রিয়তম অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্ম ২৯ মে ১৯৫২ খ্রি । আর মৃত্যু ১৩ ফেব্রুয়ারি ২০১২ খ্রি.। তিনি অসংখ্য নাটকে অনবদ্য অভিনয় করে আমাদের মুগ্ধ ও বিস্মিত করে ছিলেন। মঞ্চ নাটকে তিনি ছিলেন অতুলনীয়। তিনি ছিলেন এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী অভিনেতা। তিনি ছিলেন অভিনয়ের মানদণ্ড। চলচ্চিত্রে খল চরিত্র কে তিনি নায়ক চরিত্র করে তুলেছেন তার অভিনয় যাদু দিয়ে । তিনি ছিলেন একজন আর্টিস্ট তথা শিল্পী । তিনি সবার ভালোবাসার পাত্র হয়ে উঠেছিলেন। আজ তাঁর জন্মদিন। আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধা জানাই তাকে এবং তাঁর যেন বেহেশত নসিব হয় সেই দোয়া করি । শুভ জন্মদিন লিজেনড। তিনি ছিলেন মোদের গর্ব আজ শ্রদ্ধাভরে স্মরণ করি তাঁকে।
২৯ শে মে, ২০২৪ দুপুর ১:২১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। আর কটা দিন বাচলে তিনি বেশ হতো অনেক মজার মজার চরিত্রে তিনি অভিনয় করতেন । আমরা উপভোগ করতাম । তিনি ছিলেন আমাদের গর্ব । এদেশ ধন্য ফরিদীর জন্য ।
২| ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:৪০
নয়ন বড়ুয়া বলেছেন: শ্রদ্ধা নিবেদন করছি...
২৯ শে মে, ২০২৪ দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: তিনি ছিলেন অভিনয়ের বিশ্ববিদ্যালয় একজন ফরিদী হাজার বছরে জন্ম হয় । বকুল ফুল তিনি ভালবাসতে। উনার কবরে বকুলফুল গাছ আছে ।
৩| ৩০ শে মে, ২০২৪ বিকাল ৪:৫৪
গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনার লিখাটি ভালো লেগেছে।
শিল্পীর জন্য অনেক ভালবাসা।
১৩ ই জুন, ২০২৪ বিকাল ৫:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা । তার অভিনয় শিল্প ছিলো । অভিনয় যে শিল্প হতে পারে তিনি যেন তাই প্রমান করেছেন ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শ্রদ্ধা জানাই কবি দা