নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কেন আজ বৃষ্টি হলো?
কেন যে আকাশটা চমকালো?
তোমার কাছে যাই নি বলে যেন ধমকালো
আমার চাতক মন মেলে দিলো ডানা
কবিতার রাজ্যে আমার বিচরণ
তোমার কারণে, তোমার প্রার্থনায়
প্রভু দিলেন অনুমোদন
চাতকের তৃষ্ণা মিটে যাবে
তোমার আমার মিলনে সুন্দর স্বার্থক হবে তৃষিত বসুন্ধরা
ডাকে মেঘ ডাকে তারা প্রেমের উদাও আহবানে মোর দাও সাঁড়া
সম্পূরক কাব্য হয়ে এসো না হৃদয়ে আমার, লেখা হলো ঢের
তোমার আমার প্রেমের, কলমের আচড়ে কাব্যের মধুর সমাবেশ
নেমেছে বৃষ্টি দাও প্রেম দৃষ্টি
মন ময়ূরী নাচে ঐ , এসো করি সৃষ্টি জননে জননে প্রেম মন্থনে
ঝিরি ঝিরি বাতাসে ভিজে যায় পাতা, পথ ঘাট সয়লাব
ভালোবাসি তোমাকে চিরন্তন সত্য নেই তাতে কোন লাজ
এসো মোর বাহুডোরে দুজনে ভিজবো আজ বৃষ্টিতে
কেন আজ বৃষ্টি হলো প্রশান্তির সৃষ্টি হলো
দৃষ্টি প্রদীপ যেন জ্বেলে দেয় বিজলীর আলো
তোমাকে নিয়ে লেখা হলো প্রেম তৃষ্ণা বুকে
বলো না বলোনা ভালোবাসি তোমাকেই করোনা ছল না
মুষলধারে বৃষ্টি পড়ে তোমাকে মনে পড়ে
বৃষ্টির জল হয়ে কেন তুমি আসো না
আমায় ভালোবাসো না...
২| ১৩ ই জুন, ২০২৪ রাত ৯:৫৮
ভুয়া মফিজ বলেছেন: মুষলধারে বৃষ্টি পড়ে তোমাকে মনে পড়ে?.........পড়ে? প্রশ্নবোধক হলে হবে না। নিশ্চিত হতে হবে।
আরেকটা কথা..........শুধু বৃষ্টির সময়ে না, সব সময়ে........শয়নে-স্বপনে-নিদ্রায়-জাগরণে, ষড়ঋতুতেই যেন মনে পড়ে, এটা নিশ্চিত করতে হবে।
অল দ্য বেস্ট!!!!
৩| ১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৫৬
ইসিয়াক বলেছেন: আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে।
৪| ১৫ ই জুন, ২০২৪ সকাল ৮:২৯
সোহানী বলেছেন: ভুয়া মফিজ ভাই এর মন্তব্যে সুপার লাইক
শায়মার মন্তব্য দেখছি না কেন?????????
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২৪ রাত ৯:৫২
ভুয়া মফিজ বলেছেন: রবার্ট ব্রুসের কাহিনী তো জানেন সেলিমভাই। দুর্মুখেরা অনেক কিছুই বলবে, কিন্তু আপনি আশা ছাড়বেন না; চেষ্টা চালিয়ে যান। বিজয় আপনার সুনিশ্চিত.......আজ অথবা কাল!!!
বাই দ্য ওয়ে, কবিতা পড়ার রিস্ক নেই নাই। আপনাকে উৎসাহ দেয়ার জন্য এলাম।