নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবিতা লেখার প্রেরণা..
বন্ধু তবে তাই হোক—
কবিতায় ভরে ওঠুক—
ডায়েরির পাতা, মোর ইচ্ছে খাতা।
ইচ্ছেরা ফুল হয়ে ফোঁটে যেন
বৃষ্টি হয়ে ঝরে পড়ে মোদের বোধের আঙিনায়।
অনুরাগের ডানায় চড়ে স্বপ্নেরা
যেন খুঁজে নেয় ঠাঁই— কাঙ্ক্ষিত ঠিকানায়।
কবিতার আছে রং, প্রজপতির ডানার মতন
মুগ্ধ চোখে— তুমি দেখে নিও ।
তুমি বুঝে নিও বৃষ্টি শেষের গান, শেষ বিকেলে রং
পুলকিত এই মন, বাঁধ ভাঙার উচ্ছাসে
সকল জড়তা ভেঙে হংসমিথুন
মোরা যেন যুগল বন্দী— একই ফ্রেমে সঙ্গী
চাঁদ—তারা, তুমি—আমি করেছি যে সন্ধি আজীবন।
তুমি দেখে নিও ভরা পূর্ণিমা— রুপোলী আলোর কিরণ।
তুমি খুঁজে নিও সেখানে আমার মুগ্ধ দুচোখ;
তোমার দৃষ্টিতে সতত নিবদ্ধ; কবিতার নৈবেদ্য হে
আমাদের গভীর প্রণয় ;
কবিতা লেখার প্রেরণা..
প্রতীক্ষা !!!
শেষ হয়নি এখনো,
এখনো যে ঢের বাকি
তাই বেলা শেষের ছবি আঁকি—মনে
এখনো হতে পারে , শুভঙ্করের ফাঁকি
আছে অতীত তিক্ত অভিজ্ঞতা, বিরহ স্মৃতি
যেদিন আর থাকবে না অবশেষ
সেদিন বুঝে যাবে সবই
এখনো ঢের বাকি, তালগাছের শেষ আড়াই হাত
সাপের বিষ দাঁত
দৈর্ঘ্য বেশি নয়, তবুও সতর্ক থাকতে হয়
আর একটু হলেই তুমি আমি খুব কাছাকাছি
হে সুনিয়তি মম
আভরণ ফেলো খুলে, নিমিষের হবে পরিণয়
এবার দাড়াও একটু দূরে ভেজা রক্তজবা
টপ টপ নামবে বৃষ্টি— মোরা স্বর্গসুখে হবো মাতোয়ারা ..
বিজয় অত্যাসন্ন!!!!
রক্তে ভেসে গেছে রাজপথ প্রান্তর
বাতাসে ভেসে আসে লাশের গন্ধ
বুলেট বিস্ফোড়ণ কাঁপিয়ে দেয় স্বদেশ ভূমি
দুইশত প্রজাপতি শ্রাবণে বসন্ত ডেকে এনেছে
সহস্র রক্তের দাগ আর্তনাদে স্তব্ধ জনপদ
হতে পারে ঝড়ের পূর্বাভাস,
ধ্বংস হতে লাগে দুই সেখানে দুইশত
যেন গভীরতম ক্ষত বিবেকের দরজায়
পাষাণের বুকেও কাঁপন ধরেছে তান্ডবে
রক্তাক্ত রাজপথ বিপ্লবের কথা বলে
পরিবর্তনের দাবীতে দেয় নতুন মাত্রা
না আর নয়, প্রবঞ্চকের পরাজয়
সুনিশ্চিত হয়ে ওঠে সুবিধাবাদীর
লোভী গ্রীবা ধ্বংস ডেকে আনে
ক্ষমতার মসনদ এমনই— ছলনাময়।
২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: এটা ন্যায় আর অন্যায়ের সংঘাত। খুব দুঃখজনক হবে যদি ৭১ এর পরাজিত শক্তির তুলনায় স্বাধীনতার পক্ষের শক্তি নামে দেশে দূর্ণীতি আর নির্মমতায় ছাড়িয়ে যায় কোন শক্তি। এরা নব প্রজন্ম । একাত্তরে অনেকের বাবারও জন্ম হয়নি। অন্যায় ধব্ংস হবে ন্যায়ের বিজয় কেতন উড়বে । দেশের মানুষের নিরাপত্তা দরকার। প্রহসন নয় সততার জয় হোক ।
২| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর, সুখপাঠ্য। +++
২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪১
শায়মা বলেছেন: ভাইয়া
বিনা অনুমতীতে কারও ছবি এ আই দিয়ে তৈরী করা কিন্তু সাইবার ক্রাইমে পড়ে। আর তাছাড়া ছবিটার পোষাকও অশালীন।
২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: ছবিটা সুন্দর। পোষাকটাও সুন্দর। চেহারা আর তাকনোও পাখির বাসার মতন। এখন কি করতে হবে তাই বলো ।
তুমি কি বলতে চাও
তুমি কি জড়াবে বিবাদে
নাকি ফুল হয়ে ফুটবে বসন্তের অনুরাগে?
তুমি যা চাও তাই হয়
তাই হতে হবে ।
তুমি চাইলে আমার ভাঙা হাত
এখনই লাগবে জোড়া
তুমি যা চাও তাই হবে
২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কিছুই তো বললে না
বাসায় যেতে হবে
বাজার করতে হবে
শিথিল কারফিউ বেশি সময় নেই
এখন উঠতে হবে।
গুড বাই।
৪| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১৪
সোনাগাজী বলেছেন:
এতা কি কোটার আন্দোলন ছিলো, নাকি শিবিরের আক্রামণ ছিলো?
২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২০
সেলিম আনোয়ার বলেছেন: শিবিরের আক্রমন হলে তাদের বিচার হোক প্রচলিত আইনে। কিন্তু দেশের সাধারণ মানুষ মেধাবী উদ্যমী ছাত্রদের নিরাপত্তা ও উজ্জ্বল ভাবিষ্যৎ কামনা করা নিশ্চিৎ করা রাষ্ট্রের দায়িত্ব। সরকার দক্ষ হাতে নিয়ন্ত্রণ করতে পারতো তুচ্ছ তাচ্ছিল্য করে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করে নিজের পায়ে কুড়াল মেরেছে। ভুলের মাশুল দিতে হয় ।
৫| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৯
সোনাগাজী বলেছেন:
আপনি তো প্রশ্নের উত্তর দিতে জানেন বলে মনে হয় না।
৬| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ১০:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেলিম ভাই, কবিতার সাথে ছবিটি ঠিক যাচ্ছে বলে মনে হচ্ছে না। তাছাড়া এই ছবিটির ব্যাপারে বেশ কয়েকটি রিপোর্ট পাওয়া গেছে। আপনাকে মেইল করা হয়েছে। অনুগ্রহ করে ছবিটি পরিবর্তন করুন বা সরিয়ে নিন।
৭| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় জাদিদ আমার মুঠোফোনে এডিট অপশন কাজ করছে না। আপনি এডমিন আপনার সুযোগ থাকলে ছবিটি সরিয়ে দিন। আমার ল্যাপটপ অফিসে। এখন অফিসে যাওয়া কঠিন।
৮| ২৫ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: @ চাঁদাবাজী এটা কার আক্রমণ প্রমাণ হতে হবে। এটা উত্তেজিত একদল মানুষের কাজ হতে পারে। আবার সেইমসাইড হতে পারে। কোটা আন্দোলন কারীরা বলতে পারবেন তারা না করে থাকলে যারা করেছে তাদের ধরবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোটা সংস্কারের দাবি যারা করছে তারা সংখ্যায় শতকরা পঁচানব্বই ভাগ হবে এটা ভুলে গেলে চলবে না। তদন্ত ছাড়া কোন কিছুই বলা সম্ভব নয়।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৬
সোনাগাজী বলেছেন:
এটা কি কোটা আন্দোলন ছিলো, নাকি '৭১'এর পরাজিত শক্তির আক্রমণ ছিলো?