নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যদি মুসলমান হিসেবে
দাড়াতে চাও —হাশরের ময়দানে
তবে সামর্থ থাকলে
হাত দিয়ে ফেরাও,
তা না পারলে মুখে বলো
প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে।
তাও যদি না পারো
প্রচেষ্টা করতে থাকো
তা বন্ধ করার— আর করো ঘৃণা
অতটুকুও না পারিলে
নিজেকে প্রশ্ন করো
তুমি তবে মুসলমান কি ন!!
ওর নীচে যে ঈমানের নেই কোন স্তর
তোমার প্রাণে কী নেই, জাহান্নামের ডর?
ঈমান যদি না—ই থাকে জ্বলতে হবে
দোযখের আগুনে চিরদিন লক্ষ কোটি বছর
এখনও যে সময় আছে তওবা করো
অন্যায়ের প্রতিবাদ করো
দাও বাঁধা, না পারলে করো ঘৃণা
দুনিয়াটা যে ক্ষণস্থায়ী আখেরাত অনন্ত অসীম
স্রষ্টার ওপর আস্থা রাখো
মনে রেখো, ওর নীচে ঈমানের নেই কোন স্তর ।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দিলাম। এটা মিথ্যা চাটুকারদের জন্য নিবেদিত। কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ৮:১৪
ঢাকার লোক বলেছেন: একটা টাইপো, হাত দিয়ে ফিরানোর জায়গায় হাতি দিয়ে হয়ে গেছে! সুযোগ মত ঠিক করে দিলে ভাল হয়। ধন্যবাদ।