![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই কলমের করো হে বন্দনা
এই কলম অসীম ক্ষমতাধর—
তোমার আছে জানা।
এখান থেকে মুক্তি হতে পারে
শুধু মরণেরও পর-—হয়তো তাও হবে না।
একদিন মাটির দেহ ধ্বংস হয়ে যায়
তবু ভালোবাসা যে ধ্বংস হবে না।
কালের স্বক্ষী হয়ে বলে যাবে কথা।
না না ভালো না বেসে আমায়
তুমি থাকতে পারবে না।
এ যে অপ্রগলভ প্রেম অবজ্ঞা যায় না করা ।
মানব জীবন ভালোবেসে ধন্য হতে পারে
ভালোবাসহীন পৃথিবীর নেই যে কোন মানে
ভালোবাসাহীন জীবন মৃতের সমান
তাইতো লিখে চলি ভালোবাসার জয়গান
তুমি আমি চির অমর ভালোবাসা গানে
তাইতো এখনো বৃষ্টি হয়
এখনো ফুল ফোঁটে ফুলের বাগানে
এখনও ভ্রমরের দল
ফুলের কাছে ছোটে…. এই কলমের করো হে বন্দনা ।
প্রথম ভালোবাসা
যতক্ষণ না তোমার চোখ পড়লো আমার চোখে
আমি জানতাম না যে, আকাশের রঙ লাল হতে পারে
একটি দৃষ্টি —একটি নীরবতা— একটি নিশ্বাসের ছোঁয়া
মহা বিশ্ব যেন তাতে ঘুরতে শুরু করলো আপন কক্ষপথে।
তোমার হাসি আমার চোখে একটি সূর্যোদয়
এমন কোনগুলো করলো আলোক উদ্ভাসিত
যা আমার কখনোই ছিল না যে জানা।
আমার নিরব হৃদয়, হলো যে বাঙময়
নৈশব্দের অবাক দ্যুতনায়।
নীরবতায় আর দৃষ্টি দিয়ে
আমরা করি মত বিনিময়—
সলজ্জ হাসিতে। প্রতিটি ক্ষণ— প্রতিটি স্পর্শ ও একটি ফিসফিস
গোপন যতনে যেন পূর্ণতা পেতো
আমার ছিলো না জানা— ভালোবাসা কি।
এখন আমি ভালোবাসার রঙে হই রঞ্জিত প্রতিদিন।
কবিতা সমগ্রের প্রথমটি কেবলই তোমার জন্য লেখা
©somewhere in net ltd.