নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভে যাওয়া আলোর পূজারী.....

সিউল রায়হান

সিউল রায়হান › বিস্তারিত পোস্টঃ

ওয়ার্ডপ্রেসের উপর একটা বই লিখতে চাই আগামী ৩ মাসে.....সাজেশন দিতে পারেন

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩২

গত কিছুদিনে বেশ কিছু দীর্ঘদিন যাবত করতে থাকা কাজ সম্পন্ন করেছিঃ রোকেয়া লেআউট ফাইনাল ভার্সন রিলিজ করেছি, বুয়েটিয়ানদের জন্যে থিম ডিজাইন কমপ্লিট করেছি এবং নিজের ব্যক্তিগত সাইটটাও দাঁড় করিয়ে ফেলেছি প্রায়। এই পুরো সময়টাই মনের আনন্দেই অনেক বিষয় শিখেছি, শিখছি। যেমন: গুগল কোড কখনো ব্যবহার করা হতো না কিন্তু এই প্রজেক্টগুলোতে কাজ করতে যেয়ে শিখে ফেললাম ওটার ব্যবহার। সবচেয়ে ভালো ব্যাপার ছিলো এই প্রজেক্টগুলোতে কাজ করতে যেয়ে নিজের মাঝে বিরল একটা গুণ আবিস্কার করলামঃ নিখুঁত করার চেষ্টা।

এই গুণ (নাকি দোষ?) এর কারণে ডেভেলপমেন্টে অনেক সময় লেগেছে, বিভিন্ন পিসিতে বিভিন্ন মডিউলে কাজ করতে যেয়ে কোলাবোরেটিভ কাজেরও একটা অভিজ্ঞতা হয়েছে আবার একসাথে অনেক পয়েন্ট মাথায় এসে অনেকসময়ই হ-য-ব-র-ল হয়ে গুবলেট পাকিয়ে গিয়েছে। কিন্তু গুগল কোডে যখন ইস্যুগুলি রেকর্ড করে রেখে এবং সাবভার্সনে কোড সেভ করে করে কাজ করা আরম্ভ করলাম তখন থেকেই ডেভেলপমেন্ট অনেক সহজ হয়ে গেলো।



আমি এই থিমগুলো ডেভেলপ করেছি ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেসের মূল বৈশিষ্ট্য হলোঃ এইটায় আপনি চাইলে একদম শুন্য থেকে শুরু করতে পারেন (যেইটা আমার মনে হয় সকল কম্পু সাইন্সের পাবলিকের প্রথম পছন্দ) আবার আপনি চাইলে একদম সাজানো গোছানো জিনিস থেকেও আরম্ভ করতে পারেন। মাঝামাঝি যদি যেতে চানঃ মানে কিছু কাজ আপনি করলেন আর বাকিটা ওয়ার্ডপ্রেস করে দিলো তাহলে সেটাও সম্ভব। সবমিলিয়ে অসম্ভব সুন্দর একটা ইকোসিস্টেম এইটার। আর অনলাইন হেল্পের ব্যাপারে বলবোঃ পারফেক্ট।



এখন আমি যা যা শিখেছি সেগুলো দিয়ে আগামী ৩মাসে একটা বই টাইপের লেখার প্ল্যান করেছি। এখানে আমি কিভাবে একটা আইডিয়া থেকে একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরী করা যায়, কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরী করা যায় এবং একটা ওভারঅল গাইডবুক টাইপের করার চেষ্টা থাকবে। এই কনসেপ্টে আরো অনেক সাইট/বই আছে কিন্তু আমার টার্গেট মূলত ওয়ার্ডপ্রেসের কোর কনসেপ্টের সাথে এগুলোকে মিলিয়ে উপস্থাপন করা যাতে আপনারা বইয়ের বাইরে চিন্তা করার অনুপ্রেরণা ও সাহায্য পান। আপাতত নিচের চ্যাপ্টারগুলো লিখবো ঠিক করলামঃ



# সূচনা

# ওয়ার্ডপ্রেস কোড একজিকিউশন স্ট্রাকচার

# থিম ফাইলের বেসিক হাড়-হাড্ডি

# ২.৩ ভার্সনে বেসিক থিম তৈরী

# বেসিক থিম থেকে ওয়ার্ডপ্রেস ৩.৫ (অথবা সাম্প্রতিকতম ভার্সনে) কনসেপ্টে আপগ্রেড করা

# প্লাগইন তৈরী করার খুঁটিনাটি

# ওয়ার্ডপ্রেসে নাই এমন জিনিস ওয়ার্ডপ্রেসের সাথে ব্যবহার করা

# সাবভার্সন ব্যবহার করে কোড লেখা, একাধিকজনের সাথে শেয়ার করা

# উপসংহার





বই লেখার ব্যাপারে কোন অভিজ্ঞতা নাই [;)] সুতরাং কাজটা মজার হবে। এইধরনের বইগুলোতে আমি যেই সমস্যা দেখেছি তা হলোঃ এরা একই জিনিস অথবা একই প্রজেক্ট নিয়ে পুরো সময় ধরে উদাহরন দিয়ে যায়। চিন্তাভাবনা একই ট্র্যাকে রাখার জন্যে এইটা ভালো কিন্তু চিন্তাভাবনা ছড়িয়ে দেয়ার জন্যে আবার ভালো না। ফলে একটা সময় দেখা যায় বই পুরোটা পড়েও বইয়ের বাইরে চিন্তা করা যাচ্ছে না কারণ চিন্তা করার ক্ষমতা লিমিটেড হয়ে গিয়েছে। এটা ঠেকাতে আমি সকল উদাহরণ এমনভাবে ব্যবহার করবো যাতে কোন রিপিটেশন না থাকে। কিভাবে ওয়ার্ডপ্রেস কোডেক্স ব্যবহার করে হেল্প পাওয়া যায় সেটা লেখারও প্ল্যান আছে।



বইটা লিখতে পারলে ফ্রি-তেই দিয়ে দিবো।



আপনার কোন সাজেশন থাকলে দিতে পারেন :)







এইতো, ভাল থাকবেন।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোনো সাজেশন নাই, শুধুই শুভ কামনা। অনেক ভাল হবে আশা করছি। :-B

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

সিউল রায়হান বলেছেন: হা হা। ধন্যবাদ আপুনি ;)

২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪৪

আমি ভাল আছি বলেছেন: লেখা শেষ হলে এক কপি দিতে ভুলবেন না। সেই আশায় রইলাম।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

সিউল রায়হান বলেছেন: অবশ্যই :) এই ব্লগেই শেয়ার করার ইচ্ছা আছে

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২১

ফয়সাল আহমেদ সোহেল বলেছেন: হাসিন হায়দার ভাই এরকম একটা কাজ করছেন। উনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

সিউল রায়হান বলেছেন: দারুন খবর যে আরেকজন কাজ করছেন।

তবে একসাথে কাজ না করি এখানে, বরং ভালো বই লেখার কম্পিটিশন করি :) জানেন+মানেন নিশ্চয়ই যে কম্পিটিশন থেকে ইনোভেটিভ জিনিস বের হয়ে আসে যেটা এন্ডইউজারদেরই কাজে লাগে।

৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩১

ভিটামিন সি বলেছেন: আমারেও এককপি দিয়েন। আমি ওয়ার্ডপ্রেস শিখপার চাই।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

সিউল রায়হান বলেছেন: ওকে :)

৫| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩২

আবিদ ফয়সাল বলেছেন: চমৎকার উদ্যোগ !!!

এগিয়ে যান বস্ ।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

সিউল রায়হান বলেছেন: অনেক ধন্যবাদ আবিদ :)

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫২

স্বপ্নীল. বলেছেন: amaro ek copy lagto vaia :)

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

সিউল রায়হান বলেছেন: লিখতিসি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.