![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক জোছনা দেখেছি
তোমার চোখে
যখন সবাই ঘুমিয়ে যায়, তখন আমি,
জেগে থেকেছি তোমার জোছনা দেখবো বলে
তোমার ঠোঁটে ঠোঁট রেখে, সেই স্নিগ্ধ জোছনাতে ভিজেছি, ই্চ্ছে মতোন,
যখন শরীর বেয়ে উষ্ন স্রোত বয়ে যেত
আর তোমার চোখ লাল হয়ে যেত
তখনও আমি বুঝতে চাইতাম না
কিন্তু বুঝতাম,
রাত ভোর হয়েছে অনেক আগেই, আর এখন সকাল হতে চলেছে
তাই দিনের আলো আসবে বলে
ভয় হয় মনের ঘরে,
খুব ভয় হয়, না দিনের আলোয়
হারিয়ে যায়, আমার জোছনা কুমারী
তাই তোমার জোছনাময় কোমল বুকে
মাথা রেখে ঘুমেয়ে পড়ি চরম নিশ্চিন্তে।
যখন ঘুম থেকে জেগে উঠি
তখন শুনতে পাই তোমার গুনগুন করে গাওয়া গান
''আমি যে কে তোমার তুমি তা বুজে নাও
আমি চিরদিন তোমারিতো থাকবো''
তখন অবাক লাগে তোমার সুর আমার,
যেন, মনের সুখ হয়ে যায়
হয়ে যায় সমস্ত জিবন সার্থক এক পলকে
কোন এক সকাল বেলা
আমি তুমি কেউ থাকবো না
থাকবে না তোমার আমার কোলাহল
তবও ওরা হাঁসবে যারা আসবে
ওরাও তোমার আমার মতো ভালোবাসবে নতুন নতুন স্বপ্নে।
২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
সেভেন বলেছেন: দুঃখিত বানান ভুল হবার জ্ন্য আর সেই সাথে ধন্যবাদ শুধরে দেবার জন্য।
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হারায়ে গেলেন নাকি? এত দিন কই ছিলেন?
৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯
সেভেন বলেছেন: হারায়ে যাইনি শুধু আড়াল থেকে দেখছি রঙ্গমেলা ।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: জোছনা বানান টা এভাবে লিখলে মনে হয় ভালো লাগে !
জোছনা সম্পর্কিত এত চমৎকার কবিতায় কয়েক জায়গায় জোছনা বানান ভুল করেছেন । ঠিক করে নিন , চমৎকার হবে পড়তে !