![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখে তার মনের লোভ
জ্বলজ্বল করে ভাসে
যে কামনায় বেশ্যা, বেশ্যা বৃত্তি করে
বসন ছিড়ে গেছে তার
বাসনা উবে গেছে অন্ধকারে,
সব পেচাদের অন্ধ আলোতে,
তবু পেচা আসে
নিজের মতো ভোগ করে
ফিরে যায় অতৃপ্ত আত্তার মতো
ভাবনায়, আর কোনদিন ফিরবে না
জানেনা সে জানেনা, অন্ধ গলি
তাকে আর কোনদিন ফিরতে দেবেনা
বসন ছিড়া সব বাসন্তীর ভালোবাসা
শুদ্ধ দেহ, শুদ্ধ শরীর, শুদ্ধ থেকে যায়
আলোকিত সমাজের বুকে
মন জানে আর জানে অন্ধগলির
সব ললনারা কে আমি, কেমন আমি ?
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
সেভেন বলেছেন: ধন্যবাদ.......................
২| ২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
সোহেল আহমেদ পরান বলেছেন: আসলে মনই জানে্
ভালো লাগলো খুব
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
সেভেন বলেছেন: ধন্যবাদ.......সুন্দর কমেন্টের জন্য.....
৩| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৩
কাবিল বলেছেন: ভাল লাগল রূপক কবিতা
০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৫
সেভেন বলেছেন: ধন্যবাদ......
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫০
খায়রুল আহসান বলেছেন: "কে আমি, কেমন আমি?" - এ প্রশ্নের উত্তর যার যার মনই সবচেয়ে বেশি ভালো জানে।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
খেলাঘর বলেছেন:
মোটামুটি, ভালো।