নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোধূলী বেলায়..

আমার এই পথ চলাতেই আনন্দ...

গোধূলী বেলায়..

আমার এই পথ চলাতেই আনন্দ...

গোধূলী বেলায়.. › বিস্তারিত পোস্টঃ

যে ৫টি কারণে প্রাক্তন ভালোবাসার সাথে বন্ধুত্ব করবেন না!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

“প্রেমিক প্রেমিকা হিসেবে আমরা সুখী হতে পারিনি, কিন্তু বন্ধু হতে তো সমস্যা নেই। চলো আমরা বন্ধু হয়ে যাই”- এভাবেই অনেক সম্পর্ক শেষ হয়েও হয় না। কিন্তু প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সাথে এই নতুন সম্পর্কটা কি শুধুই বন্ধুত্ব? নাকি এর চাইতে বেশি কিছু?



প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর সেই সম্পর্ককে বন্ধুত্বে রূপ দেয়ার চেষ্টা করাটা পুরোপুরিই অনর্থক। কারণ এতে সম্পর্কে টানাপোড়েন গুলো আরো বৃদ্ধি পায়। আসুন জেনে নেয়া যাক যে ৫টি কারণে প্রাক্তন প্রেমিক/প্রেমিকা বন্ধু থাকা উচিত নয় সেগুলো।



অতীত ভোলা যায়না

প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখার চেষ্টা করলে পুরোনো সম্পর্কের ব্যাপারটা মন থেকে ভোলা যায় না। ‘Out of sight, out of mind’ এই কথাটি সত্য। কিন্তু সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর এটাকে বন্ধুত্বে রূপ দেয়ার চেষ্টা করলে প্রায় প্রতিদিনই দেখা বা কথা হবে আপনার পুরোনো সেই প্রেমিক/প্রেমিকার সাথে। এতে আপনি হাজার চেষ্টা করেও তাকে মনের বাইরে নিতে পারবেন না। সম্পর্ক ভাঙ্গার পর এ ধরণের সম্পর্ক রাখার চেষ্টা করলে মানসিক চাপ বেড়ে যায় এবং এক পর্যায়ে তা বিষন্নতায় রূপ নেয়।



মানসিক অত্যাচার

বন্ধুরা সবাই মিলে ঘুরতে বের হয়েছেন। আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকাও আপনার পাশেই আছে। হঠাৎ স্বভাব সুলভ ভাবেই তার হাতটি ধরতে ইচ্ছা করছে। কিন্তু বন্ধুত্বের বেড়াজালে জড়িয়ে সেটাও আর সম্ভব না। আবার রাতে খুব মিস করছেন তাকে। ফোন দেবেন নাকি দেবেন না এ নিয়ে দোটানায় আছেন, কারণ তার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক নেই। শুধুই বন্ধুত্বে তো আর গভীর রাতে ফোন দেয়াটা ভালো দেখায় না। তাই সব মিলিয়ে এ যেন এক ধরণের মানসিক অত্যচার।





মিথ্যে আশা

প্রাক্তন প্রেমের সম্পর্ককে বন্ধুত্বে রূপ দিলে মনের কোণে সব সময়েই একটা আশা থাকে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। কোনো দিন হয়তো আবার দুজনের সম্পর্কটা আগের মতো হবে। কিন্তু একবার প্রেমের সম্পর্ক ভেঙ্গে গেলে খুব কম ক্ষেত্রেই আবার তা আগের মতো হয়। তাই মিথ্যে আশায় দিন গুনে যেতে হয় এ ধরণের সম্পর্কে।



নতুন সম্পর্কে সমস্যা

আপনি বা আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকা কেউই একে অপরকে অন্য কারো সাথে দেখতে চাইবেন না। দুজনের কেউই চাইবেন না প্রাক্তন সঙ্গীটি নতুন কোনো সম্পর্কে জড়িয়ে নিক নিজেকে। প্রাক্তন সঙ্গীকে মুখে হয়তো অনেকেই বলে থাকে নতুন করে জীবন শুরু করার জন্য। কিন্তু মনে মনে কেউই এটা পছন্দ করে না। অন্যদিকে আপনি বিবাহিত হয়ে থাকলে এই প্রাক্তন প্রেমের জন্য সংসারে অশান্তি বাড়ে, স্বভাবতই আপনার স্বামী/ স্ত্রী কষ্ট পান ব্যাপারটি নিয়ে।



বন্ধুদের জন্য অস্বস্তিকর

আপনার বন্ধুরা জানে যে আপনারা প্রেমিক প্রেমিকা ছিলেন। এখন এটাও তাঁরা জেনে গেছে যে আপনাদের মাঝে আগের সেই ভালোবাসার সম্পর্কটি আর নেই। অন্যদিকে বন্ধুত্ব দেখে ঠিক বুঝেও উঠতে পারবে না আপনাদের সম্পর্কটি আসলে কি। ফলে আপনাদের দুজনকে এক সাথে কোনো দাওয়াতে কিংবা আড্ডায় বলতে তাঁরাও বেশ অস্বস্তি বোধ করবে। যে কোনো জায়গায় আপনাদের দুজনকে ডাকতে বেশ দ্বিধাগ্রস্ত থাকবে তাঁরা।



জীবনে এগিয়ে যাওয়ার পথে বাঁধা

পুরোনো প্রেমিক/প্রেমিকার সাথে বন্ধুত্বের সম্পর্কে নিজেকে বেঁধে রাখলে জীবনে চলার পথ এক যায়গাতেই থেমে থাকবে। প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর নতুন করে কোনো সম্পর্কের দিকে এগিয়ে যাওয়াও সম্ভব হয়না এ ধরণের বন্ধুত্বের কারণে। তাই পুরোনো স্মৃতি ভুলে জীবনকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে বন্ধুত্বের সম্পর্ক না রাখাই ভালো



মূল লেখাঃ

http://www.priyo.com/2013/09/16/31617.html

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: "জীবনে এগিয়ে যাওয়ার পথে বাঁধা"


এটাই সবচেয়ে বড় কারণ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

গোধূলী বেলায়.. বলেছেন: ঠিক বলেছেন

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

হা হা হা।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮

রুপ।ই বলেছেন: কথাগুলো সত্য আসলে একসময়ের প্রেমিক প্রমিকারা চাইলেও পারে না অতীতকে পুরো ভুলে যেতে । পাশে থাকলে সেই অতীত মাঝে মাঝে কড়া নারে যেটা কোনো পক্ষই আবার মেনে নিতে পারে না ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪০

গোধূলী বেলায়.. বলেছেন: একবার ভেঙ্গে গেলে কি আর সেটা জোড়া লাগে কখনও?

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

রিমন রনবীর বলেছেন: ঠিক আছে কোন একদিন প্রেম হয়ে নিক, তারপর সম্পর্ক শেষ হয়ে নিক তখন দেখা যাবে। অবশ্য সে আশায় গুড়ে বালি,কারন একবার হয়ে গেলে আর ভেঙ্গে যেতে দেবই না :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২

গোধূলী বেলায়.. বলেছেন: অবশ্যই ভেঙ্গে যেতে দিবেননা, কিন্তু সবাই যখন শুরু করে তখন ভেঙ্গে যেতা দিবে না ভেবেই শুরু করে ... বাস্তবতা সবই করতে বাধ্য করে।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

ডাঃ নাসির বলেছেন: মানুষ এভাবেই বেচে থাকে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩

গোধূলী বেলায়.. বলেছেন: কারন জীবনকে অস্বীকার করা যায় না...

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

Birds Lover বলেছেন: বিশ্লেষনগুলো সুন্দর .....

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩

গোধূলী বেলায়.. বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

তৌফিক আনজাম বলেছেন: সুন্দর ভালোবাসা

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪

গোধূলী বেলায়.. বলেছেন: ভালোবাসা সুন্দর ...

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

সুকান্ত কুমার সাহা বলেছেন:
সহমত !

ভাল লেগেছে !!!

এই বিষয়ে আমার ক্যাল্কুলেশন ...

বন্ধুত্ব > প্রেম > বিয়ে > বিচ্ছেদ = Possible
বন্ধুত্ব > প্রেম > বিচ্ছেদ > বন্ধুত্ব = Impossible

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

গোধূলী বেলায়.. বলেছেন: ভালো ক্যাল্কুলেশন করেছেন

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

নীল জানালা বলেছেন: প্রাক্তনতো নাই সবি আপডেটেড...কিতা করতাম????

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

কালীদাস বলেছেন: বেশি সিম্পল কইরা বললে- প্রাক্তনের সাথে বন্ধুত্বের জন্য যোগযোগ করা আর শরীরের চিপায় চাপায় ঘা/গোটাগাটি/একজিমা/খোসপাচড়া/চুলকানি/খাউজানি....থাকা একই কথা /:)

১১| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

সজিব ইসলাম বলেছেন: ভাইয়ের কি মাথা ঠিক আছে? এই 3.5G আমলে সেইরাম ভালবাসা কি আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.