নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

SHAAN E MILLAT

শান ই মিল্লাত

শান ই মিল্লাত › বিস্তারিত পোস্টঃ

ফানপোস্ট - চর্যাপদী বাংলা =p~ :P

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫২

ফানপোস্ট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে, এটা সেই চর্যাপদী বাংলা নয়, যেটা অনেক আগে ব্যবহৃত হতো। :P

বরং এটা বেশ মজার, কিন্তু কারো কারো কাছে কঠিন। এমন কঠিন যে, তারা পড়তে না পেরে দন্তচিকিৎসকের কাছে দৌড়ানি দেয় আর বলে, ‘ডাক্তার আঙ্কেল আমার দাঁত ভেঙ্গে গেছে...!’ :-/

একটা উদাহরণ দিয়ে না হয় শুরুই করি। খেয়াল করবেন একটু চেনা চেনা লাগছে! ;)

আমার সবচেয়ে প্রিয় শিক্ষক একবার ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছিলেন:



"চাকরির বাজারে সেইসব ছেলেমেয়েরাই চাকরি সহজে পায় যাদের ব্যাসিক ম্যাথ আর ইংরেজিটা ভাল। কারন হায়ার লেভেলে ভাল মানের সব বই ইংরেজিতে।"

শিক্ষার যে বেহাল অবস্থা ঠিকভাবে বাংলা লেখেই বা কয়জন? আগে "চিঠি" থাকাতে অন্তত প্রেমপত্র লেখার জন্য হলেও সুন্দর ভাষা আয়ত্ত করার চেষ্টা ছিলো।

এখনতো মুরাদ টাকলারাই জয়ধ্বনি করে।

Sorry "মুরাদ টাকলা" না mention করে থাকতে পারলাম না - দুঃখিত।



এটা দেখে আমি স্থির থাকতে পারি নি। কমেন্ট লিখেছিলুম:



"খি আড় ভলভো, খটীণ ভাষ্থভ।"

এভাবে না বলে পারলুম না বলে আমিও দুঃখিত।



তার প্রায় পাঁচ ঘন্টা পরে এসে দেখেছিলুম, আমার এই কমেন্টে মোট ১১টা লাইক পড়ে গিয়েছে! B:-)

বলা দরকার, একমাত্র আমার কমেন্টটাই সবচেয়ে বেশি লাইক পেয়েছিলো! B-)) স্যার প্রকাশ্যে লাইক না দিলেও আমি নিশ্চিত, তিনি মনে মনে লাইক করেছিলেন! ;)

তারপরে আমাকে আর কে ঠেকায়! শুরু করে দিলুম এভাবে চর্যাপদী (!) বাংলা লেখা! :-B

আরেকটা উদাহরণ দিয়ে ফেলি।

অবসরে আমি বাস নিয়ে গবেষণা করি, তাই আমি বাস লাভার নামক এক গ্রুপের সদস্য; এখন এ্যাডমিনে পদোন্নত। এখানে আগে থেকে সেই চর্যাপদী বাংলা লেখা চলে! আগে পড়ে মজা পেতুম, কিন্তু চেষ্টা করার সাহস ছিলো না। :( এখন যা অবস্থা, আমি নিজেই অনেককে ছাপিয়ে যাই। B-)

মিশু নামে দুজন বাসপ্রেমিক আছেন। কিন্তু একজন মিশু সেই বাংলা চর্চা করে বিনোদন দেন বলে আমি তাকে অন্য মিশু থেকে আলাদা রাখতে ডাকি 'মিতু দ্যা' বলে! :P আর যেদিন সবাই প্রথম শুনলো 'মিতু দ্যা' সম্বোধনটি, সবাই টাস্কিত! B:-)

ঠিক একইভাবে হাসিব শুভকে হিসাব শুভ (মিতু দ্যার আবিষ্কার!), তুষার সাহাকে ঢু্ঁ-ষাড় চাহআ, শাহরিয়ার আকাশকে চাহড়িআড় আক আঁশ (আমার আবিষ্কার), ইত্যাদি... :P

তো একদিন মিতু দ্যা একটা মিনি এ্যালবাম দিলেন। চরম একটি এ্যালবাম, তিনি চরমভাবে প্রশংসিত না হয়ে যাবেন কোথায়! :)

দেবাশীষ বললেন, 'অচাম এল্বাম, মিশু ভাই'

দেবব্রত বলল, 'মিশু দা সেইরাম'

এভাবে বেশ চললো। :)

হিসাব শুভ বলল, 'মিচু দা এর এ্যালবাম, সোন দর হইচি'

এবারে আমি লিখলুম। বলতে গেলে হিসাব শুভর কথাটাই, কিন্তু... ;)



'মিতু দ্যাড় আলুর বুম, বাড়ী শুন্ধঢ় হএচে।' ;)



লেখার পরে আমার সে কী বেদম হাসি... =p~ আলুর বুম! =p~

আর হিসাব শুভ, মিতু দ্যা সহ সবাই হাসতে হাসতে গড়াগড়ি! =p~ আর আমার কমেন্টে কিছুক্ষণের মধ্যে ৫টা লাইক পড়ে গেল! B-)) ;)

পরে আরো জমজমাট পোস্ট দিতে চেষ্টা করবো শিগগিরই। ২ বছর পরে সামুতে ফিরেছি কি না। :)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৮

কাহাফ বলেছেন: শাব হাস মঝা পাইএচি!!

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫

শান ই মিল্লাত বলেছেন: :P

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৯

শাহরীয়ার সুজন বলেছেন: =p~

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

শান ই মিল্লাত বলেছেন: ;)

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

ইয়াশফিশামসইকবাল বলেছেন: কি বাল ছাল লেখলেন?? X( X(

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

শান ই মিল্লাত বলেছেন: ভাল-চাল? আমঈ আড়ও খরা শমআলওছণআ আষআ খঢ়েচীলূম।

(বাল-ছাল? আমি আরো কড়া সমালোচনা আশা করেছিলুম।)

:P

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

জনাব মাহাবুব বলেছেন: আপনি ফেসবুকে লাইক পান, এইবার ব্লগেও লাইক দিলাম :P

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

শান ই মিল্লাত বলেছেন: :D ধন্যবাদ জনাব মাহাবুব! :)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

আলাপচারী বলেছেন: বেহ্ তরিণ বেটে,
লিখে যা শাখা মৃগ, র্মকট !!!

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

শান ই মিল্লাত বলেছেন: ধন্যবাদ আলাপচারী! :)

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ব্লগে স্বাগতম।

পোস্ট পড়ে হাসতেই আছি। :)

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

শান ই মিল্লাত বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় :)
খিকজ :D

৭| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৪

অল্প স্বল্প বলেছেন: ভাহঃ!! খোভ মঝা ফাইলাম থো...

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৬

শান ই মিল্লাত বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.