নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার মান্না দে মুলত বাংলা গানের শিল্পী হলেও বহু ভাষাতে তিনি গান গেয়েছেন। বোম্বে ফিল্মে গান গেয়েও তিনি অনেক প্রশংসা কুড়িয়েছেন এবং সেখানে নিজের আসন মজবুত করেছেন। মান্না দের বাংলা গান আমাদের অতি পরিচিত ও প্রিয়। হিন্দি গানেও ওনার যথেষ্ট পারদর্শিতা ছিল এবং সুনাম অর্জন করেছিলেন। মান্না দের গাওয়া বহু হিন্দি গানের মধ্যে থেকে কয়েকটি বিখ্যাত হিন্দি সিনেমার গান আপনাদের সামনে উপস্থাপন করছি।
১। ইয়াশোমাতি মাইয়াসে বোলে নান্দলালা রাঁধা কিউ গোরী ম্যায় কিউ কালা
( রাজকাপুর নির্মিত 'সত্তম শিভাব সুন্দারাম' সিনামার জন্য গাওয়া গান। সিনেমাটা এবং গানটা খুব নাম করেছিল ১৯৮০ দশকে। লতা ও মান্না দের দ্বৈত কণ্ঠে গাওয়া গান এটা।)
২। ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে
( ১৯৭৬ সালে নির্মিত অমিতাভ, ধরমেন্দ্র, হেমা মালিনি ও জয়া ভাদুরি অভিনীত 'শোলে' সিনেমার একটা বিখ্যাত গান। কিশোর কুমার এবং মান্না দের দ্বৈত কণ্ঠে গাওয়া গান এটা।)
৩। জিন্দেগি কেয়সি হে পেহেলি থা ইয়ে কাভি তো হাসায়ে
( রাজেশ খান্না ও অমিতাভ অভিনীত 'আনান্দ' ছবির একটি বিখ্যাত গান)
৪। পেয়ার হুয়া একরার হুয়া হেয় পেয়ার সে
( রাজকাপুর ও নার্গিসের 'শ্রী ৪২০' সিনেমার একটি বিখ্যাত গান)
৫। আজা সানাম মাধুর চাঁদনি মে হাম
( রাজকাপুর ও নার্গিসের 'চোরি চোরি' সিনেমার একটি বিখ্যাত গান। এই সিনেমার অনুকরনে পরবর্তীতে মহেশ ভাট নির্মাণ করেন ' দিল হেয় কে মান্তা নেহি'।)
১৫ ই জুন, ২০২১ রাত ১২:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: গানটা চমৎকার। বৃদ্ধ বয়সে গেলেও অনেক ভালো গেয়েছেন। ধন্যবাদ সুন্দর একটা গানের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
২| ১৫ ই জুন, ২০২১ রাত ১:১৬
ঢুকিচেপা বলেছেন: সবগুলো শুনলাম, অনেকদিন পর শোনা হলো। সে সময়ের গানের আলাদা আবেদন ছিল।
মান্না দের কোন্ গান ভাল লাগে না এটা বের করা কষ্টকর, অন্তত আমার জন্য।
১৫ ই জুন, ২০২১ সকাল ৮:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে ঠিকই বলেছেন, মান্না দে, হেমন্ত, সতিনাথ প্রমুখ শিল্পীদের সব গানই শুনতে ভালো লাগে। আপনার দেয়া গানটা চমৎকার। আগে কিছুটা শুনেছিলাম। এখন ভালো করে শুনলাম। কিশোর কুমার অনেক ছবিতে অভিনয়ও করেছেন গানও গেয়েছেন। আর কমেডির জন্য মেহমুদ সেরা ছিল ঐ সময়। আরও আছেন দিলিপ কুমারের স্ত্রী সায়রা বানু এবং সঞ্জয় দত্তের বাবা নায়ক সুনিল দত্ত।
৩| ১৫ ই জুন, ২০২১ রাত ২:০৪
জটিল ভাই বলেছেন:
সুন্দর সংগ্রহ
১৫ ই জুন, ২০২১ সকাল ৮:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: মান্না দে আমাদের কাছে মুলত একজন বাংলা গানের গায়ক হিসাবে পরিচিত তাই ওনার কিছু বিখ্যাত হিন্দি গান দিলাম। উনি আরও অনেক হিন্দি গান গেয়েছেন। বোম্বেতে ওনার অবস্থান শক্ত ছিল। প্রায় ২৪ টি ভাষায় উনি গান গেয়েছেন। উনি তরুণ বয়সে শখে কুস্তি লড়তেন।
৪| ১৫ ই জুন, ২০২১ রাত ২:০৬
আমি সাজিদ বলেছেন: বৃদ্ধ বয়স বলতে গানের মূলকথা বুঝাচ্ছি।
১৫ ই জুন, ২০২১ সকাল ৮:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও পরে চিন্তা করে দেখলাম যে গানটাতো অনেক আগের একটা সিনেমার গান তখনতো মান্নাদের বৃদ্ধ বয়স ছিল না। গানটা অনেকটা কাওয়ালি ধরণের মনে হোল।
৫| ১৮ ই জুন, ২০২১ সকাল ১০:০৪
জুন বলেছেন: সাড়ে চুয়াত্তর মান্নাদে একজন গুনী শিল্পী আমার অসম্ভব প্রিয় গায়ক । আসলে মান্নাদের কন্ঠটাই অসাধারন ওনার কোন গান শুনলে কখনোই মনে হয় না যে এই গানটি শুনতে খারাপ লাগছে। আপনার দেয়া গানগুলো শুনলাম ।
+
১৮ ই জুন, ২০২১ সকাল ১০:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমারও অন্যতম প্রিয় শিল্পী মান্না দে। মান্না দের মত শিল্পীদের সব গানই শ্রুতি মধুর, খারাপ লাগার কোন সুযোগ নেই। ওনার হিন্দি গান সম্পর্কে অনেকে হয়তো জানে না তাই এই পোস্ট দিলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৬| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৫
মিরোরডডল বলেছেন:
গজল ছাড়া হিন্দি গান সেরকম শোনা হয়না ।
কিন্তু মান্নাদের বাংলা গানগুলো অনেক ভালো লাগে ।
তার অসংখ্য গান আছে পছন্দের লিস্টে ।
২০ শে জুন, ২০২১ রাত ১০:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম গানটা কম শুনেছি, দ্বিতীয়টা অনেকবার শুনেছি।
হিন্দি গজল যখন পছন্দ করেন তখন মান্না দের একটা হিন্দি ফিল্মের গজলই শোনেন - লিংকটা নীচে পাবেন। প্রতি মন্তব্যে কিভাবে দিতে হয় জানি না।
৭| ২০ শে জুন, ২০২১ রাত ১০:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিররডডল - হাসনে কি চা নে কিতনা মুঝে
৮| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৩০
ইন্দ্রনীলা বলেছেন: মান্না দের গানগুলির গীতিকার কে কে ছিলো জানার চেষ্টা করিনি। কিন্তু মান্না দের গানের কথাগুলো শুনে তাকে আমার দ্বিতীয় রবীন্দ্রনাথ মনে হয়।
৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সত্যিই ওনার গানের বাণী আর সুর মনে দাগ কেটে যায়। মান্না দের অনেক বিখ্যাত গানের গীতিকার ছিলেন পুলক বন্দোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা আর মান্না দের গাওয়া কিছু বিখ্যাত গান যেমন ‘ক ফোঁটা চোখের জল’, ‘জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই’, ‘তুমি নিজের মুখে বললে যেদিন’, ‘পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন’।
একবার মান্না দেকে ভূপেন হাজারিকা প্রশ্ন করেছিলেন, ‘আচ্ছা মান্না দা কী করে তুমি এতো সুন্দর গান গাও বলতো।’ মান্না দে বললেন, ‘ভূপেন এই জীবনে যদি পুলকের জন্ম না হতো তাহলে মান্না দেরও বুঝি জন্ম হতো না।’
অনেক আগের পোস্ট কষ্ট করে পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২১ রাত ১২:২৮
আমি সাজিদ বলেছেন: Mai teri aankho me paa gayaa do jahaan
Mai teri
Mai teri aankho me paa gayaa do jahaan
Ae meri zohara zabi
Tujhe maalum nahi
Tu abhi tak hai hasi
Aur mai javaan
Tujhpe qurban meri jaan meri jaan.
এইটা কেমন লাগে? বৃদ্ধ বয়সের গান যদিও। চমৎকার ।