নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনাদিকাল থেকেই আকাশের প্রতি মানুষের আগ্রহের শেষ নেই। বিজ্ঞানের আধুনিক আবিষ্কারের আগে আকাশের তারকারাজি দেখে অন্ধকারে মানুষ পথ চলতো। মহাসমুদ্রের বুকে দিক হারা নাবিক তার দিক খুঁজে পেত আকাশের গ্রহ নক্ষত্রের সাহায্যে। মহাকাশ বিজ্ঞানীদের আকাশ নিয়ে প্রশ্নের শেষ নেই। কল্পনার ভেলায় ভেসে আমাদের কবি মন আকাশে মেঘেদের মেলা দেখতে পায়। কত সহস্র কবিতা যে বিভিন্ন ভাষায় আকাশ নিয়ে লেখা হয়েছে তার ইয়ত্তা নেই। কবিগুরু রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন;
আকাশে যুগল তারা
চলে সাথে সাথে
অনন্তের মন্দিরেতে
আলোক মেলাতে।
কবি জীবনানন্দ দাস লিখেছেন;
কি কথা তাহার সাথে? তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ:
তার প্রেম ঘাস হ’য়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস:
বাতাসের ওপারে বাতাস—
আকাশের ওপারে আকাশ।
আকাশ নিয়ে অনেক গানও আছে। বাংলা, ইংরেজি হিন্দি এই তিন ভাষার কিছু গান নীচে দিলাম যে গানগুলিতে আকাশের কথা আছে।
আকাশ নিয়ে বাংলা গানঃ
১। আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে - চিত্রা সিং
২। আকাশ ভরা সূর্য তারা - রবীন্দ্রসঙ্গীত, দেবব্রত বিশ্বাস
৩। নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি - খন্দকার ফারুক আহমেদ
৪। আসমানে যাইও না রে বন্ধু - পাগল হাসান
৫। আসমান সুন্দর জমিন সুন্দর - রাইশা
৬। আকাশের হাতে একরাশ নীল বাতাসের আছে কিছু - আঞ্জুমান আরা বেগম
৭। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই - সুয়াম, সাধনা সারগাম
৮। আকাশ এতো মেঘলা যেও না কো একলা - সতিনাথ
৯। আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইবো কথা - নাহিদ নিয়াজি
১০। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে- এন্দ্রু কিশোর এবং রিজিয়া পারভিন
১১। এ আকাশকে সাক্ষী রেখে - খুরশিদ আলম এবং সোহাগ
১২। আকাশে সূর্য আছে যত দিন - আশা ভোশলে
১৩। আকাশ আমায় ভরলো আলোয় - রবীন্দ্রসঙ্গীত - জয়তি চক্রবর্তী
১৪। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে - নির্মলা মিশ্র
১৫। তৃষিত আকাশ কাঁপে রে - নজরুল সঙ্গীত - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৬। আকাশে হেলান দিয়ে - নজরুলগীতি - ফিরোজা বেগম
১৭। আকাশ কেন ডাকে - কিশোর কুমার
১৮। আমায় আকাশ বলল তোমার দু চোখ মেঘ - মান্না দে
১৯। একখানা মেঘ ভেসে এলো আকাশে এক ঝাঁক - ভুপেন হাজারিকা
২০। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে - লতা মঙ্গেশকর
২১। ও আকাশ প্রদীপ জ্বেলো না - হেমন্ত মুখোপাধ্যায়
২২। এক আকাশ তারা
২৩। আকাশ কাঁদে বাতাস কাঁদে
২৪। আকাশ আজ ছড়িয়ে দিলাম - নজরুলগীতি - অনুপ ঘোষাল
২৫। ও আকাশ সোনা সোনা এ মাটি - হেমন্ত মুখোপাধ্যায়
আকাশ নিয়ে হিন্দি গানঃ
১। নীলা আসমান - অমিতাভ বচ্চন
২। শো গায়া ইয়ে জাহা শো গায়া আসমা
৩। নীলে নীলে আম্বার পার চাঁদ যাব আয়ে - কিশোর কুমার
৪। নীলে আম্বার কে দো ন্যায়না - কিশোর কুমার
৫। ইয়ে নিলে গাগানকে তালে - মাহেন্দ্র কাপুর
আকাশ নিয়ে ইংরেজি গান
১। গুড বাই ব্লু স্কাই - পিঙ্ক ফ্লয়েড
২। লুসি ইন দা স্কাই - বিটলস
৩। রিবন ইন দা স্কাই - স্টিভি ওয়ান্ডার
৪। ভেনিলা স্কাই - পল ম্যাককারটনি
৫। সি দা স্কাই এবাউট টু রেইন - নেইল ইয়াং
আশা করি কিছু গান সবারই ভালো লাগবে। আমার গানের পোস্টগুলির লিঙ্কগুলি নীচে দিলাম। আশা করি সঙ্গীত প্রেমীদের কাজে লাগবে।
হৃদয়/বুক/মনকে প্রাধান্য দেয়া হয়েছে যে গানগুলিতে
সাগর বা সমুদ্র নিয়ে কয়েকটি প্রিয় গান
আমার প্রিয় কিছু ইংরেজি গান
পুরানো দিনের বাংলা সিনেমার চির সবুজ কিছু গান
পথ নিয়ে কিছু গান
মা আর সন্তানের ভালোবাসা নিয়ে গান
নদী নিয়ে আমার প্রিয় ১০ টি গান
মান্না দের কয়েকটি বিখ্যাত হিন্দি গান
ভিনদেশী গানের সুরের আদলে রবীন্দ্রসঙ্গীত
রবীন্দ্রনাথের কবিতায় সুরারোপ করে গান এবং রবীন্দ্রসঙ্গীতের সুরে ভিন্ন ভাষায় গান
ছবিঃ ডি এম পি নিউজ
২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: 'দৃষ্টরজা' কি আপনার বান্ধবীর নাম?
'ও আকাশ প্রদীপ জ্বেলো না ' গানটা মনে করিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
২| ২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:২৮
শায়মা বলেছেন: ভাইয়া তাহার গার্লফ্রেন্ডের নাম রোজা আর উনি তাহাকে আদর করে ডাকে 'দৃষ্টরজা' কারণ দুষ্টু তো তাই।
আর আমি একটা আকাশের গান দেই।
https://www.youtube.com/watch?v=VuaCKcCXydc' target='_blank' >অনেক অনেক প্রিয় গান আকাশ গান
২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার আকাশের গান আকাশে পড়ে আছে। আমার কাছে এখনও আসে নাই। লিঙ্কে সমস্যা। আপনি যখন দিয়েছেন ভালো গানই দিয়েছেন। তাই আগাম ধন্যবাদ জানাচ্ছি। সেটাও লিস্টে দিয়ে দেব। নির্বংশেরটা উপরের তালিকায় দিয়েছি।
নির্বংশের এই ধরণের স্পেশাল বান্ধবী কয়টা আছে একটু জিজ্ঞেস করেন।
৩| ২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
আয়ুব বাচ্চু।
একটু ভালোবাসতে দিস মোরে।
২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আরেকটা ভালো গান মনে করিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে। এটাকে উপরের তালিকায় দিয়ে দিলাম।
৪| ২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন
ও..আমার দুনয়ন
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন
ও.. আমার দুনয়ন
সনু নিগম।
২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: কত গান যে শোনা হয়নি। আপনি অনেক গানের খবর রাখেন দেখি। ধন্যবাদ। এটাও মুল তালিকায় দিয়ে দিলাম। ধন্যবাদ।
৫| ২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:৫১
মোহাম্মদ গোফরান বলেছেন: আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ
২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ। কিন্তু এটা আমার তালিকায় ৬ নাম্বারে আছে। এটাও অনেক ভালো একটা গান।
৬| ২৬ শে মে, ২০২৩ বিকাল ৫:১৬
মিরোরডডল বলেছেন:
কত যে সুন্দর এই পৃথিবী
আকাশে ওড়ার আগে বুঝিনি
কত যে সুন্দর এই পৃথিবী
তোমাকে জানার আগে বুঝিনি
কতদিন দেখিনি দুচোখ, নির্ঘুম চোখ, বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ
ভাবছো আমায়
মনকে বলি, ওরে ও মন যত খুশি ওড়ো
যে আকাশই চাও না হতে আমায় মনে করো
শেষ বিকেলে যাবো কোথায় বলো তুমি ছাড়া
বিশাল আকাশ হবো
তুমি হলে তারা
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়
আকাশ খুলে বসে আছি
তাও কেন দেখছো না
একই আকাশ মাথার উপর
এক কেন ভাবছো না
আকাশ খুলে বসে আছি
তাও কেন দেখছো না
তুমি আমার খোলা আকাশ, কখনও সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না
একলা হতে চাইছে আকাশ
মেঘগুলোকে সরিয়ে দিয়ে
ভাবনা আমার একলা হতে
চাইছে একা আকাশ নিয়ে
মায়ার জালে ঘুরবি মিছে
একা হবি যখন
এক আসমান উড়ে যাবে
মেঘলা রংঙের মন
আমার দুটি চোখে
একটা আকাশ
একটা দিগন্ত
আকাশ কাঁদে, বাতাস কাঁদে
দুঃখটা বেড়ে যায় সীমাহীন বিষাদে
২৬ শে মে, ২০২৩ বিকাল ৫:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই তো গানের আসল সমঝদার চলে এসেছে। কত গান যে শুনি নাই সেটা মিরোরডডলের গানের তালিকা থেকেই বুঝতে পাড়ছি।
তবে কুমার বিশ্বজিতের 'আমার দুটি চোখে' আগে শুনেছি।
আকাশ খুলে বসে আছি - ৫ নাম্বার গানটার ভিডিওতে সমস্যা আছে। বাকিগুলি শোনার পরে আবার মন্তব্য করবো।
২৭ শে মে, ২০২৩ সকাল ১০:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: সবগুলি গানই ভালো লেগেছে। বেশী ভালো লেগেছে সামিনা এবং বাপ্পার দ্বৈত গান, আয়ুব বাচ্চুর গানদুটি, কুমার বিশ্বজিত এবং 'তুমি আমার ঘুম'।
ধন্যবাদ গানগুলি শেয়ার করার জন্য। আপনি গানের উপর একটা পোস্ট দেন। যদি সম্ভব হয় নিজের গান সহ। অন্তত খালি গলায় গুন গুন গান চাই।
৭| ২৬ শে মে, ২০২৩ বিকাল ৫:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার খুব পছন্দের একটা নজরুলগীতি।
২৭ শে মে, ২০২৩ সকাল ১০:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দেয়া এই নজরুলগীতিটা খুব ভালো লেগেছে। অনুপ ঘোষাল আমার প্রিয় একজন শিল্পী। উনি হিন্দি সিনেমাতেও গান গেয়েছেন। গুপি গাইন বাঘা বাইন সিনেমায় গান গেয়েছেন। আপনার গানটা আমার উপরের তালিকায় দিয়ে দিলাম।
৮| ২৬ শে মে, ২০২৩ বিকাল ৫:২২
মিরোরডডল বলেছেন:
২৭ শে মে, ২০২৩ সকাল ১০:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লেগেছে গানটা। বুঝতে পারলাম অনেক গান শোনা হয় নাই। ধন্যবাদ শেয়ার করার জন্য।
৯| ২৬ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:০২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাইয়া তাহার গার্লফ্রেন্ডের নাম রোজা আর উনি তাহাকে আদর করে ডাকে 'দৃষ্টরজা' কারণ দুষ্টু তো তাই।
কোন কালেই আমার কোন প্রেমিকা ছিল না ! আর ছিল না বলেই বেঁচে গেছি !
'দৃষ্টরজা' কি আপনার বান্ধবীর নাম?
না সে আমার বন্ধু নয় । তবে এক সময় পরিচিত ছিল অনেক কিছু জেনেছি তার কাছ থেকে !!
নির্বংশের এই ধরণের স্পেশাল বান্ধবী কয়টা আছে একটু জিজ্ঞেস করেন।
একটা মানুষের অনেক নাম দিলে কী সেই মানুষটার অনেক সত্তা দাঁড়ায় সাচু ভাই !!
২৭ শে মে, ২০২৩ সকাল ১০:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেমিকা ছিল না বুঝলাম। তবে স্পেশাল বান্ধবী মনে হয় আছে যাকে নির্বংশ বিভিন্ন নামে ডাকে যখন যা ভালো লাগে।
১০| ২৬ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
মিরোরডডল বলেছেন:
নির্বংশের সাথে সজারুর সাথে একটা মিল আছে।
সেটা কি বলতে পারবে?
২৭ শে মে, ২০২৩ সকাল ১০:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: অকারন রাগ হোল শয়তানের কুমন্ত্রনা।
১১| ২৬ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
শেরজা তপন বলেছেন: সামুতে দারুণ একটা গানের আর্কাইভ হচ্ছে আপনার সৌজন্যে। বেশ
২৭ শে মে, ২০২৩ সকাল ১১:০০
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই উৎসাহ দেয়ার জন্য। আপনার এই মন্তব্যের কারণে আমার গান নিয়ে পুরানো পোস্টগুলির লিঙ্ক এই পোস্টের নীচে দিয়ে দিলাম যেন সঙ্গীত প্রেমীরা সেটা থেকে উপকৃত হতে পারে।
১২| ২৬ শে মে, ২০২৩ রাত ৮:০৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @মিরোডডল , গা ঝাড়া দেবার ব্যাপারটা তো ??
বলে রাখি আমি গা ঝাড়া দিচ্ছি না !!
২৭ শে মে, ২০২৩ সকাল ১১:০২
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটার মানে ইতিমধ্যে জেনে গেছেন। অর্থাৎ রাগে গা ঝাড়া দেয়া।
অল্প রাগ প্রেমিকার সাথে করা যাবে কিন্তু প্রেমিকার সাথে বেশী রাগ করলে প্রেমিকা ভেগে যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে।
১৩| ২৬ শে মে, ২০২৩ রাত ৮:১৫
মিরোরডডল বলেছেন:
মেজাজ ছিল তিরিক্ষি তার
মাথায় ছিল চুলের বাহার
শুনতে পেলাম তার সে চুলে
কোথ্থেকে এক চড়ুই ভুলে
মনের সুখে বানিয়ে বাসা
কাটাচ্ছে দিন বেশতো খাসা।।
রাগে মাথার চুলগুলো সব দাঁড়িয়ে থাকে।
কিছু হলেই শুধু মেজাজ বিগড়ে যায়, কেনো?
২৭ শে মে, ২০২৩ সকাল ১১:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ইখওয়ান আল সাফা পড়া কমালে রাগ কমে যাবে।
জ্ঞানের ভারে মাথা ঠিক থাকে না। মাথার চুল খাড়া হয়ে যায়।
১৪| ২৬ শে মে, ২০২৩ রাত ৮:৩৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @মিরোরডডল
হাহাহাহাহা, একটা অদ্ভুত ব্যাপার দেখলাম আয়নাবিবি আপা !
তুমি আর সাচু ভাই ধরেই নাও যে আমি রেগে আছি । আসলে আমি রেগে নেই !! তবে হ্যাঁ অন্তর্চাপ , বিষন্নতা আর নৈরাশ্যতা আমার নিত্যদিনের সঙ্গী ! প্রায় প্রতিটা দিনের অধিকাংশ সময় আমি বিষন্নতায় ডুবে থাকি হরদম !! তাই হয়তো আমার টাইপ করে বলা কথাগুলোকে তোমাদের কাছে রাগের মত শোনায় । আমি ইমোজি কম ব্যবহার করি বলেও এমনটা হতে পারে ! না আমি রেগে থাকি না এবং রেগে যাইও কম । আত্মঘৃণায় বাঁচা মানুষদের রাগ কম থাকে আপা !!
২৭ শে মে, ২০২৩ সকাল ১১:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মত সৃষ্টিশীল এবং তরুণ মানুষের বিষণ্ণতা থাকার কথা না। কি কারণে হচ্ছে সেটা জানার চেষ্টা করেন।
আত্মপ্রেম খুব জরুরী। নিজের কাছে বেশী আশা করলে নিজের প্রতি ঘৃণা আসতে পারে। অনেক সময় নিজেকেও ক্ষমা করে দিতে হয়। কেউ পারফেক্ট না। জীবনে ঝড় বাদল আসবেই। তার মধ্যেই বাঁচতে হবে। হাল ছাড়লে চলবে না।
১৫| ২৬ শে মে, ২০২৩ রাত ৯:১০
কাছের-মানুষ বলেছেন: আকাশ নিয়ে বিশাল গানের আর্কাইব করে ফেলেছেন দেখি, আমার ভাল লাগা রইল।
২৭ শে মে, ২০২৩ সকাল ১১:০৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য।
ধন্যবাদ। ভালো থাকবেন।
১৬| ২৬ শে মে, ২০২৩ রাত ৯:২৬
মিরোরডডল বলেছেন:
সাচুর কথা জানি না কিন্তু আমি অনুমান করে বলিনি বা ধরে নেইনি।
যখন দেখি বলছে মেজাজ বিগরে আছে বা মন বিক্ষিপ্ত হয়ে আছে সেগুলো দেখে বললাম এতো ফ্রিকোয়েন্টলি মুড সুইং করে!!
বিষন্নতা আর নৈরাশ্যতা আমার নিত্যদিনের সঙ্গী !
খুবই খারাপ কথা, এই বয়সে এমন হলে হবে?
সামনে অনেকদুর পথ যেতে হবে।
এখন যদি ক্লান্ত হয়ে যায়, সামনে কি করবে!
এসব বিষণ্ণতা থেকে বের হয়ে আসবে।
যা করলে মন ভালো থাকে, প্রাণোচ্ছল থাকে সেটা করবে।
মনে রাখবে আজ এই মুহূর্ত পর্যন্ত যা হবার হয়ে গেছে, ইউ ক্যান্ট চেঞ্জ দিজ।
so don't worry about anything past.
ফিউচারের ওভারল একটা প্ল্যানিং থাকা ভালো, স্বপ্ন বেঁচে থাকার মোটিভেশন।
But it has to be realistic and within limit.
Never overthink about anything, save your time & energy.
আজকের দিনটি উপভোগ করবে।
একটা কথা মনে রাখবে no one can make you happy but yourself, so give your best.
এতগুলো কথা এইজন্য বললাম কারণ কাউকে বিষণ্ণ দেখতে ভালো লাগে না।
২৭ শে মে, ২০২৩ সকাল ১১:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো পরামর্শ দিয়েছেন। তবে প্রত্যেকটা মানুষের ভিতরের অবস্থা সে নিজে ছাড়া অন্যরা পুরোপুরি জানে না। এই কারণে নিজে থেকেই সমাধানের রাস্তা খুঁজতে হবে। অন্য মানুষ শুধু পরামর্শ এবং উৎসাহ দিতে পারবে। নিজেকে ভালোবাসে হবে। নিজেকে ঘৃণা করার কিছু নাই। এই পৃথিবীতে নিজের চেয়ে গুরুত্বপূর্ণ কেউ নাই।
১৭| ২৬ শে মে, ২০২৩ রাত ৯:৩৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যখন দেখি বলছে মেজাজ বিগরে আছে বা মন বিক্ষিপ্ত হয়ে আছে সেগুলো দেখে বললাম এতো ফ্রিকোয়েন্টলি মুড সুইং করে!!
কী দেখে যে তোমার এই মত এলো আল্লাহ মালুম !! মুড সুইং , তাও আবার আমার মধ্যে ? তাও আবার প্রায়ই !!
তোমার কথাগুলো মনে থাকবে আমার । কিন্তু বিধি বাম , আমার নিত্যদিনের সঙ্গী বললাম না । এখন আর তাড়াতে চাই না এসব । দেখি কতদিন এসব নিয়ে বাঁচতে পারি !! ধন্যবাদ তোমাকে আপা !!
১৮| ২৬ শে মে, ২০২৩ রাত ৯:৩৯
মিরোরডডল বলেছেন:
আত্মঘৃণায় বাঁচা মানুষদের রাগ কম থাকে আপা !!
এই যে আরেকটা কথা বললো, আত্মঘৃণা।
why?
if you don't love yourself, why would other people love you??
You must respect & love yourself.
যদি সম্ভব হয় ঘৃনা শব্দটাকে জীবনের ডিকশনারি থেকে বাদ দিবে।
২৬ শে মে, ২০২৩ রাত ১০:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: নির্বংশের মুড আর মেজাজ নিয়ে সমস্যা। আমি শুনেছি গাঁজা খেলে নাকি মুড খুব ভালো থাকে। নির্বংশ ট্রাই করে দেখতে পারে।
মিরোরডডলের গানগুলি আগামীকাল শুনবো ঠিক করেছি। তাই আজকে আর কোন মন্তব্য করলাম না। আগের অনেকগুলি মন্তব্যের জবাব না দিয়ে এটা দিলাম। ওগুলির জবাবও কাল দিব ইনশাল্লাহ।
১৯| ২৬ শে মে, ২০২৩ রাত ১১:২৮
রানার ব্লগ বলেছেন: https://www.youtube.com/watch?v=r_2z1ExB7Gg
২৭ শে মে, ২০২৩ সকাল ১১:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর একটা গান শেয়ার করেছেন। এই গানটা আমারও খুব প্রিয়। তবে এই গানটা আমার উপরের তালিকার ২০ নাম্বারে আছে। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২০| ২৬ শে মে, ২০২৩ রাত ১১:৫৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: why?
if you don't love yourself, why would other people love you??
You must respect & love yourself.
যদি সম্ভব হয় ঘৃনা শব্দটাকে জীবনের ডিকশনারি থেকে বাদ দিবে।
হাহাহাহাহাহা , দেখেছো সাচু ভাই কী বলল !!
সে যাক , নিজেকে ভালোবাসলেও যা না বাসলেও যা আমি না হয় ঘৃণাই করলাম । এতে করেও যদি হতাশাকে ভালোবাসা যায় আরকি !!
২৭ শে মে, ২০২৩ সকাল ১১:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: পৃথিবীর অনেক বিখ্যাত কবি, সাহিত্যিক গাঁজা খেতেন। আমাদের নির্মলেন্দু গুন গাঁজা খেয়ে কবিতা লিখতেন। তাই গাঁজাকে এত তুচ্ছ তাচ্ছিল করা উচিত হবে না। পৃথিবীর অনেক দেশে গাঁজা খাওয়ার উপর নিষেধাজ্ঞা নাই। আমাদের দেশেও আর কিছু না হোক অন্তত গাঁজা খাওয়ার অনুমতি দেয়া উচিত যেন মানুষের রাগ কমে।
নিজেকে ভালবাসতে হবে নিঃশর্তভাবে। মনে করতে হবে পৃথিবীতে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বাড়াবাড়ি করা যাবে না। কারণ আমিত্ব আমাদের সত্তার ভিতরে জন্ম থেকেই প্রথিত আছে।
২১| ২৭ শে মে, ২০২৩ সকাল ১১:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
১, ২, ৩, ৮, ৯, ১৩, ১৯, ২০, ২১ গানগুলি আমার ভালো লাগার তালিকায় আছে।
২৭ শে মে, ২০২৩ দুপুর ১২:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার বিশ্বাস বাকি গানগুলির মধ্যে থেকে অনেকগুলি গান আপনার ভালো লাগবে। ধন্যবাদ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য।
২২| ২৭ শে মে, ২০২৩ দুপুর ১২:৪৫
জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
জানার স্বার্থে একখানা অফটপিক প্রশ্ন করছি।
ধর্মীয় দিক হতে আপনি গানটাকে কিভাবে দেখেন?
জটিলবাদ জানবেন।
২৭ শে মে, ২০২৩ দুপুর ২:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধর্মীয় দিক থেকে বাদ্যযন্ত্র হারাম। তবে সব বাদ্যযন্ত্র না। কিন্তু খালি গলায় গান গাওয়া হারাম না।
সহি হাদিসে এসেছে বিয়ে এবং ঈদের সময় মেয়েরা দফ বাজিয়ে গান গেয়েছে এবং নেচেছে। হিজরতের সময় রসূলকে (সা) মদিনায় বরণ করার জন্য দফ বাজানো হয়েছিল। গানের ভাষা এবং উদ্দেশ্য কি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
২৩| ২৭ শে মে, ২০২৩ দুপুর ১:৪১
মিরোরডডল বলেছেন:
নিবর্হণ নির্ঘোষ বলেছেন:
হাহাহাহাহাহা , দেখেছো সাচু ভাই কী বলল !!
ও কিছু না, সাচু এসব ফান করে বলে।
লেখক বলেছেন: আমি শুনেছি গাঁজা খেলে নাকি মুড খুব ভালো থাকে। নির্বংশ ট্রাই করে দেখতে পারে।
প্রয়োজনে শেরজা সাপ্লাই দিবে।
২৭ শে মে, ২০২৩ দুপুর ২:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: শেরজা ভাই এখন আর খায় না মনে হয়। এতো খেয়েছে যে এখন আর গাজায় পোষায় না। তবে জোগাড় করে দিতে পারবে মনে হয়। একটু বেশী করে আনলে কিছু গাঁজা মিরোরডডলকেও পাঠিয়ে দেয়া যাবে। মিরোরডডলের তো রাতে ঘুম হয় না। গাঁজা খেলে নাক ডেকে ঘুমাতে পারবে।
গাঁজার অনেক উপকারিতা আছে। যথাঃ
১। প্রাচীন কালে চিকিৎসার প্রয়োজনে গাঁজা ব্যবহৃত হত।
২। মৃগী রোগ গাঁজা খেলে ভালো হয়।
৩। গাঁজা চোখের গ্লুকোমা রোগ ঠেকাতে সাহায্য করে।
৪। গাঁজা মস্তিস্ককে দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়া থেকে রক্ষা করে। তাই অ্যালঝাইমার রোগের চিকিৎসায় গাঁজা উপকারী।
৫। গাঁজা টিউমারের ঝুকি কমায় তাই ক্যানসারের ঝুকিও কমে যায়।
৬। কেমথেরাপির ক্ষতি গাঁজা কমিয়ে দেয়। তাই কান্সারের রোগীদের নিয়মিত গাঁজা খাওয়া উচিত।
৭। গাঁজা স্ট্রোকের ঝুকি কমায়। তাই ৪০ প্লাস মানুষদের উচিত গাঁজা খাওয়া।
২৪| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৩:২৮
মিরোরডডল বলেছেন:
সাচু যে গাঁজা খেয়ে এই প্রতিমন্তব্যটা লিখেছে এই বিষয়ে 100% নিশ্চিত
গাঁজার প্রভাবতো সাংঘাতিক!
২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: যে ৭ টা উপকারিতার কথা লিখেছি সেটা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণিত।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত একটা গবেষণায় দেখা গেছে যে গাঁজা মানুষকে প্রফুল্ল করে। লেডি গাগা গান লেখার সময় গাঁজা খেতেন বলে স্বীকার করেছেন। আমাদের গুরু শেরজা ভাইয়ের একটা পোস্টের আলোকে বলছি যে যারা গাঁজা খায় তারা বেশী সামাজিক হয়। গাঁজাখোররা গ্রাজুয়েট হওয়ার দিক থেকে এগিয়ে আছে। বাতের ব্যথা কমে গাঁজা খেলে। আমাদের চারু শিল্পী শাহ আজিজ ভাই বিখ্যাত শিল্পী হওয়ার জন্য গাঁজায় দম দিতেন বলে জানিয়েছেন।
অনেক বিখ্যাত ব্যক্তি গাঁজা খেতেন। যথাঃ
১। উইলিয়াম শেক্সপিয়ার
২। জাস্তিন ট্রুডো
৩। শিল্পী এস এম সুলতান
৪। নিরমলেন্দু গুন
৫। অ্যালেক্সান্ডা র দুমা
৬। ভিক্টর হুগো
৭। গায়ক বব ডিলান (বিটলসের সদস্যরা গাঁজা খেত)
৮। বিল গেটস গাঁজা বৈধ করার কথা বলেছিলেন
৯। গায়ক বব মারলি
১০। স্টিভ জব
১১। গায়িকা হুইটনি হাউসটন
১২। হ্যারিসন ফোরড
১৩। ক্রিস্টোফার কলম্বাস
১৪। রানী ভিক্টোরিয়া
১৫। প্রেসিডেন্ট জন এফ কেনেডি
১৬। গায়িকা ম্যাডোনা
১৭। জাস্তিন বিবার
১৮। ওপরা উইনফ্রে
১৯। প্রেসিডেন্ট বারাক ওবামা
২০। প্রেসিডেন্ট বিল ক্লিনটন
২১। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ
এরকম আরও বহু বিখ্যাত ব্যক্তি গাঁজা খেতেন। গাঁজা খুব ভালো জিনিস। পৃথিবীর আরও অনেক দেশে গাঁজা বৈধ হয়ে যাবে। ব্লগে গাঁজা খেয়ে উলটাপালটা কিছু লিখলে কোন দোষ হওয়ার কথা না। অবশ্য এই ব্যাপারে ব্লগের নিয়ম আমার জানা নাই। ব্যাপারটা ব্লগ কর্তৃপক্ষের পরিষ্কার করা উচিত।
২৫| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৫
জটিল ভাই বলেছেন:
কমেন্ট সেকসনে হাহা এবং এ্যাঙরি রিয়েক্ট চালুর জোর দাবী জানিয়ে যাচ্ছি। সেইসাথে শেরজা তপন ভাইকে নিয়ে বলা কথার সুতেব্র পরতিবাদ জানাচ্ছি!
২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে রাগে নাক ফাটানোর ইমো থাকা উচিত। এছাড়া দাঁত বের করে কেলানোর ইমো ও থাকা উচিত। শেরজা ভাই গাঁজার উপকারিতা নিয়ে বিশাল একটা পোস্ট দিয়েছিলেন। তাই ধারণা করা যায় যে বিনা অভিজ্ঞতায় এই পোস্ট লেখেন নাই। তাছাড়া উপরে আমি বিখ্যাত ব্যক্তিদের তালিকা দিয়েছি যারা নিয়মিত গাঁজা খেত। তাই শেরজা ভাই গাঁজা খাইলে আমি কোন সমস্যা দেখি না। গাঁজা আর শিল্প চর্চা হাতে হাত ধরে চলে। আসলে ব্লগেও যারা ছোটকাল থেকে শিল্প চর্চায় এগিয়ে আছে তারা নিশ্চিত গাঁজা খোর।
২৬| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৩:৫২
মিরোরডডল বলেছেন:
জটিল এ্যাঙরি রিয়েক্ট আছেতো
শেরজা সাপ্লাই দিবে সেটার প্রতিবাদ???
শেরজা অতি শীঘ্রই তার ক্রাইম পার্টনারকে নিয়ে মানি লন্ডারিং আর ড্রাগস সাপ্লাইয়ের একটা স্মাগ্লিং বিজনেস শুরু করতে যাচ্ছে। তারা সবার কাছে দোয়া প্রার্থী
জটিলতো বড় পীর, একটা ফুঁ দিয়ে দিলেই হবে
২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: শেরজা ভাই একজন ড্যাশিং লেডি ক্রাইম পার্টনার নিয়েছেন শুনলাম। দুইজনেই মনে হয় গাঁজা খায়।
পীরের দরবারে গাঁজা আরও বেশী চলে। জটিল ভাই ফুঁ দেয়ার আগে গাঁজায় দম নিয়ে নেবেন দয়া করে।
২৭| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: আকাশে সূর্য্য আছে যতদিন
তুমি তো আমার ওগো আর কারো নও........
এই গানের সেই তুমি কিন্তু অনেক দূরে থাকে আজ অন্য কারো কাছে তবুও আমি জানি তুমি তো আমার ওগো আর কারো নও.......
২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আরেক জনের কাছে থাকলে কি হবে 'ওগো' তার নাকে দড়ি বেঁধে রেখেছে। তাই কোন লাভ নাই। মালকিন একজনই। যার দড়ির টানে উঠ বস করতে হয়।
২৮| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:২৭
মিরোরডডল বলেছেন:
শায়মাপু তুমি একটা খাদক!
নিজেরটাও খাও, আবার আরেকজনেরটাও চাও
২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপু কি নিজের গাঁজা সাথে আরেকজনের গাঁজাও খায়???!!!!
গাঁজা বেশী করে খায় বলেই তো এই সব শৈল্পিক পোস্ট দিতে পারে। ছোটকালেও মনে হয় খেত। নইলে এত পাজি মেয়ে হয় নাকি।
২৯| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৪১
মিরোরডডল বলেছেন:
আমাদের চারু শিল্পী শাহ আজিজ ভাই বিখ্যাত শিল্পী হওয়ার জন্য গাঁজায় দম দিতেন বলে জানিয়েছেন।
হা হা হা .........
সাচুর অভিজ্ঞতাটাও শুনি, কেমন লেগেছিলো?
২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার বন্ধুরা কয়েকজনে গাঁজা খেত। অনেকে ডাইল খেতো। আমি কখনও খাই নাই। তবে ভাবছি গাঁজা খেয়ে পোস্ট দিব এখন থেকে। বিখ্যাত লোকেরা খেতে পারলে আমরা পারবো না কেন। আর তাছাড়া গাঁজা খেয়ে পোস্ট দিলে কোন শাস্তি মনে হয় নাই। সাত খুন মাফ।
আমাদের সময় ফেন্সিডিল, হেরোইন, প্যাথেড্রিন এগুলি বেশী ছিল। গাঁজা তো মামুলি জিনিস। একজন ডাক্তারী পড়া আপাকে জানতাম যিনি সম্ভবত প্যাথেড্রিন নিতেন।
৩০| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৪
মিরোরডডল বলেছেন:
আসলে ব্লগেও যারা ছোটকাল থেকে শিল্প চর্চায় এগিয়ে আছে তারা নিশ্চিত গাঁজা খোর।
হা হা হা হা ............
লিস্টটাও একটু দিয়ে দিবে প্লীজ তারা কারা।
গুরুদের চিনি রাখি
২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠাকুর ঘরে কে? আমি কলা খাই না।
নীচে একজন নিজে থেকেই কি যেন খেয়েছেন বলতে চাচ্ছেন। তাই আমার আর কষ্ট করে তালিকা দেয়ার প্রয়োজন পড়বে বলে মনে হয় না। গাঁজা না খেলে এতো প্রতিভা আসে কোত্থেকে???!!!
আমার মনে হয় উনি মায়ের পিটুনি খেয়ে রাগে দুঃখে ইঁদুর মারার ওষুধ খেয়েছিলেন। অথবা বিড়ি খেয়েছিলেন মনে হয় শখ করে।
৩১| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৫২
শায়মা বলেছেন: গাঁজা খাইনি তবে তেমন কিছুই খেয়েছিলাম সেটাও লিখবো নে
২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:০২
সাড়ে চুয়াত্তর বলেছেন: তামাক পাতা কিংবা জর্দা খেয়েছিলেন। অথবা হুক্কা বা বিড়ি খেয়েছিলেন।
নাকি তারি বা ভাং খেয়েছিলেন মনে হয়।
৩২| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:১৭
মিরোরডডল বলেছেন:
যদি কোনোদিনও ভুল করে
আমাকে যায় মনে পরে
মেঘ বালিকার ডানায় চড়ে
এক নিমিষে আসবো উড়ে
২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: হাবিবের গান ভালো লাগে। এই গানটা আগে শুনি নাই অবশ্য। তবে ভালো লেগেছে। হাবিব তার বাবার চেয়ে ভালো গায়।
৩৩| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কী থেকে আলোচনা কোথায় চলে গেল আল্লাহ !!
এখন একখান গান লিখছি আপাতত কিছুই আমার ভেতর আর নাই । আত্মঘৃণা থেকে যে গান বেরোয় তাই আত্মঘৃণাই দারুণ !!
২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ওকে। ভালো একটা গান লেখেন তারপর সুর করেন।
৩৪| ২৭ শে মে, ২০২৩ রাত ১১:০৭
শেরজা তপন বলেছেন: হায় হায় ও। মোর খোদা আমি কই ছিলাম!সাঙ্গু আর ডডডডডল আপু দেখি আমার ইজ্জতের ফালুদা করে ফেলছে।
এই খানে নাকে কত দিচ্ছি; আর জিন্দেগীতে গান্জা মদ প্রেম আর কোন পোস্ট দিতাম না। নেশা ভাং জুয়া প্রেম বিষয়ক আমার ব্যাফক প্রতিভা প্রকাশে বাধা দানের জন্য আপনেরা দুইজন দায়ী থাকবেন।
ব্লগে আমার একজন ই হিতাকাঙ্খী আছে সেইজন জটিল ভাই। আমরা একদিন গাঁজা খাইতে খাইতে দুই ভাই সুখ দুঃখের আলাপ করুমনে।
২৮ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মানি লন্ডারিংয়ের সেই ড্যাশিং লেডি পার্টনার সব ফাঁস করে দিয়েছে। আমার কোন দোষ নাই। আর তাছাড়া দেশ বিদেশের কত রথীমহারথী গাঁজা খায়, আপনি খাইলে দোষ কি?
জটিল ভাইয়ের লেখায় যে প্রতিভা প্রকাশ পায় সেটা গাঁজা খেয়েই কেবল সম্ভব।
৩৫| ২৭ শে মে, ২০২৩ রাত ১১:০৯
শেরজা তপন বলেছেন: সাচু সাঙ্গু হয়ে গেছে!!! সব গাঁজার মহিমা
২৮ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: কোন সমস্যা নাই। বুঝতে পাড়ছি।
৩৬| ২৮ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
আমি সাজিদ বলেছেন: আকাশ খুলে বসে আছি
তাও কেন দেখছো না
একই আকাশ মাথার উপর
এক কেন ভাবছো না
আকাশ খুলে বসে আছি
তাও কেন দেখছো না
ফাহমিদা নবী আর বাপ্পা মজুমদারের এই গানটা বেশ প্রিয়।
২৮ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: জি, গানটা বেশ সুন্দর। উপরে ৮ নাম্বার মন্তব্যে মিরোরডডল এই গানটা শেয়ার করেছে। ধন্যবাদ। ভালো থাকবেন।
৩৭| ২৮ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
আমি সাজিদ বলেছেন: গান নিয়ে পোস্ট কই চলে গেল মন্তব্যের ভীড়ে!
২৮ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: গান থেকে গাঁজায় চলে গেছে।
আড্ডার একটা পরিবেশ তৈরি হয়েছিল তাই গান চলে গেছে গাঁজায়।
৩৮| ১৩ ই জুন, ২০২৩ রাত ২:০৫
খায়রুল আহসান বলেছেন: চমৎকার সংকলন!
সব গান শোনা শেষ হলে পুনরায় এসে কিছু বলে যাবার ইচ্ছে রয়েছে। তবে সেটা কতদিন পর হতে পারে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
১৩ ই জুন, ২০২৩ রাত ১০:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনি ধীরে ধীরে সময় নিয়ে গানগুলি শুনবেন, কোন সমস্যা নাই। ভালো থাকবেন।
৩৯| ২৬ শে জুন, ২০২৩ ভোর ৪:১৫
খায়রুল আহসান বলেছেন: শুনলাম আপনার পোস্টে দেয়া বাংলা ও ইংরেজী গানগুলো।
আমি এখন পুরনো লোকের দলে, যদিও নবীনদের মাঝে থেকে তাদের প্রাণস্পন্দন অনুভব করতে ভালবাসি। তাই সঙ্গীতের নতুন নতুন ধারার সাথে পরিচিত থাকার চেষ্টার পাশাপাশি যখন কোন পুরনো জনপ্রিয় গান শুনি, তখন সেগুলো তাৎক্ষণিকভাবে মনে ও কানে অনুরণন তোলে। নীলাকাশ নিয়ে সে রকম একটা গান, পুরনো দিনের হামরাজ ছবিতে মাহেন্দ্র কাপুর গীত হে নীলে গগন কে তলে গানটি সম্ভবতঃ আপনার তালিকা থেকে বাদ পড়ে গেছে।
আপনি গান প্রেমিক মানুষ, আশাকরি এ মেলোডিয়াস গানটি আপনারও ভালো লাগে/লাগবেঃ
https://www.youtube.com/watch?v=wYIIz0vy1e4
০৩ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দেয়া গানটা খুব ভালো লেগেছে। আপনার দেয়া লিঙ্কে গানটা শুনলাম। তারপরও এই গানের মূল সিনেমা রেকর্ডিংটা নীচে দিলাম। এটাতে সিনেমার নায়ক নায়িকা সহ দেখতে আরও ভালো লাগবে আশা করি।
৪০| ২৮ শে জুন, ২০২৩ রাত ৮:৪১
আমি সাজিদ বলেছেন: ঈদ মোবারক সাচু ভাই
২৮ শে জুন, ২০২৩ রাত ৮:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঈদ মোবারাক ভাই। ভালো থাকবেন।
৪১| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১২:০৭
খায়রুল আহসান বলেছেন: ৩৯ নং প্রতিমন্তব্যের লিঙ্কটি মূল পোস্টে হিন্দি গানের তালিকায় ৫ নম্বরে যোগ করে দিতে পারেন।
০৬ ই জুলাই, ২০২৩ রাত ১২:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন। এখনই হিন্দি গানের তালিকায় গানটার লিঙ্ক যোগ করে দিচ্ছি। ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:১২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ৮ নং গানটা আমাকে একবার দৃষ্টরজা শুনিয়েছিল আহা সেইসব দিন !!
** ও আকাশ প্রদীপ জ্বেলো না ............................. গানটা নেই !!